চলচ্চিত্র
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফারিয়ার সিনেমা
ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫৩তম আসরে দেখা যাবে নুসরাত ফারিয়ার সিনেমা। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই উৎসব।
এবার মোট ২৫টি কাহিনিচিত্র এবং ২০টি প্রামাণ্যচিত্র বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। ফারিয়ার ‘পাতালঘর’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে। উৎসবটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: আমি সবসময় মঞ্চে রয়েছি: চঞ্চল চৌধুরী
এমন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘পাতালঘর’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। অভিনন্দন সিনেমার পুরো টিমকে।’
আবু শাহেদ ইমন প্রযোজিত ‘পাতালঘর’ সিনেমাটি ২০২০ সালের অক্টোবরে ছবির শুটিং শুরু হয়।
এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে গ্র্যামি মনোনয়নে মা-মেয়ের জুটি
শুক্রবার ২ সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দেশান্তর’
১১৪২ দিন আগে
শুধু স্ক্যান্ডাল খুঁজবেন না: মৌসুমী
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর।
এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, প্রাণ রায়, মির্জা আফরিন ও সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘রেললাইনের পাশে, বস্তিতে কিংবা ছিন্নমূল জীবন যাপন করে যারা, তাদেরও জীবন আছে। সেই জীবনের গল্প দেখানো হয়েছে এই ভাঙন সিনেমায়। সেইসব মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর বার্তা রয়েছে এই ছবিতে। ধনী শ্রেণি তো অসহায় মানুষদের শোষণ করে যাচ্ছে। সেই শোষণ থেকে বিরত থাকা, অসহায় মানুষদের সুন্দর করে বাঁচার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরও দেশের মাটিতে সমান অধিকার রয়েছে- এই বক্তব্যগুলোই সিনেমাটিতে চলে এসেছে।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের নিয়ে মৌসুমী আরও বলেন, ‘আমাদের শিল্পীরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি তাদের শুধু স্ক্যান্ডাল খোঁজেন তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। সেটাকে শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়ার কাজটা সাংবাদিকরা ভাইয়েরাই করেছেন।’
মৌসুমী আরও বলেন, ‘এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা-তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের জন্য ভালো হওয়ার কোনও রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।’
সংবাদ সম্মেলনে পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে। প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
১১৫০ দিন আগে
আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’ মুক্তি পাবে আগামীকাল (৭ অক্টোবর)। কথাসাহিত্যিক আনিসুল হক এর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান।
২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘সিনেমায় আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘পরান’ এর হল বাড়লো
১১৮৪ দিন আগে
ছেলের নামে ফেসবুক পেজ, দোয়া চাইলেন বুবলী
বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখন আলোচনায় তুঙ্গে রয়েছে শাকিব-বুবলীর বিয়ে, বিচ্ছেদ ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে। আড়ালে থাকা ছেলেকে সবার সামনে আনতে পেরে বুবলী বেশ উচ্ছ্বসিত। তার প্রমাণ হিসেবে দেখা মেলে ছেলের নামে নতুন ফেসবুক পেজ।
রবিবার নিজের ফেসবুক পেজে ছেলের নতুন পেজটি শেয়ার করেছেন বুবলী। ছেলের ছবি দিয়ে সেই পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ছেলে শেহজাদ খান বীরকে নিঃশর্তভাবে ভালোবাসার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তাকে আপনাদের প্রার্থনায় রাখুন!’
শেহজাদ খান বীরের ফেসবুক পেজ এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। যার অনুসারীর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে।
বুবলীর পোস্ট করা ছবিতে ছোট্ট বীরকে দেখা যায় নীল রঙের পাঞ্জাবি ও মাথায় টুপিতে।
আরও পড়ুন: শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান: শাকিব খান
এর আগে, ২৭ সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ করেন বুবলী। এরপর থেকে হইচই পড়ে যায়। এ নিয়ে শুরুতে তিনি সরাসরি মন্তব্য না করলেও শাকিব খানের দিকেই ছিল সবার আঙুল। আর শেষ পর্যন্ত সেটিই হলো।
বুবলী ও শাকিব দুজনেই ৩০ সেপ্টেম্বর ফেসবুক পোস্টের মাধ্যমে জানান শেহজাদ খান বীর তাদের সন্তান।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শাকিব খানের প্রথম সিনেমা মুক্তি
৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
১১৮৮ দিন আগে
শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান: শাকিব খান
এতদিন চিত্রনায়িকা বুবলীর সন্তান নিয়ে যে আলোচনা গণমাধ্যমে মাথাচাড়া দিয়েছিল তার অবসান হলো। শাকিব খান ও শবনম বুবলী তাদের সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আনেন।
শাকিব ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।'
তিনি আরও লেখেন, 'শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
বুবলীও তার পোস্টে একই কথা লেখেন।
আরও পড়ুন: চরম বাস্তবতার কারণে এক ছাদের নিচে থাকি না: ছেলের জন্মদিনে শাকিব
শাকিব খানের সঙ্গে বুবলির পর্দার জুটি ভাঙার পর থেকে অনেকদিন আড়ালে ছিলেন বুবলি। ২০১৮ সালের সেই আলোচনার পর্দা উন্মোচনের শুরু হয়েছিল কিছুদিন আগে ফেসবুকে বেবিবাম্প নিয়ে বুবলীর ছবিকে কেন্দ্র করে।
পরবর্তীতে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তা পরোক্ষভাবে স্বীকার করেন। আর জানিয়েছিলেন, শিগগিরই ঘটনার বিস্তারিত সামনে আনবেন।
আরও পড়ুন: ৯ মাস পর দেশে ফিরলেন শাকিব খান
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
১১৯০ দিন আগে
ভারতীয় চলচ্চিত্র শিল্পে ৯০ শতাংশ বিদেশি শিল্পীই ‘অবৈধ অভিবাসী’
মেকআপ আর্টিস্ট ও চুলের স্টাইলিস্ট থেকে শুরু করে নৃত্যশিল্পী ও তরুণ অভিনেতা-অভিনেত্রী; ভারতীয় চলচ্চিত্র শিল্পের প্রতিটি অঙ্গনেই ভিনদেশি শিল্পিদের আনাগোনা ক্রমেই বাড়তে দেখা যাচ্ছে। বর্তমানে টেলিকম ও তথ্য প্রযুক্তির মতো সেক্টরের সাধারণ ট্রেন্ড এটি ।
কিন্তু দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের দাবি,সাম্প্রতিক এই ট্রেন্ডের কারণে যোগ্য ভারতীয় নাগরিকরা দেশিয় চলচ্চিত্র শিল্পে কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাও এমন সময়ে যখন মহামারির দুই বছর পরে বলিউড তার আগের অবস্থানে ফেরার জন্য লড়াই করছে।
আরও পড়ুন: বাণিজ্যিক সিনেমায় অনুদান বন্ধের দাবি: চলচ্চিত্র পরিষদের প্রতিবাদ
দেশটির চলচ্চিত্র শিল্পী ইউনিয়নের তথ্য অনুসারে,ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত প্রায় ৯০ শতাংশ বিদেশিদের বৈধ ওয়ার্ক পারমিট নেই। তবে দেশটির পুলিশ সাধারণত এ বিষয়ে কোনো ভূমিকা রাখে না।
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি অসংখ্য আঞ্চলিক ভাষার সিনেমা ব্যবসা নিয়ে গঠিত। বাংলার টলিউড থেকে তামিলনাড়ুর কলিউড পর্যন্ত, এই শিল্পে অনেক মানুষ জড়িত। ভারতীয় চলচ্চিত্র শিল্প বছরে ২ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার আয় করে।
একজন ইউনিয়ন সদস্য একটি ভারতীয় মিডিয়া আউটলেটকে বলেছেন,‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে একটি বড় সমস্যার সম্মুখীন। এখানে ভারতীয় কর্মীদের বিদেশি কর্মীরা পরিবর্তে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘এই বিদেশিদের অনেকেই ভিসার নিয়ম লঙ্ঘন করে ভারতে অবৈধভাবে কাজ করছেন।’
বলিউডও একটি খারাপ সময় পার করছে। ২০২২ সালে এ পর্যন্ত মুক্তি পাওয়া ২০টি বড় বাজেটের ছবির মধ্যে ১৫টি বক্স অফিসে বাজেভাবে ব্যর্থ হয়েছে। যার মধ্যে রয়েছে-কঙ্গনা রানাউতের ধাকদ, অক্ষয় কুমারের রক্ষাবন্ধন এবং আমির খান অভিনীত লাল সিং চাড্ডা।
আরও পড়ুন: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি গ্রেপ্তার
১২০৮ দিন আগে
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: এবার বিশেষ জুরি পুরস্কার পেল ‘আদিম’
‘৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ বিশেষ জুরি পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা ‘আদিম’।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক যুবরাজ শামীম।
এরসঙ্গে আনন্দ মুহূর্তের বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।
যুবরাজ শামীম লেখেন, “আপনার চাইলে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। আমরা ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘আদিম’-এর জন্য সিলভার সেন্ট জর্জ পুরস্কার (বিশেষ জুরি পুরস্কার) জিতেছি এবং এর আগে আমি নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছি। তাই মস্কোতে দুটি পুরস্কার জিতেছে চলচ্চিত্র ‘আদিম’। পুরস্কারটি আমার বাবা শাহজাহান ভূঁইয়াকে উৎস্বর্গ করতে চাই।”
আরও পড়ুন: এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে শীর্ষ পুরষ্কার জয়ী টেইলর সুইফট
১২১৭ দিন আগে
১২ কোটি ১৫ লাখ টাকা সরকারি অনুদান পেল ১৯ চলচ্চিত্র
২০২১-২২ অর্থবছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। বুধবার (১৫ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
এবারের অনুদানের তালিকায় রয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে ১০টি চলচ্চিত্র পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি পাচ্ছে ৬৫ লাখ টাকা। এছাড়া ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র এবং নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী সর্বোচ্চ ৭৫ লাখ পেয়েছেন।
অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকা, জয় বাংলার ধ্বনি (মুক্তিযুদ্ধভিত্তিক), একাত্তর-করতলে ছিন্নমাথা (মুক্তিযুদ্ধভিত্তিক), যাপিত জীবন, যুদ্ধ জীবন, বনলতা সেন, অতঃপর রোকেয়া, ১৯৬৯, বঙ্গবন্ধুর রেণু, ডোডোর গল্প, বকুল কথা, আর্জি, এই তো জীবন, আহারে জীবন, অন্তরখোলা, ভাষার জন্য মমতাজ, লাল শাড়ি, বিচারালয়, মায়া, মুক্তির ছোটগল্প।
এছাড়া স্বল্পদৈর্ঘ্য শাখায় অনুদান পেয়েছে একটি ভোরের অপেক্ষায় (চলচ্চিত্র), লোকনাট্য প্রসঙ্গ ও ধামের গান (প্রামাণ্যচিত্র), জল তরঙ্গের গান (প্রামাণ্যচিত্র), অ্যাথলেট সুলতানা কামাল (চলচ্চিত্র), বাকিটা ইতিহাস (চলচ্চিত্র), বামাদেশ (চলচ্চিত্র)।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
পড়ুন: অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
১২৯৬ দিন আগে
জেকে ১৯৭১: মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র
বাংলাদেশি চলচ্চিত্রের অবিসংবাদিত ল্যান্ডমার্ক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমাগুলো। তথ্যচিত্র থেকে শুরু করে নাটকীয় ঘরানার সিনেমাগুলো নিপুণভাবে পরিবেশন করেছে ৭১-এর মুক্তিযুদ্ধকে। তবে চলচ্চিত্র বিশারদ ও দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেলেও বরাবরের মতই প্রশ্ন থেকে গেছে চলচ্চিত্রগুলোর আন্তর্জাতিক অবস্থানের। আর সেই চাহিদা মেটাতেই যেন আবির্ভাব হলো জেকে ১৯৭১-এর।
গত ২৮ মে শনিবার প্রকাশিত ছবির চমকপ্রদ টিজারটি বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে সমূহ সম্ভাবনার জন্ম দিয়েছে। এই প্রথমবারের মত কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পূর্ণ ইংরেজি ভাষায় নির্মিত হলো। সিনেমাটির ব্যাপারে কিছু তথ্য বিস্তারিত দেয়া হলো।
জেকে ১৯৭১-এর গল্প
১৯৭১ এর মুক্তিযুদ্ধ যখন শেষের দিকে, তখন ৩ ডিসেম্বর বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার মাইল দূরের দেশ ফ্রান্সের অর্লি বিমানবন্দরে ঘটে এক বিস্ময়কর ঘটনা। ঘটনার কেন্দ্রবিন্দু জ্যন কে নামে ২৮ বছর বয়সী এক ফরাসী যুবক। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ (পিআইএ)-এর বোয়িং-৭২০-এ উঠে তিনি সরাসরি চলে যান ককপিটে। দুপুর ১১টা ৫০ মিনিটে অস্ত্রের মুখে পাইলটকে জিম্মি করে গোটা বিমানের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেন।
আরও পড়ুন: ঈদে ৩৪ হলে মুক্তি পাচ্ছে সিয়াম-পূজার ‘শান’
তার দাবি ছিল ভারতে অবস্থানরত মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য ২০ টন ওষুধ ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী এই বিমানের মাধ্যমেই বহন করে নিয়ে যেতে হবে। নতুবা তার ব্যাগে থাকা বোমা দিয়ে যাত্রীসহ পুরো বিমান উড়িয়ে দেয়া হবে। পূর্ব পাকিস্তানে মুক্তিযুদ্ধের সমর্থনে এই দাবি নিয়ে জ্যন কে বিমানটিকে প্রায় পাঁচ ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন রানওয়েতে। এই যুগান্তকারি ঘটনাটি তৎকালীন গণযোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় হতবাক হয়ে গিয়েছিল সারা বিশ্ব।
এই টান টান উত্তেজনাকর সত্য ঘটনাটিই এবার আসতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য পর্দায়।
আন্তর্জাতিক অভিনয় শিল্পীদের নিয়ে জেকে ১৯৭১
ছবিতে অংশ নেয়া মোট ৩৬ জন অভিনেতা-অভিনেত্রীর মধ্যে বাংলাদেশি ও ভারতীয় ছাড়াও রয়েছেন রাশিয়ান ও আমেরিকান অভিনয় শিল্পীরা। নাম ভূমিকায় অভিনয় করেছেন কলকাতার শুভ্র সৌরভ দাশ। পূর্বে তিনি কাজ করেছেন ব্যোমকেশ ফিরে এলো, ব্যোমকেশ, চিরিয়াখানা ও জুলফিকার’র মতো চলচ্চিত্রে। এছাড়া পশ্চিমবঙ্গের ছোট পর্দায়ও তিনি বেশ পরিচিত মুখ।
আরও পড়ুন: তাহসান-তিশা জুটির ওয়েবফিল্ম ‘মানি মেশিন’
পাইলটের ভূমিকায় দেখা যাবে সত্যজিৎ রায়ের ফেলুদা-খ্যাত সব্যসাচী চক্রবর্তীকে। এছাড়াও আছেন এ সময়ের ব্যস্ত বলিউড অভিনেতা ইন্দ্রনীল।
বিদেশি অভিনয় শিল্পীদের মধ্যে আছেন বৃটিশ মুভি কুইন ওয়ারিওর অফ ঝাঁসি-খ্যাত মার্কিন অভিনেতা ফ্রান্সিসকো রেমন্ড। রেমন্ড দ্য টাশকেন্ট ফাইল্স নামে একটি ভারতীয় সিনেমাতেও কাজ করেছেন।
বিদেশি আর্টিস্ট টিমে আরও আছেন রাশিয়ার নতুন অভিনেত্রী ডেরিয়া গভ্রুসেনকো ও নিকোলাই নভোমিনাস্কি।
আরও পড়ুন: নিউইয়র্কে প্রিমিয়ার হচ্ছে ‘রিকশা গার্ল’ সিনেমার
ফখরুল আরেফিন খান-এর জেকে ১৯৭১
২০১৭ সালে সরকারি অনুদানে নির্মিত নিজের প্রথম ছবি ভুবন মাঝি দিয়েই বেশ আলোচনায় চলে আসেন ফখরুল আরেফিন খান। ২০২০ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র গণ্ডি শ্রেষ্ঠ সংলাপ রচনায় জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে। তাছাড়া প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন আরও আগে। তার আল-বদর মুভিটি শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ভূষিত হয়।
একটি পোস্টার ও অফিসিয়াল ট্রেইলারের পর চলতি বছরেই ডিসেম্বর মাসে ছবিটির শুভমুক্তির আশাবাদ ব্যক্ত করেন পরিচালক।
জেকে ১৯৭১-এর নির্মাণের নেপথ্যে যারা আছেন
পর্দা অন্তরালে দক্ষ এক টিমের নেতৃত্ব দিয়েছে ফখরুল আরেফিন খান। বিভিন্ন লোকশনে ছবিটির নজরকাড়া সব দৃশ্য ধারণ করেছেন রানা দাশগুপ্ত। সঙ্গীত আয়োজন করেছেন দেবজ্যোতি মিশ্র ও সম্পাদনায় ছিলেন প্রণয় দাশগুপ্ত।
আরও পড়ুন: স্টার সিনেপ্লেক্সে ‘টপ গান’-এর দ্বিতীয় কিস্তি
সত্য ঘটনাটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন মাসুম রেজা। তার সহযোগী হিসেবে কাজ করেছেন চিত্রনাট্যকার লিজা আহমেদ। ভিজুয়াল ইফেক্ট-এর দায়িত্বে ছিল ফোর্থ ডায়মেনশন ভিজুয়াল ইফেক্ট। প্রযোজনা করেছেন ইসরাত সুলতানা এবং স্বয় পরিচালক ফখরুল আরেফিন খান। সর্বপরি সিনেমাটির পরিবেশনায় ছিল গড়াই ফিল্ম্স।
সব শেষে বলা যায় যে জেকে ১৯৭১ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি মুভি নির্মাণের অগ্রদূত হতে যাচ্ছে। স্বতন্ত্র ভাষা ও মুক্তিযুদ্ধ নিয়ে ইতোমধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে নিজের একটি ক্ষেত্র তৈরি করেছে। এবার সেই অবস্থানে থেকে প্রতিযোগিতায় প্রবেশের পালা। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের কাহিনীগুলো নিঃসন্দেহে বিশ্বমানের চিত্রনাট্য হওয়ার দাবি রাখে। শুধু প্রয়োজন আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণশৈলী এবং সার্বজনীন ভাষার মাধ্যমে তা বিশ্বের সর্বত্রে ছড়িয়ে দেয়া।
আরও পড়ুন: শুধু ট্রেলার দেখে সিনেমা নিয়ে মন্তব্য করতে পারবেন না: শ্যাম বেনেগাল
১৩১০ দিন আগে
কান চলচ্চিত্র উৎসবে অনন্ত-বর্ষা
বিশ্ব চলচ্চিত্র জগতে অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’। যার ৭৫তম আসর বসবে ১৭ মে (মঙ্গলবার)। প্রতিবারের আয়োজনেই বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের তারকা বা সিনেমার অংশগ্রহণ থাকে এই আসরে। সেই ধারাবাহিকতায় এবার এই চলচ্চিত্র উৎসবে থাকবেন চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের খবর অনন্ত জলিল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্টের মাধ্যমে সবাইকে জানান।
তিনি ভিডিওতে বলেন, ‘আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্যা লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ হবে। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে।’
ভিডিওতে বর্ষা বলেন, ‘এবারের কান উৎসবে আমরা দুজনই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।’
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর চলবে ২৮ মে পর্যন্ত। এবারের আসরের উদ্বোধনী সিনেমা মিশেল আজানাভিসুস পরিচালিত ‘ফাইনাল কাট’।
আরও পড়ুন: ‘শান’ দেখতে তারার মেলা
শুরুতে ভয় লাগছিল, এখন আনন্দ হচ্ছে: পূজা চেরি
১৩২৭ দিন আগে