বিএফইউজে
কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘রাজাকার’ স্লোগানে এডিটরস গিল্ড ও বিএফইউজের নিন্দা
কোটা সংস্কার আন্দোলনকারীদের স্লোগান বিশেষ করে ‘রাজাকার’ শব্দ ব্যবহারে তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে এডিটরস গিল্ড, বাংলাদেশ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
সোমবার এডিটরস গিল্ড, বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু একটি বিবৃতিতে বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনের একটি অংশ দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চায় বলে মনে হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে সাংবাদিক ফোরাম।’
এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভকারীরা নিজেদের 'রাজাকার' বলে স্লোগান দেয়; এটি একই সঙ্গে দুর্ভাগ্যজনক এবং একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের জন্য চরম অপমানজনক।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সবাই সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার চায়। কিন্তু এডিটরস গিল্ড, বাংলাদেশ লক্ষ্য করেছে, একটি স্বার্থান্বেষী মহল কোটা আন্দোলনকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে।’
বিবৃতিতে এডিটরস গিল্ড, বাংলাদেশ সব পক্ষকে এ ধরনের বিভাজন সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
পৃথক এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, স্বার্থান্বেষী একটি মহল কোটা সংস্কার আন্দোলনকারীদের আমাদের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে।’
বিবৃতিতে বিএফইউজে আরও জানায়, ‘শুধু তাই নয়, কেউ কেউ এমন আচরণ করছেন যা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতিনিধিত্ব করে। আমরা এ ধরনের আচরণের নিন্দা জানাই।’
সাংবাদিক নেতারা গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের উল্লেখ করে স্লোগান দেওয়ার নিন্দা জানান। তারা বলেন, ‘এ ঘটনা আমাদের স্তম্ভিত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সাংবাদিক ফোরাম ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোট, অভিনয়শিল্পী ইক্যুইটি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চারিত স্লোগানের নিন্দা জানায়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
৩ মাস আগে
সাংবাদিক লাঞ্ছনা: মোস্তাফিজুরের মনোনয়ন বাতিল দাবি বিএফইউজে-সিইউজের
সাংবাদিকদের লাঞ্ছনাকারী মোস্তাফিজুর রহমান চৌধুরীকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
এক যৌথ বিবৃতিতে শুক্রবার (১ ডিসেম্বর) উভয় সংগঠনের নেতারা এ দাবি জানান।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে এমপি মোস্তাফিজুরকে শোকজ
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, সিইউজে সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, নির্বাচনের আগেই আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে প্রশ্ন করায় যিনি সাংবাদিকদের গায়ে হাত তোলার মতো ঔদ্ধত্য দেখাতে পারেন এমন ব্যক্তির কাছে কেউই নিরাপদ নয়।
সাংবাদিক নেতারা বলেন, বিতর্কিত এই ব্যক্তি আগেও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াও সাংবাদিকদের হুমকি, মিথ্যা মামলায় জড়ানোসহ সাংবাদিক বিদ্বেষী নানা ঘটনা ঘটিয়েছেন।
একজন রাজনীতিবিদের কাছ থেকে আমরা তা কখনো প্রত্যাশা করি না।
নেতৃবৃন্দ তার মনোনয়ন বাতিলের জন্য আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তার বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান।
আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থীসহ ৪১ নেতাকর্মীকে শোকজ
মানিকগঞ্জে মেয়র ও ৫ কাউন্সিলর পদপ্রার্থীকে শোকজ
১১ মাস আগে
শনিবারের সহিংসতায় আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন
ঢাকার সেগুনবাগিচায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া রবিবার (২৯ অক্টোবর) বিকালে মারা গেছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা এম আবদুল্লাহ জানান, বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।
ভূঁইয়া শনিবার বিকালে মাদারটেকের বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাচ্ছিলেন। সেগুনবাগিচায় পৌঁছালে ওই এলাকায় চলমান সহিংসতা ও কাঁদানে গ্যাসের আঘাতে তাকে বহনকারী রিকশাটি উল্টে যায়।
বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
রফিক ভূঁইয়া চট্টগ্রামের দৈনিক সমাচার পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা: সম্পাদক পরিষদের নিন্দা-উদ্বেগ
পরে তিনি ঢাকায় চলে আসেন এবং বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি কয়েকটি পত্রিকাও প্রকাশ করেন। কানাডায় অবস্থানের সময়ও তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন।
রফিক ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক কার্যনির্বাহী সদস্য এবং জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন।
তার লাশ ঢাকার শমরিতা হাসপাতালে রাখা হয়েছে। তার দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর তাকে দাফন করা হবে।
১৯৫১ সালে ফেনীর দাগনভূঁইয়ায় জন্মগ্রহণকারী রফিক ভূঁইয়া তার ছেলে, মেযে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলাকারী 'অপরাধীদের' বিচারের আওতায় আনা হবে: হাছান মাহমুদ
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ডিক্যাবের
১ বছর আগে
সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা বিএফইউজে’র
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ।
অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
শনিবার (২৮ অক্টোবর) বিএফইউজে মহাসচিব দীপ আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বিএনপির ডাকা সমাবেশে যোগ দেওয়া নেতা-কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ চালাতে গেলে সেই দৃশ্য ধারণ করেন সাংবাদিকরা। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিএনপি ও জামায়াত কর্মীরা। তারা হামলে পড়েন সাংবাদিকদের ওপর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিএনপি ও জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া জার্নালিস্ট শেখ নাসির। তার ওপর হামলা করে বিএনপি কর্মীরা। রাজারবাগ এলাকায় একুশে টেলিভিশনের গাড়িতে হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে জামায়াত-বিএনপির কর্মী। এসময় আহত হন একুশে টিভির সাংবাদিক তৌহিদুর রহমান ও ক্যামেরাপার্সন আরিফুর রহমান। নাইটিঙ্গেল মোড়ে ভাঙচুর করা হয় যমুনা টেলিভিশনের একটি গাড়ি।
আরও পড়ুন: সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রত্যাহারের দাবি বিএফইউজে’র
এতে আরও বলা হয়, এছাড়া আরামবাগ মোড়ে নটরডেম কলেজের সামনে বিএনপির কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ভোরের কাগজের ফটো সাংবাদিক মাসুদ পারভেজ আনিস। তিনি জানিয়েছেন যুবদল কর্মীরা তাকে মারধর করে ক্যামেরা নিয়ে গেছে। আওয়ামী লীগের পোস্টার-ফেস্টুনে রাস্তার মাঝে আগুন দেওয়ার ছবি তুলতে গেলে তারা হামলা চালায়। নয়াপল্টন সংলগ্ন নাইটিঙ্গেল মোড়ে বিএনপি কর্মীদের হাতে আহত হয়েছেন সময় টিভির সাংবাদিক মারুফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলায় মারাত্মক আহত হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফসান জানি। প্রাণ বাঁচাতে তিনি সেগুনবাগিচার দিকে দৌঁড় দিলে হামলাকারীরা তার পিছু নিয়ে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে রাফসান রাস্তায় পড়ে যান। এসময় তার মাথা ও সারা শরীরে বেদমভাবে আঘাত করা হয়। পরে অন্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।
সাংবাদিকদের ওপর হামলাকারীরা যাতে কোনো ছাড় না পায় তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিএফইউজে নেতারা।
প্রসঙ্গত, শনিবার রাজধানীতে সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কমপক্ষে ১০ জন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা এবং ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।
আরও পড়ুন: করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বিএফইউজে-ডিইউজের
বিএফইউজে নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার
১ বছর আগে
‘সারা বিশ্বে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা কমে গেছে'
সাংবাদিক নেতারা বলেছেন, সারা বিশ্বে গণমাধ্যমের উপর মানুষের আস্থা কমে গেছে। মানুষ এখন আর গণমাধ্যমকে বিশ্বাস করে না। এটা শুধু আমাদের দেশে নয়, ইউরোপে জরিপ চালিয়ে জানা গেছে। ইউরোপের ১১টি দেশের ৬৩ শতাংশ মানুষ জানিয়েছিল, তারা গণমাধ্যমকে বিশ্বাস করেন না। কারণ এখনকার সংবাদপত্র কারো পক্ষে লিখে, কেউ আজেবাজে লিখে বা মিথ্যা লিখে। তাই বেশির ভাগ মানুষ যার ওপর বেশি আস্থা রাখে তিনি বড় সাংবাদিক। সাংবাদিক সংগঠন শুধু নেতা হওয়ার জন্য নয়, ভাল সাংবাদিক তৈরির জন্যে প্রয়োজন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে তারা এসব কথা বলেছেন। শনিবার বেলা একটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের মসজিদ রোডস্থ এ মালেক কনভেনশন সেন্টারে এই সমাবেশ চলে।
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সমাবেশের পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে'র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএফইউজে'র সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র মহাসচিব দীপ আজাদ। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পির সভাপতিত্বে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।
আরও পড়ুন: গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা উভয়ই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
সমাবেশে সাংবাদিক নেতারা ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে হেফাজতে ইসলামের হামলার কথা উল্লেখ করে বলেন, প্রেসক্লাবে এই হামলার ফলে দুটি সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এক হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ায় একক প্রেসক্লাব আছে, আরেকটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সত্য-সুন্দর ও ন্যায়ের পক্ষে কাজ করে। যারা এই হামলা করেছে তারা হচ্ছে অন্ধকারের শক্তি। এই অন্ধকারের শক্তিরা প্রথম সাংবাদিকদের কন্ঠ রোধ করতে চায়।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিক ইউনিয়নের কোন সমস্যা হলে প্রেসক্লাব পাশে দাঁড়াবে, তেমনি প্রেসক্লাব কেন্দ্রিক কোন সমস্যা হলে ইউনিয়ন পাশে দাঁড়াবে। এই
নেটওয়ার্কের মাধ্যমে গোটা বাংলাদেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরি হবে। সমাবেশে জেলার ৯টি উপজেলার প্রায় ১৩০জন সাংবাদিক অংশ নেন।
আরও পড়ুন: গণমাধ্যম নিয়ন্ত্রণে আইন ও নীতিমালা করা হচ্ছে: ফখরুল
২ বছর আগে
জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ আর নেই
জ্যেষ্ঠ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের একজন কর্মকর্তা ইউএনবিকে জানান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রিয়াজউদ্দিন শনিবার দুপুর ১টা ৩৬ মিনিটে মারা গেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রিয়াজউদ্দিন আহমেদ ১৩ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় ১৯ ডিসেম্বর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছিল।
আরও পড়ুন: জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম আর নেই
সাংবাদিক শামীম মাশরেকী আর নেই
২ বছর আগে
হাইকোর্টের আদেশ স্থগিত, বিএফইউজের নির্বাচনে বাধা কাটল
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে রবিবার অবকাশকালীন চেম্বার বেঞ্চের বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এর ফলে তফসিল অনুসারে ২৩ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী নূরে আলম উজ্জ্বল।
তফসিল অনুসারে ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভোটার তালিকায় নিজের নাম না থাকার বিষয়টি উল্লেখ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান ফেরদৌস গত ২৩ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন। এতে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তির নির্দেশনা চান তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৮ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে বিএফইউজে নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন।
আরও পড়ুন: বিএফইউজে’র নির্বাচন দুই মাসের জন্য স্থগিত
পরবর্তী সময়ে ওই মামলায় পক্ষভুক্ত হতে ও হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিএফইউজে নির্বাচনে মহাসচিব পদপ্রার্থী দীপ আজাদ ৭ অক্টোবর আবেদনটি করেন, যা রবিবার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন, যিনি অ্যাটর্নি জেনারেলও। তাঁর সঙ্গে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ মো. মোরশেদ (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল), নূরে আলম উজ্জ্বল ও রাফসান আল আলভি। অন্যদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক, তীর্থ সলিল পাল ও নূরুল করিম।
আরও পড়ুন: করোনায় মৃত সংবাদকর্মীদের জন্য ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বিএফইউজে-ডিইউজের
৩ বছর আগে
বিএফইউজে’র নির্বাচন দুই মাসের জন্য স্থগিত
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ২৩ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এক রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদালত একইসঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
আরও পড়ুন: বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি বিএফইউজে’র
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলীল পাল ও অ্যাডভোকেট নুরুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবায়েত।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে একটি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: অনিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।
৩ বছর আগে
সরকারবিরোধী আন্দোলনের আহ্বান বিএনপির
বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে ৯০ দশকের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলন শুরু করার বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমাদের প্রধান কাজ এখন গণতন্ত্র পুনরুদ্ধার করা, কিন্তু শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এটা সম্ভব হবে না। সুতরাং, গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনরুদ্ধার করতে আমাদের অবশ্যই এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করতে হবে।’
মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত ও মতাদর্শ আছে।’ কিন্তু তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে তাদের মতভেদ নেই। কারণ জনগণ তা থেকে মুক্তি পেতে চায়। সুতরাং, আসুন আমরা একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করি অথবা এই সরকারের পতন নিশ্চিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একযোগে আন্দোলন শুরু করি। এটা এখন সময়ের দাবি। আমাদের অতীতেও এমন আন্দোলন করার ইতিহাস রয়েছে (এইচএম এরশাদের বিরুদ্ধে)।
আরও পড়ুন: সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে ঐক্যবদ্ধ আন্দোলন চান ড. কামাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোর এখন একটিই লক্ষ্য থাকা উচিত- বর্তমান 'স্বৈরাচারী' সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করা। আমরা কি এই ইস্যুতে ঐক্যমতে পৌঁছাতে পারি না? জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দল মুক্তিযুদ্ধের ইতিহাসকে 'নির্মমভাবে বিকৃত' করছে এবং জনগণকে বিভ্রান্ত করতে এবং সত্যকে চাপা দেয়ার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা এবং তার কবর ও মৃতদেহ নিয়ে 'মিথ্যা' মন্তব্য করছে।
‘আমরা বিশ্বাস করি যে দেশে প্রকৃত গণতান্ত্রিক চর্চা থাকলে কোন সরকার, দল এবং ব্যক্তি এইভাবে ইতিহাস বিকৃত করতে পারে না’, বিএনপি নেতা বলেন।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ঐতিহাসিক সত্যকে দমন করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে। ক্ষমতাসীন দলের নেতারা জিয়াউর রহমানকে কেন্দ্র করে একটি বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন, যাতে দেশের বাস্তব সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্য দিকে সরিয়ে নেয়া যায়।
আরও পড়ুন: সরকার হটাতে শক্তিশালী জোট চান ফখরুল
ভবিষ্যত প্রজন্মের ‘ভয়ংকর ক্ষতি’ করছে সরকার: বিএনপি
৩ বছর আগে
বাংলাদেশে আল জাজিরা নিষিদ্ধের দাবি বিএফইউজে’র
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার ধারাবাহিক ‘হলুদ সাংবাদিকতার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশে চ্যানেলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
৩ বছর আগে