রবিবার বিকাল ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটক ফাতেমা তুজ জহুরা ওরফে শাওন (২৮) বগুড়া শহরের চক ফরিদ কলোনীর মোহাম্মদ আলীর স্ত্রী।
শজিমেক হাসপাতাল সূত্র জানায়, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাদিজা নামের এক নারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে শনিবার ভর্তি হওয়ার পর রাতেই তিনি একটি কন্যা সন্তান জন্ম দেন। রবিবার সকালে প্রসূতি নারী অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গাইনি ওয়ার্ডের বেডে পরিবারের লোকজন শিশুটিকে দেখা শোনা করছিলেন। দুপুরের দিকে বোরকা পরা শাওন শিশুর বেডের আশপাশে ঘোরাফেরা করার এক পর্যায়ে শিশুটিকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে। অপরিচিত নারীর কোলে শিশুটিকে দেখে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘শিশু চুরি সন্দেহে এক নারীকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।’