তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবিতে বগুড়ায় বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রবিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৮টায় শহরের সাতমাথা টু বনানী রোডের কানছগাড়ী এলাকায় টায়ারে আগুন জালিয়ে ও রাস্তায় পুলিশের রোড ডিভাইডার দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে জামায়াতের কর্মীরা।
আরও পড়ুন: হরতালের দ্বিতীয় দিন: সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ
এ সময় ওই এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে হরতালের সমর্থনে সেখান থেকে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে হয়। মিছিলটি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।
এ ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেন। এর আগে সকাল সোয়া ৭টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের ব্যস্ততম নামাজগড় মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি নামাজগড় গোরস্থান রোড দিয়ে নুরানী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত-শিবিরের কয়েক’শ নেতা-কর্মী অংশ নেন। এদিকে জেলা বিএনপির উদ্যোগে শহরের বনানী–সাতমাথা রোডে মিছিল হয়েছে।
অপরদিকে রবিবার রাতে জেলার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকায় খড়বোঝাই ভটভটিতে এবং ইউসুফপুরে রাস্তায় খালি ট্রাকে পেট্রোল দিয়ে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।
আরও পড়ুন: হরতালের দ্বিতীয় দিন: সিলেটে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ