দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ
পদ্মা সেতু: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন ও অবস্থার পরিবর্তন
ভ্যানচালক সাইফুল এখন পদ্মা সেতুর কাছে ‘ফুচকা’ বিক্রি করেন। তিনি এখন আগের তুলনায় বেশি উপার্জন করেন। ২০২২ সালের জুনে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে স্থানীয় পর্যটনে যে উচ্ছ্বাস দেখা গেছে, তা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে।
তিনি বলেন, ‘আগে ভ্যান চালাতাম। পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ধার্য হওয়ার পর থেকেই ভ্যান চালানো বাদ দিয়েছি। এখন ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করি। আগের চেয়ে রোজগারও ভালো হচ্ছে।’
সাইফুলের মতো অনেক দিনমজুর এই এলাকার ইতিবাচক পরিবর্তনের সুবিধা পাচ্ছেন।
উন্নত যোগাযোগের সুবিধার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পর্যটকদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, শুধুমাত্র পদ্মা সেতু দেখতেও বিপুল সংখ্যক মানুষ এখানে ঘুরতে আসছেন।
সেতুর কাছে অনেক হোটেল, রেস্তোরাঁ, রিসোর্ট ও পার্ক তৈরি করা হয়েছে। বেশি রোজগারের আশায় অনেকেই তাই নিজেদের আগের পেশা পরিবর্তন করেছেন।
পদ্মা সেতু সংলগ্ন নাওডোবা এলাকায় গড়ে উঠেছে ‘ফুড এক্সপ্রেস’ নামে একটি রেস্তোরাঁ।
রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. তরিকুল ইসলাম বলেন, আমরাই প্রথম পদ্মা সেতু এলাকায় রেস্তোরাঁ দিয়েছি। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে পদ্মা সেতু দেখতে। পদ্মা সেতু দেখা শেষে ভ্রমণপিপাসু মানুষেরা আমার রেস্টুরেন্টে আসছেন।’
তিনি আরও বলেন, ‘দূর-দূরান্ত থেকে সেতু দেখতে আসা মানুষের রাতে থাকার জন্য এখানে আবাসিক হোটেল নির্মাণের কাজও চলমান রয়েছে।’
আরও পড়ুন: পদ্মা সেতুর সুবাদে প্রথমবার গার্মেন্টস পণ্য রপ্তানির সাক্ষী হলো মোংলা বন্দর
১ বছর আগে
ঈদ শেষে পাটুরিয়াঘাট হয়ে কর্মস্থলে ফিরছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ
ঈদ শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ পাটুরিয়া ফেরিঘাট হয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।
রবিবার সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহন ও ঈদ ফেরত মানুষের চাপ শুরু হয়।
উপচেপড়া ভিড় না থাকলেও একটু পর পর মানুষ ও ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মাইক্রোবাস আসছে।
আরও পড়ুন: মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে পারের অপেক্ষায় পণ্যবোঝাই ট্রাকের সারি
ফেরি কর্তৃপক্ষ জানান, এই নৌরুটের ১৬টি ফেরির মধ্যে বড় একটি ফেরি বিকল থাকায় বাকি ১৫টি ফেরি দিয়ে পারাপার করছেন। তবে ফেরিতে মানুষ গাদাগাদি করেই আসছে। ফেরিতে কিংবা ঘাট এলাকায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি কিংবা শারিরীক দূরত্ব বজায় থাকছে না।
৩ বছর আগে
খুলনায় হচ্ছে দ্বিতীয় সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতাল
দেশের দ্বিতীয় পূর্ণাঙ্গ সরকারি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল প্রতিষ্ঠিত হচ্ছে বিভাগীয় শহর খুলনায়। প্রাথমিকভাবে খুলনা মহানগরীর লবনচরা থানার পাশে ২০ একর জমি এর জন্য নির্ধারণ করা হয়েছে।
৪ বছর আগে