ভারতের মধ্যপ্রদেশ সোমবার একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের রাজধানী ভোপাল থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে ধর জেলার খালঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ব্রিজের রেলিং ভেঙ্গে রাস্তা থেকে সরে গিয়ে নর্মদা নদীতে তলিয়ে যাওয়ার সময় চালক ও কন্ডাক্টর সহ ৪০ জনেরও বেশি লোক বাসটিতে ছিলেন।
একজন পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, হালকা বৃষ্টির মধ্যে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। সরকারি মালিকানাধীন বাসটি পাশের রাজ্য মহারাষ্ট্রের দিকে যাচ্ছিল।
আরও পড়ুন: ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
তিনি বলেন, নদী থেকে প্রায় ১৩টি লাশ এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ অফিসার বলেছেন, দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি