নাটোরের গুরুদাসপুরে ভ্যান চালক হত্যার ঘটনায় ভাড়াটিয়া খুনিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বিপ্লব (৩৫), প্রবাসী রায়হানের ছেলে লিটন (১৭) ও তার ভাই আব্দুল হান্নান (৪১)।
আরও পড়ুন: শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জে রিকশাচালক গ্রেপ্তার
মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মোহসীন বলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার ভ্যান চালক আব্দুর রহিমের স্ত্রীর সঙ্গে পরোকীয়ার সম্পর্ক একই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবু রায়হানের। একই সঙ্গে তাদের মধ্যে জমি বন্দক নিয়েও বিরোধ ছিল।
আরও পড়ুন: পাকস্থলীতে সাড়ে ৪ হাজারের বেশি ইয়াবা, ঢাকা বিমানবন্দরে ব্যক্তি গ্রেপ্তার
তিনি বলেন, এই সব কিছুর জের ধরে প্রতিশোধ নিতে গত ২৪ মে প্রবাস থেকে রায়হান তার ভাই আব্দুল হান্নান (৪১) ও কিশোর ছেলে লিটনকে দিয়ে ভাড়াটিয়া খুনি বিপ্লবের মাধ্যমে ভ্যান চালক আব্দুর রহিমকে হত্যা করায়।