ভটভটি
বগুড়ায় ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত
বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে চান মিয়া নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এসময় ইয়াকুব আলী নামে ভটভটিচালক আহত হয়েছেন।
রবিবার (৭ জুলাই) সকাল ১০টায় দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাকচালক নিহত
নিহত চান মিয়া ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে এবং আহত ইয়াকুব আলী নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, ময়মনসিংহ থেকে নওগাঁগামী ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ভটভটিচালক আহত হন।
তিনি আরও বলেন, এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকচালক চান মিয়া মারা যান। ভটভটি চালক ইয়াকুব আলী আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অন্য গাড়ির পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক নিহত
মাগুরায় ট্রাকচাপায় ট্রাকচালক নিহত
৪ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল হক বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মে) ভোর ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার জিনারপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: যশোরে মাটিবাহী ট্রাক্টরচাপায় গৃহবধূ নিহত, আহত ৩
নিহত ভটভটি চালক মোজাম্মেল হক বাবু রহনপুর দোষিমনি কাঁঠাল এলাকার মাইনুল ইসলামের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গরু চরাতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
৬ মাস আগে
হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি-বিরামপুর সড়কের উপজেলার ডাঙ্গাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় বাসচাপায় ২ শিশুসহ নিহত ৪
নিহত ধীমান ঘোষ জেলার নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে। অপর নিহতের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বিরামপুরের দিক থেকে গরুবোঝাই একটি ভটভটি হিলির দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুরের দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঘোড়াঘাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারী নিহত
৬ মাস আগে
বগুড়ায় ভটভটির ধাক্কায় কৃষক নিহত
বগুড়ার সারিয়াকান্দিতে ভটভটির ধাক্কায় জাবেদ আলী প্রামাণিক নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার টিপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কৃষক জাবেদ ওই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চর রামনগর গ্রামের মৃত আবদুস ছাত্তার প্রামাণিকের ছেলে।
আরও পড়ুন: মার্কেটে অগ্নিকাণ্ডে কর্তৃপক্ষকে দায়ী করতে হবে: দোকান মালিক সমিতি
স্থানীয়রা জানান, জাবেদ সকালে বাইসাইকেল নিয়ে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে উপজেলার টিপুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার পরপরই ভটভটি পালিয়ে যায়।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস জানান, তার লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: পুরান ঢাকার ইফতার বাজার: ‘বড় বাপের পোলায় খায়’ বনাম ‘সব বাপের পোলায় খায়’
৮ মাস আগে
কুড়িগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গরু বোঝাই ভটভটি উল্টে নুরুজ্জামান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে থানাঘাট-ভূরুঙ্গামারী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী উপজেলার পাথরডুবী ইউনিয়নের উত্তর পাথরডুবী গ্রামের অকিবর রহমানের ছেলে। মৃত নুরুজ্জামান পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি গ্রাম থেকে গরু কিনে ভূরুঙ্গামারী হাটে বিক্রি করতেন।
আরও পড়ুন: বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ
পরিবারের বরাত দিয়ে পাথরডুবি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস সবুর জানান, শনিবার ভূরুঙ্গামারী হাটে গরু বিক্রি করতে যাচ্ছিলেন। মইদাম ভূষিরভিটা এলাকায় পৌঁছালে ভটভটি উল্টে মারাত্মক আহত হন নুরুজ্জামান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাকিবুল হাসান জানান, গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর রোগীর পালস কমে যাওয়ায় স্যালাইন দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাদিহা আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী ও শেখ রেহানার শোক
নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
১১ মাস আগে
বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বগুড়ায় বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টায় শহরের সাতমাথা টু বনানী রোডের কানছগাড়ী এলাকায় টায়ারে আগুন জালিয়ে ও রাস্তায় পুলিশের রোড ডিভাইডার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে জামায়াতের কর্মীরা।
আরও পড়ুন: হরতালের দ্বিতীয় দিন: সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
এ সময় ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে হরতালের সমর্থনে সেখান থেকে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে হয়। মিছিলটি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেন। এর আগে সকাল সোয়া ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের ব্যস্ততম নামাজগড় মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নামাজগড় গোরস্থান রোড দিয়ে নুরানী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত-শিবিরের কয়েক’শ নেতা-কর্মী অংশ নেন। এদিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের বনানী–সাতমাথা রোডে মিছিল হয়েছে।
অপরদিকে রবিবার রাতে জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় খড়বোঝাই ভটভটিতে এবং ইউসুফপুরে রাস্তায় খালি ট্রাকে পেট্রোল দিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন: হরতালের দ্বিতীয় দিন: সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
১১ মাস আগে
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নাচোল উপজেলার ভোলারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহবুল (৪০) নওগাঁ জেলার সাপাহার গোডাউনপাড়া এলাকার নাইমুল হকের ছেলে এবং আহত কালাম (৪০) ভটভটি চালক একই জেলার বাবুপুর এলাকার মৃত রউফের ছেলে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পাশের জেলা নওগাঁর সাপাহার এলাকা থেকে ভটভটিতে চালকুমড়া ভর্তি করে নাচোল নিয়ে আসা হচ্ছিল। পথে দুপুর ১২টার দিকে নাচোল উপজেলার ভোলারমোড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা চালকসহ দুইজন ভটভটির নিচে পড়ে গুরুতর আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চালকুমড়া ব্যবসায়ী মহবুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া ভটভটি চালক কালামের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদরে ভটভটির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহতাব উদ্দিন (৭২) ধীনগর এলাকার মৃত তাইনুস উদ্দিনের ছেলে।
ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর রহমান জানান, ফজরের নামাজ পড়ার উদ্দেশে ভোর ৫টার দিকে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন মাহতাব উদ্দিন। এসময় আমনুরা থেকে নবাবগঞ্জগামী একটি মাছভর্তি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহতাব উদ্দিন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ভটভটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে খারাপ আচরণের জেরে বৃদ্ধ নিহত, আটক ১
খুলনায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকালে জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নিহত মাসুম আলী (২৫) নাচোল উপজেলার পুকুরিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ভালুকায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ২
আর আহত আলামিন সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে।
চাঁপানবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, মোটরসাইকেলে দু’জনে নাচোল থেকে জেলা শহরে আসছিল।
বিকাল ৪টার দিকে উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মাসুম আলী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত আলামিনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের লাশ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: দামুড়হুদায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
মোহনায় দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ, ১ জেলে নিখোঁজ
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারকপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ভটভটি চালক মাইনুল ইসলাম(৫০) উপজেলার দায়পুকুরিয়া ইউপি’র চাকলা এলাকার মাজেদ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, দুপুর আড়াইটার দিকে কানসাট-ভোলাহাট সড়কের মোবারকপুর এলাকায় রাস্তার বাঁকে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর চালক মাইনুল ইসলাম আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
১ বছর আগে