জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
হেফাজত নেতা হারুন ইজহার ৯ দিনের রিমান্ডে
চট্টগ্রামের লালখান বাজার মাদ্রাসা থেকে গ্রেপ্তার হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল মাদানী রিমান্ডে
পুলিশ জানায়, গত ২৬ মার্চ হাটহাজারীতে সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের দুই মামলা ও গত বছরের ১৬ সেপ্টেম্বর করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
মুফতি হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও লালখান বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।
আরও পড়ুন: সালথায় সহিংসতা: উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিমান্ডে
হারুন ইজহারের আইনজীবী অ্যাডভোকেট নেজাম উদ্দীন নিজা বলেন, মুফতি হারুন ইজহারকে হাটহাজারী থানার এক মামলায় ৭ দিন করে ৩ মামলায় মোট ২১ দিনের রিমান্ডে নিতে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এক মামলায় ৩ দিন করে মোট ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: মামুনুল ৭ দিনের রিমান্ডে
উল্লেখ্য, বুধবার রাতে নগরীর লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করে র্যাব-৭। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩ বছর আগে
সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন: প্রধান আসামিসহ দুইজন কারাগারে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্থানীয় সাংবাদিক কামাল হোসেনকে (৩০) গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার মূল আসামি মাহমুদ আলী শাহ ও দীন ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।
৩ বছর আগে
একই পরিবারের ৩ জনকে হত্যার অভিযোগে ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা
টেকনাফের একই পরিবারের দুই ভাই ও ভাগিনাকে হত্যার অভিযোগে ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে