গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
নাটোরনাটোরের গুরুদাসপুর থেকে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলার নাজিরপুর নতুনপাড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত কৃষক সিরাজুল ইসলাম (৭০) উপজেলার গোপিনাথপুর গ্রামের বাসিন্দা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সিরাজুল ইসলাম। রবিবার সকালে গুরুদাসপুরের নাজিরপুর নতুনপাড়া এলাকার একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তসহ বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: নাটোরে বোনকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল ভাই, পরে লাশ উদ্ধার
নাটোরে নৌকা ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে
নাটোরে রাইস মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে রাইস মিলের ফিতায় জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বিন্যাবাড়ি হাজির মোড় এলাকায় নাজিম উদ্দিনের রাইস মিলে ধান ভাঙ্গানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
নিহত রমজান আলী(৪০) একই এলাকান বাসিন্দা।
পুলিশ জানায়,সকালে উপজেলার বিন্যাবাড়ি হাজির মোড় এলাকায় নাজিম উদ্দিনের রাইস মিলে ধান ভাঙ্গানোর কাজ করছিলেন শ্রমিক রমজান। হঠাৎ মেশিনের ফিতায় জড়িয়ে পুরো শরীর ঘুরতে ঘুরতে ক্ষত বিক্ষত হয়ে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে।
পরে মিল মালিক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছন্ন করে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করেন পুলিশ।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে দুর্ঘটনা: ২০২২ সালে ১ হাজার ৩৪ জন শ্রমিকের মৃত্যু
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু
১ বছর আগে
নাটোরে বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে মঙ্গলবার রাতে এক বৃদ্ধা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে নির্যাতন করেছে প্রতিবেশীরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, ভুক্তভোগী কুলসুম বেওয়াকে (৮০) তার ঘর থেকে টেনেহিঁচড়ে নিয়ে যায় এবং প্রতিবেশী রতন আলী ও উজ্জল হোসেন নির্যাতন করে।
তবে ওই নারীর দাবি, তিনি অসুস্থ থাকায় তার জামাই তাকে ওষুধ দেয়ার জন্য ঘরে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীকে উদ্ধার করে।
ওসি বলেন, মারধরের ঘটনায় কাউকে আটক করা যায়নি। অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
পড়ুন: কুষ্টিয়ায় চাচাকে পিটিয়ে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ড
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
২ বছর আগে
গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার অভিযোগে ভাড়াটে খুনিসহ গ্রেপ্তার ৩
নাটোরের গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার ঘটনায় ভাড়াটিয়া খুনিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিপ্লব (৩৫), প্রবাসী রায়হানের ছেলে লিটন (১৭) ও তার ভাই আব্দুল হান্নান (৪১)।
আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে রিকশাচালক গ্রেপ্তার
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মোহসীন বলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার ভ্যান চালক আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে পরোকীয়ার সম্পর্ক একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবু রায়হানের। একই সঙ্গে তাদের মধ্যে জমি বন্দক নিয়েও বিরোধ ছিল।
আরও পড়ুন: পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার
তিনি বলেন, এই সব কিছুর জের ধরে প্রতিশোধ নিতে গত ২৪ মে প্রবাস থেকে রায়হান তার ভাই আব্দুল হান্নান (৪১) ও কিশোর ছেলে লিটনকে দিয়ে ভাড়াটিয়া খুনি বিপ্লবের মাধ্যমে ভ্যান চালক আব্দুর রহিমকে হত্যা করায়।
২ বছর আগে
নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
নাটোরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার দু’জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন-গুরুদাসপুর উপজেলার হামলাইকোলা গ্রামের রতন আলী (৩২) ও খাচ্ছোপ বাজার এলাকার মিলন হোসেন (২৮)।
মঙ্গলবার বিয়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান সুজা স্থানীয় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে রতন আলী তার লিচু বাগানে বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মিজানুর বলেন, সন্ধ্যার দিকে মিলন হোসেন ধানকাটা মেশিন মেরামত করার জন্য পার্শ্ববর্তী সিংড়া উপজেলার একটি ওয়ার্কশপে যান। সেখানে মেশিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
পড়ুন: শেরপুরে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
২ বছর আগে
পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নাটোরের গুরুদাসপুরে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহীন খন্দকার গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ভাটা শ্রমিক।
বুধবার সকালে নাটোর র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৩ মার্চ রাতে গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকায় নববিবাহিত পুত্রবধূকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ভাটা শ্রমিক শাহীন খন্দকার। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে র্যাব ও পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে শাহীনকে গ্রেপ্তার করে র্যাবের যৌথ দল।
আরও পড়ুন: কক্সবাজারে আদালত চত্বর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ: ৯ জনের বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, গ্রেপ্তার ১
২ বছর আগে
গুরুদাসপুরে পিকআপ উল্টে নারীসহ নিহত ৫
নাটোরের গুরুদাসপুরে পিকআপ উল্টে নারীসহ পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ৬ জন। রবিবার দুপুরে উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুপুরে নাটোরের বনপাড়া থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথে গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী ও চার পুরুষ যাত্রী নিহত হন।
ওসি আরও জানান, পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়। তারা আহত অবস্থায় তিন শিশুসহ ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আরও পড়ুন: রাজধানীতে লাশবাহী গাড়ির ধাক্কায় নিহত ১
ঈদযাত্রায় ২৪০ সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৩
৩ বছর আগে
গুরুদাসপুরে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামীসহ সবাই পলাতক
নাটোরের গুরুদাসপুরে সুবর্ণা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বিলহরিবাড়ি এলাকায় স্বামী সাগর আলীর বাড়ির বিছানা থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী-শাশুড়িসহ ওই বাড়ির সবাই পলাতক রয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে সাগর আলীর ঘরের বিছানায় সুবর্নার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই সাগর আলী, তাঁর মাসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় লাশ আটকে রেখে টাকা দাবি, মর্গের সামনে বাবার আহাজারি
৩ বছর আগে
নাটোরে ৪টি হাতবোমা নিষ্ক্রিয়
জেলার গুরুদাসপুর থেকে উদ্ধার করা চারটি হাতবোমা নিষ্ক্রিয় করেছে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট।
সোমবার রাত ৮টার দিকে গুরুদাসপুর পৌরসভার নাড়িবাড়ি এলাকার একটি মাঠে নিয়ে বোমা চারটি নিষ্ক্রিয় করা হয়। পরে বিস্ফোরিত আলামতগুলো অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় নিয়ে যায় র্যা ব সদস্যরা।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাগুলো স্থানীয়ভাবে তৈরি অল্প শক্তি সম্পন্ন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মিলল বোমা ও রিমোট কন্ট্রোল, গ্রেপ্তার ১
এর আগে দুপুরে ওই এলাকার ব্যবসায়ী নজরুল ইসলামের কীটনাশকের দোকানের পাশের একটি ঝোপে পলিথিন ব্যাগে লাল টেপে মোড়ানো বোমা চারটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে। বিকালে ঢাকা থেকে র্যা বের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।
কারা কি উদ্দেশে বোমাগুলো সেখানে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাইম বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ
৩ বছর আগে
নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু ৮দিন পর উদ্ধার
নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাসের তাইবাকে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
৩ বছর আগে