ঢাকার সেগুনবাগিচায় বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া রবিবার (২৯ অক্টোবর) বিকালে মারা গেছেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতা এম আবদুল্লাহ জানান, বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মারা যান।
ভূঁইয়া শনিবার বিকালে মাদারটেকের বাসা থেকে জাতীয় প্রেস ক্লাবে যাচ্ছিলেন। সেগুনবাগিচায় পৌঁছালে ওই এলাকায় চলমান সহিংসতা ও কাঁদানে গ্যাসের আঘাতে তাকে বহনকারী রিকশাটি উল্টে যায়।
বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
রফিক ভূঁইয়া চট্টগ্রামের দৈনিক সমাচার পত্রিকায় সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলা: সম্পাদক পরিষদের নিন্দা-উদ্বেগ
পরে তিনি ঢাকায় চলে আসেন এবং বিভিন্ন পত্রিকায় কাজ করেন। তিনি কয়েকটি পত্রিকাও প্রকাশ করেন। কানাডায় অবস্থানের সময়ও তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন।
রফিক ভূঁইয়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক কার্যনির্বাহী সদস্য এবং জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন।
তার লাশ ঢাকার শমরিতা হাসপাতালে রাখা হয়েছে। তার দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর তাকে দাফন করা হবে।
১৯৫১ সালে ফেনীর দাগনভূঁইয়ায় জন্মগ্রহণকারী রফিক ভূঁইয়া তার ছেলে, মেযে, আত্মীয়স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আরও পড়ুন: সাংবাদিকদের ওপর হামলাকারী 'অপরাধীদের' বিচারের আওতায় আনা হবে: হাছান মাহমুদ