পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই ভাইয়ের। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাবারিকোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩০) এবং জালাল মুন্সির ছেলে বাবু মুন্সি (২৫)। সর্ম্পকে তারা আপন চাচাতো ভাই।
আহত মমিন সিকদার একই গ্রামের মন্তাজ সিকদারের ছেলে এবং আওয়াল আলী চন্ডিপুর গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামিরুলের ভুসির দোকানে বৃহস্পতিবার হালখাতা ছিল। জামিরুল তার চাচাতো ভাই বাবু ও প্রতিবেশি মমিনকে সঙ্গে নিয়ে সকালে মোটরসাইকেল নিয়ে কাশিনাথপুর বাজারের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে চন্ডিপুর গ্রামের ট্রেন রাস্তা দ্রুত পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছুটে আসা ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেন তাদের ধাক্কা দিলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় পরিবহন শ্রমিকের মৃত্যু
মোটরসাইকেলে থাকা মমিন ছিটকে পড়ে গেলে সে প্রাণে বেঁচে যায়। তবে মোটরসাইকেলটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আওয়াল আলীর গায়ের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর সাড়ে চারটায় ঈশ্বরদী থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে আসা ঢালারচর এক্সপ্রেস পথিমধ্যে চন্ডিপুর গ্রামে পৌঁছালে এদুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও দুজন।
তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মিরসরাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু
খিলগাঁওয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ৭০ বছরের বৃদ্ধের আত্মহত্যা