মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার সহড়াবাড়িয়া বাদিয়াপাড়া কামারখালি মাঠের রাইমনতলা নামক স্থানে তার মরদেহ পাওয়া যায়।
নিহত আলমগীর হোসেন (৪৫) উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের উত্তরপাড়া এলাকার মইন উদ্দিনের ছেলে ও গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। প্রায় তিন মাস আগে দুবাই থেকে বাড়ি ফিরেছেন তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
গাংনী পৌর যুবদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ‘বুধবার (১ জানুয়ারি) গাংনী বাজারে ছিলেন আলমগীর হোসেন। সেখান থেকেই নিখোঁজ হন তিনি। বৃহস্পতিবার সকালে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেন। তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে কিছুই বলতে পারছি না।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ‘রাতের কোনো একসময় আলমগীর হোসেনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে।’
তবে কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটেছে, সেই রহস্য এখনো উদঘাটন করা যায়নি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: গাজীপুরে দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার