সাঁথিয়া
পাবনায় মদপানে যুবকের মৃত্যু
পাবনার সাঁথিয়ায় মদপানে নিজাম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঘটনাটি ঘটে।
নিজাম উদ্দিন উপজেলার করমজা ইউনিয়নের করমজা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজাম স্থানীয় একটি দোকান থেকে মদ কিনে বাড়িতে নিয়ে এসে পান করেন। অতিরিক্ত মদপানের কারণে কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে দ্রুত পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে বিকালে মারা যান তিনি।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
১১ মাস আগে
পাবনায় ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু
পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবারিকোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩০) এবং জালাল মুন্সির ছেলে বাবু মুন্সি (২৫)। সর্ম্পকে তারা আপন চাচাতো ভাই।
আহত মমিন সিকদার একই গ্রামের মন্তাজ সিকদারের ছেলে এবং আওয়াল আলী চন্ডিপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিরুলের ভুসির দোকানে বৃহস্পতিবার হালখাতা ছিল। জামিরুল তার চাচাতো ভাই বাবু ও প্রতিবেশি মমিনকে সঙ্গে নিয়ে সকালে মোটরসাইকেল নিয়ে কাশিনাথপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চন্ডিপুর গ্রামের ট্রেন রাস্তা দ্রুত পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছুটে আসা ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেন তাদের ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
মোটরসাইকেলে থাকা মমিন ছিটকে পড়ে গেলে সে প্রাণে বেঁচে যায়। তবে মোটরসাইকেলটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আওয়াল আলীর গায়ের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে চারটায় ঈশ্বরদী থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস পথিমধ্যে চন্ডিপুর গ্রামে পৌঁছালে এদুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দুজন।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা
১ বছর আগে
পাবনায় বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের চাপায় দুই শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাশিনাথপুরের করিয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) এবং আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম জানান, তারা দাওয়াত খেয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে করিয়াল এলাকায় ঢাকাগামী সি-লাইন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরেকজন মারা যান।
দুর্ঘটনা কবলিত ভ্যানটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবদুল কাসেম আজাদ।
২ বছর আগে
স্বামীর জন্য খাবার নিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় স্ত্রী মৃত্যু
পাবনার সাঁথিয়ায় স্বামীর জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ৫২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া এলাকার রেল লাইেন এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা খাতুন বিষ্ণুপুর এলাকার কৃষক শহীদ আলীর স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত
স্থানীয় ও থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে কৃষক শহীদ আলী তার জমিতে কৃষি কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে স্বামীর জন্য খাবার নিয়ে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার স্ত্রী নিলুফা। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাশের পোলের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ।
নিহতের স্বামী শহীদ আলী বলেন, এর আগেও এই রুটে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেজন্য সাবধানে ট্রেন লাইন পার হওয়ার কথা বলেছিলাম।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলে নিহত
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী জিআরপি পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবেন।
২ বছর আগে
পাবনায় চেয়ারম্যানের কর্মচারীকে কুপিয়ে হত্যা
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের বাড়ির কর্মচারী আব্দুল মতিনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের আওলাঘাটা ভূনারচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিন উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি নাগডেমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশিদের বাড়িতে কাজ করতেন।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আব্দুল মতিন দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, হত্যার প্রকৃত কারণ এখনও জানা সম্ভব হয়নি। হয়ত পূর্ব শত্রুতার জেরে এমন হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রবিবার সকালে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় শাশুড়িকে কুপিয়ে হত্যা, জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
২ বছর আগে
পাবনায় ‘বিষাক্ত মদ’ পানে ২ কলেজছাত্রের মৃত্যু
পাবনায় জন্মদিনের উৎসবে ‘বিষাক্ত মদ’ পানে শুক্রবার ভোর রাতে দুই কলেজছাত্র মারা গেছেন।
৪ বছর আগে