যাত্রী আটক
বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুলাল জমাদ্দার নামের এক যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইউএস বাংলার একটি ফ্লাইট থেকে বিদেশি মুদ্রা জব্দসহ তাকে আটকের পর থানায় সোপর্দ করা হয়।
এ সময় তার কাছ থেকে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল জব্দ করা হয়।
আরও পড়ুন: শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, আটক ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন। তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের ক্রুরা তাকে চট্টগ্রামে অফলোড করেন এবং তল্লাশি করে বিদেশি মুদ্রা জব্দ করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
৩ সপ্তাহ আগে
শাহ আমানতে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যমানের ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম জব্দ করা হয়েছে বলে দাবি করেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আরও পড়ুন: ১৭ ঘণ্টা পর শাহ আমানত বিমানবন্দর চালু
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা ওই যাত্রীকে আটক করে।
জাকির হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকার বাসিন্দা। পুরাতন ঢাকার বংশাল এলাকার শিক্কাটুলিতে থাকতেন।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা জব্দ
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট বিএস-৩৪৩ করে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন জাকির হোসেন। এসময় তার কাছে বিপুল পরিমাণ সৌদি রিয়াল ও ইউএই দিরহাম পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীরা বিমানের ভেতর থেকে তাকে আটক করেছেন। তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ জব্দ
৩ মাস আগে
চট্টগ্রাম বিমানবন্দরে আড়াই লাখ দিরহাম জব্দ, বিদেশগামী যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকালে দুই লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী এক যাত্রীকে আটকের দাবি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (এনএসআই)।
বাংলাদেশি টাকায় উদ্ধারকৃত দিরহামের মূল্যমান ৭৩ লাখ টাকার বেশি।
আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়।
আরও পড়ুন: শাহ আমানতে ২৮ স্বর্ণের বারসহ বিদেশ ফেরত যাত্রী আটক
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শনিবার ( ৫ নভেম্বর) সকালে মোহাম্মদ আলীর এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ যাওয়ার কথা ছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৬টায় চট্টগ্রাম বিমানবন্দরে যৌথ অভিযান পরিচালনা করে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের একটি দল।
এছাড়া এই যাত্রী ২০২২ সালে মোট ৬ বার আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দা দলের কাছে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শুল্ক গোয়েন্দাদের ধারণা, আটক মোহাম্মদ আলী কোনো আন্তর্জাতিক মুদ্রা পাচার দলের সদস্য।
কারণ হিসেবে তারা জানান, ২০১৮ সালের মার্চে পাসপোর্ট ইস্যু হওয়ার পর থেকে তিনি মোট ৬টি আন্তর্জাতিক রুটে চলাচল করেছেন।
আরও পড়ুন: স্বর্ণের জ্যাকেট-আন্ডারওয়্যারসহ বিমান যাত্রী আটক
শাহ আমানতে যাত্রী আটক, ৩৪ স্বর্ণের বার জব্দ
২ বছর আগে
ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার স্বর্ণসহ ৪ যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে দুবাই থেকে আসা চার যাত্রীর কাছ থেকে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার হয়েছে। এ সময় ওই চার জনকে আটক করে কাস্টমসের কর্মকর্তারা। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় সাত কোটি টাকা।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনাল নির্মাণে চুক্তি
আটকরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেখ মো. জাহিদ।
আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল, শাহজালালে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের উপকমিশনার মো. আল আমিন জানান, সকাল ৯টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ২৪৮ ওসমানীতে অবতরণ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চার যাত্রীর লাগেজ তল্লাশি করে ১১ কেজি ২২০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।
২ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বারসহ যাত্রী আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে সোনার দুটি বার ও একটি পাত জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
৪ বছর আগে
শাহজালাল বিমানবন্দরে ৩২টি স্বর্ণের বারসহ যাত্রী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ২২ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৭০০ গ্রাম স্বর্ণসহ দুবাই থেকে আগত এক যাত্রীকে বৃহস্পতিবার আটক করেছে কাস্টম হাউস।
৪ বছর আগে