পাবনার সাঁথিয়ায় স্বামীর জন্য মাঠে খাবার নিয়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ৫২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর পূর্বপাড়া এলাকার রেল লাইেন এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা খাতুন বিষ্ণুপুর এলাকার কৃষক শহীদ আলীর স্ত্রী।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্র নিহত
স্থানীয় ও থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে কৃষক শহীদ আলী তার জমিতে কৃষি কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে স্বামীর জন্য খাবার নিয়ে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন তার স্ত্রী নিলুফা। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পাশের পোলের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশ।
নিহতের স্বামী শহীদ আলী বলেন, এর আগেও এই রুটে অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সেজন্য সাবধানে ট্রেন লাইন পার হওয়ার কথা বলেছিলাম।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটাপড়ে মা-ছেলে নিহত
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঈশ্বরদী জিআরপি পুলিশে খবর দেয়া হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নেবেন।