নিরাপদ সড়ক
নিরাপদ সড়কের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের কফিন মিছিল
সড়ক দুর্ঘটনার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার সারাদেশে হাফ পাসের প্রজ্ঞাপনসহ মোট ৯ দফা দাবিতে শাহবাগ মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।
বেলা একটার কিছু আগে আন্দোলনকারীরা প্রতীকী লাশের কফিন নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন।
আগে থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা জাতীয় জাদুঘরের সামনে তাদের বাধা দেন। পরে তারা শাহবাগ মোড়ের মাঝখানে অবস্থান নেন। রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদ শিক্ষার্থীদের অবস্থান না নিতে অনুরোধ করলে তারা কফিন নিয়ে মিছিল শুরু করেন।
পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র- টিএসসি'র দিকে যান।
আরও পড়ুন: নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের আয়োজন করার ঘোষণা দেন। আর বৈরি আবাহাওয়ার কারণে আজকের এই কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আন্দোলনকারীরা জানান, ‘সড়কে আমাদের সহপাঠীদের রক্ত ঝরেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে। যার বেদনা সেই বোঝে। তাদের পরিবারের আর্তনাদকে আমরা ধারণ করেছি। আমরা সড়কে নিরাপদভাবে চলাচল করতে চাই। এছাড়াও সারা দেশে হাফ পাসসহ নয় দফা দাবির বাস্তবায়ন চাই।’
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার বলেন, শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিতে চেয়েছিল। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় আমরা তাদের সেখানে অবস্থান নিতে নিরুৎসাহিত করি। পরে তারা সেখান থেকে টিএসসি চলে যান।
আরও পড়ুন: ১১ দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
৩ বছর আগে
১১ দাবি নিয়ে আবারও সড়কে শিক্ষার্থীরা
নিরাপদ সড়ক ও দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারিসহ ১১ দফা দাবি নিয়ে আবারও রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১১টায় ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইমপেরিয়াল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।
এ সময় তারা যানবাহনের কাগজপত্র, লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই করে। এতে মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
হারিস নামে এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি কর্তৃপক্ষ মেনে না নিলে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এক ঘণ্টার জন্য তারা একই সড়কে আবার অবস্থান নেবে।
এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
৩ বছর আগে
নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সড়কে নিরাপত্তা ও গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে সরকারের ব্যবস্থা নেয়ার দাবিতে রবিবার আবারও রাজধানীর রাস্তায় নেমেছে কলেজ শিক্ষার্থীরা।
দুপুর ১২টার দিকে ধানমন্ডি-২৭ নম্বর সড়কের রাপা প্লাজার সামনে বিভিন্ন কলেজের কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে তাদের দাবি জানায়।
জ্বালানির মূল্যবৃদ্ধির পর সাম্প্রতিক পরিবহন ভাড়া বৃদ্ধি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা শিক্ষার্থীদের পরিবহন সেক্টরে বিশৃঙ্খলার বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে উদ্বুদ্ধ করে।
আরও পড়ুন: অর্ধেক বাস ভাড়ায় শিক্ষার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, মিরপুর সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া একই দাবিতে নগরীর উত্তরা, শান্তিনগর ও রামপুরা এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
ট্রাফিক ইন্সপেক্টর (উত্তরা) আক্তার হোসেন জানান, দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তবে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় তারা।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসে ভাড়া অর্ধেক: ওবায়দুল কাদের
৩ বছর আগে
সড়ক নিরাপত্তার দায়িত্ব শুধু চালক ও সরকারের নয়: প্রধানমন্ত্রী
ঢাকা, ২২ অক্টোবর (ইউএনবি)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকার বা চালকদের দায়িত্ব নয়, বরং দেশের সকল মানুষের দায়িত্ব।
৫ বছর আগে