জামায়াত-শিবির
বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় আটকদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের দাবি করেছে পুলিশ।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের বারোপোতা নামক এলাকা থেকে পোর্ট থানা পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
আটকদের বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে বেনাপোল সীমান্তে নাশকতার উদ্দেশ্যে জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বৈঠক করছে। পরে অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেল ছুঁড়ে হামলা চালায়। তবে কেউ হতাহত হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি তাজা ককটেল।
এছাড়া আটকদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে রবিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-৩ উপনির্বাচনে ২ প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল উদ্ধার
নওগাঁর মান্দায় আমবাগান থেকে ১৮টি ককটেল উদ্ধার
১ বছর আগে
বাসে পেট্রোল বোমায় ৮ জন নিহত, আট বছরেও বিচার পাননি স্বজনরা
জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে আট জনের মৃত্যুর ঘটনার আট বছরেও বিচার পাননি নিহতের স্বজনরা।
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা থেকে ঢাকার উদ্যেশ্যে যাওয়া নাপু এন্টার প্রাইজ নামের বাসে এ হামলার ঘটনা ঘটে।
বোমার আগুনে পুড়ে বাসের মধ্যেই শিশু নারীসহ ঘটনাস্থলেই চারজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনসহ মোট আট জন মারা যায়। আহত হয় প্রায় ৩৫ জন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: গাইবান্ধায় বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিত মেম্বার প্রার্থীর মৃত্যু
এ হামলার ঘটনায় গাইবান্ধা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বাদী হয়ে ৭৭ জনের নামে মামলা করেন গাইবান্ধা থানায়। অভিযোগপত্রও দাখিল করা হয়। এর মধ্যে এক ও চার নম্বর আসামির মৃত্যু হয়। অপর ৭৩ জন অভিযুক্ত জামিনে বেড়িয়ে গেছেন। তারা তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন ।
ঘটনায় বাবাকে হারানো শিল্পি খাতুন বলেন ,‘ বাবা হত্যার বিচার চাই। আমি যতো দিন বেঁচে থাকবো এই হত্যাকারীদের বিচার চেয়েই যাবো। হত্যাকাণ্ডের আট বছর পূর্ণ হলো অথচ বিচার হলো না । এর চেয়ে বড় দু:খ আর কি হতে পারে। ’
দুর্ঘটনায় নিহত শিশু শিল্পি দাসের মা সাধনা রানী বলেন ,‘আমার মেয়েকে আমি পাইনি। পেয়েছি তার পুড়ে যাওয়া নিথর দেহ। তাকে আমরা চিনতে পারিনি। পুড়ে ছাই হয়ে গেছে।’
আরও পড়ুন: মা-মেয়েকে ধর্ষণ: গাইবান্ধায় ৩ জিনের বাদশার যাবজ্জীবন
ঘটনায় আহত শাহজাহান আলী বলেন, ‘আমি বেঁচে গেছি কোনো মতে। আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচার সুযোগ করে দিয়েছে। কিন্তু আমার সঙ্গের ও চারপাশের যে আট জন মরে গেছে। বিভৎস এ ছবি চোখে ভেসে ওঠে। তখন মাথা ঠিক থাকে না। ’
নিহতের স্বজন ও আহতরা বলেন, ক্ষতিপূরণ বাবদ টাকা পেয়েছেন। কিন্তু ঘটনায় জড়িত জামায়াত শিবির ও অপরাধীদের বিচার হয়নি ,তারা বিচার চান।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান বলেন, বিষয়টি দীর্ঘদিন আগের। তাছাড়া অভিযুক্তরা জামিনে বেড়িয়ে তাদের কর্মস্থলে যোগ দিয়েছে।
পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম প্রিন্স বলেন, মামলার অভিযুক্তরা সবাই জামায়াত শিবির ও বিএনপির নেতাকর্মী। তারা উচ্চ আদালতের জামিনে আছেন। মামলার চার্জ গঠন করা হয়েছে। গাইবান্ধা জেলা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
২ বছর আগে
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার
রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফরম, ইয়ানত আদায়ের হিসাব বই ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মনিরুল ইসলাম (৫০), কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫), আব্দুল মমিন (২৫), ফয়সাল আহমেদ (২০), আজাহার আলী (৩৫), আবু বক্কর (৪২), আব্দুর রব (৩০), উজ্জল হোসেন (৩৪), আব্দুল হালিম (৩৫), ওবেদ (৫০) ও আবুল হোসেন (৬১)।
আরও পড়ুন: মিতু হত্যা: বেনাপোল থেকে ভোলা গ্রেপ্তার
শনিবার রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রহুল কুদ্দুস জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টায় পবা থানার ওই বাড়িতে জামায়াত শিবিরের কয়েকজন সদস্য দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আরএমপি’র গোয়েন্দা বিশেষ টিম সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কোরআন অবমাননার ঘটনায় সন্দেহভাজন ইকবাল কক্সবাজারে গ্রেপ্তার
৩ বছর আগে
জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতা-কর্মী কারাগারে
জয়পুরহাট, ২২ অক্টোবর (ইউএনবি)- জয়পুরহাটে হত্যা ও নাশকতার মামলায় মঙ্গলবার স্থানীয় জামায়াত-শিবিরের ৬১ জন নেতা-কর্মীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
৫ বছর আগে