নিরাপদ সড়ক ও দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারিসহ ১১ দফা দাবি নিয়ে আবারও রাজধানীর রামপুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১১টায় ইকরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, ইমপেরিয়াল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজসহ বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করেন।
এ সময় তারা যানবাহনের কাগজপত্র, লাইসেন্স, ফিটনেস সনদ যাচাই করে। এতে মালিবাগ-রামপুরা সড়কে যান চলাচল ধীর হয়ে যায়। এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
হারিস নামে এক শিক্ষার্থী বলেন, তাদের দাবি কর্তৃপক্ষ মেনে না নিলে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে এক ঘণ্টার জন্য তারা একই সড়কে আবার অবস্থান নেবে।
এদিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে দুপুর ২টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: রামপুরায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা