চলচ্চিত্র
যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য ব্যাটম্যান’
আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান’। সেন্সর ছাড় সাপেক্ষে এর একদিন আগেই ৩ মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে অগণিত দর্শকের কাঙ্খিত এই সিনোমটি।
টিকেটের চাহিদা ও দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখায় টিকেট বিক্রি হচ্ছে বলে জানায় কতৃপক্ষ।বিশ্বজুড়ে বহু চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো ‘ব্যাটম্যান’ এবার পর্দায় আসছে নতুন রূপে। এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর।
আরও পড়ুন: ‘নাসেক নাসেক’ গান দিয়ে কোক স্টুডিও বাংলার প্রথম সিজন শুরুক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে।
কেননা এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেম্বার মি’খ্যাত রবার্ট প্যাটিনসন। ছবির ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’
আরও পড়ুন: ছাড়পত্র পেলো পরীমণি-রাজ জুটির ‘গুণিন’ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘দ্য ব্যাটম্যান’ ছবির শেষের অংশ দেখলে সিক্যুয়েল চাইবেন দর্শকরা। ছবির শেষটা নাকি চমকে দেয়ার মতো। ছবির প্রচারণা অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘ডার্ক নাইট’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে ‘দ্য ব্যাটম্যান’।
বাংলা ও অসমীয়া সংস্কৃতির যোগসূত্র গড়বে চলচ্চিত্র: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, চলচ্চিত্র বাংলা ও অসমীয়া সংস্কৃতির যোগসূত্র গড়বে। বাংলাদেশ চলচ্চিত্র উৎসবটি এর একটি মাইলফলক।
ভারতের ত্রিপুরা ও আসাম সফররত তথ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় আসামের গুয়াহাটিতে হোটেল ভিভান্ত মিলনায়তনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ উদ্বোধনকালে এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশের সহকারী হাইকমিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে সপ্তাহব্যাপী এ উৎসব উদ্বোধনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দেন আসামের পরিবেশ, বন ও মৎস্যবিষয়ক মন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য। আসামের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিংকি শর্মা ভুঁইয়া বিশেষ আলোচকের বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ আসামবাসীর উদ্দেশ্যে বলেন, প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের আসাম আর বাংলাদেশের মানুষের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক মিল রয়েছে। আমাদের পোশাকেরও মিল রয়েছে। আমরা একই পাখির কলতান শুনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের যৌথ উদ্যোগে নিশ্চয়ই দুই দেশের মানুষের বন্ধুত্ব আরও নিবিড় হবে, ব্যাবসা-বাণিজ্যসহ সাংস্কৃতিক পরিমন্ডলেও আমাদের যোগাযোগ আরও বাড়বে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের মৈত্রীর বন্ধন রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী
মন্ত্রী হাছান বলেন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় আমি সাত বছরের শিশু। একাত্তরের অনেক স্মৃতি আমাকে আবেগতাড়িত করে। মহান মুক্তিযুদ্ধের সংগ্রামে ভারতের আন্তরিক সহযোগিতা, ভারতের সেনাবাহিনীর ভূমিকা আমাদের মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা যা কখনো ভুলবো না।
‘আমরা ভারতীয় হতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর নামটা মনে গেঁথে আছে’
আসামের পরিবেশমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য বলেন, পৃথিবীর মধ্যে একটি বিখ্যাত নাম শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাংলাদেশ নামের রাষ্ট্র স্বাধীনতা পেয়েছে। তিনি বলেন, ‘আমি ভারতের নাগরিক হলেও বাংলাদেশের সঙ্গে আমার ঠাকুরমার সম্পর্ক। আমার পূর্ব পুরুষরা একজন বিশ্ব নন্দিত সংগ্রামী নেতা পেয়েছিলেন যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা ভারতীয় নাগরিক হতে পারি, কিন্তু বঙ্গবন্ধুর নামটা আমাদের মনের মধ্যে গেঁথে আছে।’
সমাজ গবেষক রিংকী শর্মা ভুঁইয়া বলেন, গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব আয়োজন খুবই তাৎপর্যপূর্ণ যেহেতু প্রতিবেশী বাংলাদেশ এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে।
ভেসুলে দর্শক পছন্দে সেরা ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’
জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম আন্তর্জাতিক ভাষার চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’ ভেসুল উৎসবে দর্শক পছন্দের (ফিকশন ফিল্ম দর্শক) সেরা পুরস্কার জিতেছে। মঙ্গলবার ফ্রান্সে এশিয়ান সিনেমার ২৮তম ভেসুল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই পুরস্কার অর্জন করেছে সিনেমাটি।
বুধবার ফ্রান্স থেকে ফারুকী তার ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছেন।
ফারুকী লিখেছেন, ‘নো ল্যান্ডস ম্যান’ আমার কাছে খুব স্পেশাল। আজ রাতে এই বিশেষ ফিল্মটি ভেসুল চলচ্চিত্র উৎসবে দর্শক পছন্দের সেরা পুরস্কার জিতেছে।
আরও পড়ুন: লতা মঙ্গেশকর: ভারতের নাইটিঙ্গেলের মৃত্যুতে ঢালিউডেও শোকের ছায়া
গত শনিবার এই উৎসবে ‘নো ল্যান্ডস ম্যান’-এর প্রথম স্ক্রিনিং অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন পরিবেশে তৃতীয় বিশ্বের মানুষের অস্তিত্বের সংকট।
জনপ্রিয় বাংলাদেশি গায়ক-অভিনেতা তাহসান খান, অস্ট্রেলিয়ার নবাগত মেগান মিচেল ও ভারতের ইশা চোপড়া, বিক্রম কোচার ও কিরণ খোঁজে ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রশংসিত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সিনেমার সঙ্গীত প্রযোজনা করেছেন বিখ্যাত ভারতীয় সুরকার এ আর রহমান।
ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, শ্রীহরি সাঠে, নওয়াজউদ্দিন সিদ্দিকী, এ আর রহমান ও ফরিদুর রেজা সাগর।
আরও পড়ুন: 'নাকফুল' সিনেমায় রোশান-পূজা
এফডিসিতে এমডির কুশপুত্তলিকা দাহ করল চলচ্চিত্রের ১৭ সংগঠন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে চলচ্চিত্রের ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রবিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার পর এই কর্মসূচি পালন করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।
এর আগে সকাল ৯টা থেকে আন্দোলন শুরু করে ১৭ সংগঠন। সেখানে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘বর্তমান এমডিকে নিয়ে আমরা কাজ করতে চাই না। সরকার চাইলেও তিনি থাকতে পারবেন না। প্রয়োজন আমরা রাস্তায় শুয়ে থাকব’।
শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গ টেনে এই পরিচালক আরও বলেন, ‘এবারের নির্বাচনে এমডি একটি প্যানেলের সাপোর্টে কাজ করেছেন। যার কারণে তিনি চাননি আমরা ভেতরে থাকি। যেটি সবার জন্য অপমানজনক। তাই এফডিসিতে এমডি থাকতে পারবেন না। আর তিনি থাকলে আমরা কেউ থাকব না।’
আরও পড়ুন: আমি কোনো অন্যায় করিনি: এফডিসির এমডি
সংগঠনগুলোর পক্ষ থেকে আরও দুই দফা দাবি জানানো হয়েছে। প্রথমত, এবারের নির্বাচনের প্রধান কমিশনার পীরজাদা শহীদুল হারুণকে অবাঞ্চিত ঘোষণা। দ্বিতীয়ত, শিল্পী সমিতির নির্বাচন আর এফডিসিতে হতে পারবে না।
আন্দোলনে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আদেশ অমান্য করে এমডি আমাদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। তিনি আমাদের অপমান করেছেন। এই এমডি চলচ্চিত্রবান্ধব নয়। আমরা তার অপসারণ চাই। তার কাছে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনায় গিয়েছি তিনি ফিরিয়ে দিয়েছেন। তাকে এবার গেটের বাইরে পাঠাব।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এফডিসির গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর মধ্যে পরিচালক ও প্রযোজক সমিতি। প্রযোজকরা টাকা লগ্নি করে বলে আমরা সিনেমা বানাই। আর এতে এফডিসি চলে। সেই আমাদেরই প্রবেশ করতে না দিয়ে অপমান করা হলো। বর্তমান এমডির সব কাজ চলচ্চিত্র বিরোধী। এবারের নির্বাচনে সবার প্রবেশ নিয়ে তার সঙ্গে আমরা বসতে চেয়েছিলাম। কিন্তু তিনি আমাদের কোনো কথাই শোনেননি।’
প্রযোজক ইকবাল বলেন, ‘বর্তমান এমডি প্রায় ৭ বছর ধরে দায়িত্ব নিয়েছেন। এ সময়ে শুটিং স্পটের ভাড়া বেড়েছে। যন্ত্রপাতির ভাড়া বেড়েছে। এত টাকায় আমরা কিছুই নিতে পারি না। শুটিংয়ের জন্য একটি সূতা লাগলে সেটাও বাইরে থেকে আনতে হয়। আপনি আমাদের জন্য এই কয়েক বছরে কিছুই করেননি। শুধু অপমান করেছেন।’
আরও পড়ুন: এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
এফডিসির এমডির পদত্যাগের দাবি পরিচালক সমিতিসহ ১৭ সংগঠনের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বি-বার্ষিকী নির্বাচন চলাকালীন পরিচালক সমিতিসহ এফডিসির ১৭ সংগঠনের সদস্যদের প্রবেশে বাধা দেয়ায় শনিবার এফডিসি প্রাঙ্গণে সকল সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।
সংবাদ সম্মেলনে সবার পক্ষ থেকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান এফডিসির এমডির পদত্যাগ দাবি করেন।
সোহানুর রহমান সোহান বলেন, ‘গতকাল শিল্পী সমিতির নির্বাচনের সময় পরিচালকদের বাইরে থাকতে হয়েছে। আমাদের লাঞ্ছিত করা হয়েছে। এর প্রতিবাদস্বরূপ পরিচালক সমিতির সিদ্ধান্ত শিল্পী সমিতিকে পরবর্তীতে এফডিসিতে নির্বাচন করতে আমরা দেব না।’
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি ইলিয়াস কাঞ্চন, সম্পাদক জায়েদ খান
গতকালের ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনে অভিযোগ জানায় পরিচালক সমিতি। কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাই এফডিসির বর্তমান এমডির পদত্যাগ চায় পরিচালক সমিতি। তাদের দাবি, এমডিকে অপসারণ না করা হলে, কোনো কার্যক্রম হতে দেবে না তারা।
সোহানুর রহমান সোহান বলেন, ‘আগামীকাল এফডিসিতে শুটিং রয়েছে। এরপরই সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা যতগুলো সংগঠন পারি এফডিসির গেটের সামনে শুয়ে থেকে এমডির প্রবেশ ঠেকাব। তাকে যদি প্রবেশ করতেই হয়, আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে।’
সংবাদ সম্মেলনে এবারের শিল্পী সমিতির নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধেও অভিযোগ করেন সোহানুর রহমান সোহান। তাকেও এফডিসি থেকে অবঞ্চিত ঘোষণা দেয়া হয়। সোহান বলেন,‘ পরীজাদা শহীদুল হারুণ প্রশাসনকে বুঝিয়েছেন আমরা থাকলে তিনি ভালোভাবে নির্বাচন করতে পারবেন না। আমরা সকল সংগঠন সিদ্ধান্ত নিয়েছি, পরীজাদা আমাদের সিনেমায় আর অভিনয় করতে পারবেন না।’
আরও পড়ুন: অভিনয় শিল্পী সংঘের সভাপতি নাসিম, সম্পাদক রওনক
কঠোর নিরাপত্তায় চলছে শিল্পী সমিতির নির্বাচন
বিএফডিসি প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। গতবারের মতো এবারও এফডিসির ভেতর ও বাহিরে পুলিশ ও র্যাবের নিরাপত্তায় চলছে ভোট কার্যক্রম।
এবার ইলিয়াস কাঞ্চন-নিপুণ এবং মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে লড়ছেন ৪২ জন প্রার্থী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেতা ডন ও হরবোলা।
এবারের নির্বাচনে ভোট দেবেন ৪২৮ জন ভোটার। সকাল থেকে ভোটার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে তারকাদের আগমনে মুখর হয়ে উঠে এফডিসি প্রাঙ্গণ। বিভিন্ন অসঙ্গতি ও অভিযোগের মধ্যেও নির্বাচন নিয়ে অনেকটাই সন্তষ্ট প্রার্থীরা।
আরও পড়ুন: আমাকে বারবার অপমানিত হতে হয়েছে: পপি
সমিতির সাবেক সভাপতি ও এবারের সভাপতি পদপ্রার্থী মিশা সওদাগর বলেন, ‘নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে আমি সন্তুষ্ট। আমরা শিল্পী। প্যানেল যেটাই হোক এবং যারাই জয়ী হোক, সবার আমরা নিজেরাই। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে নির্বাচন করতে পারছি এটি আমার অনেক বড় পাওয়া।’
অন্যদিকে আরেক প্যানেলের সভাপতি পদপ্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘মিশা সওদাগর ঠিকই বলেছেন। আমরা শিল্পী। নির্বাচন মানেই আমরা ভিন্ন কেউ না। আমরা একজন অন্যজনকে সহযোগিতার মধ্য দিয়েই সমিতি এগিয়ে যাবে। আমি জয়ী হলেও মিশার সাহায্য লাগবে। তার পরামর্শ নেব।’
দুপুরের দিকে ভোট দিতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ভোটের পরিবেশ নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। অপু বলেন, ‘এফডিসি প্রবেশের পরই বেশ ভালো লাগছে। সুন্দর পরিবেশ। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। অনেকদিন পর শিল্পীদের এমন মিলনমেলা। যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে শিল্পীদের জন্য কিছু করার প্রত্যাশা থাকবে।’
আরও পড়ুন: ইভ্যালির প্রতারণার মামলা: তাহসান খানের ৬ সপ্তাহের আগাম জামিন
নির্বাচন শান্তিপূর্ণ হলেও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপূণ আক্তার অভিযোগ দেন অন্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমরা অনেকক্ষণ ধরেই শুনছি এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেও এর প্রতিকার পাচ্ছি না। এ জায়গায় দাঁড়িয়ে ভোট চাওয়াই নিষেধ৷ তারা ভোট চাইছে, টাকা দিচ্ছে৷ তাই এখন আমরাও এখানে দাঁড়াব৷'
কিন্তু অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, ‘নির্বাচনে অভিযোগ থাকবেই। তবে আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন। আপনারা সবাই এখানে দাঁড়ানো। সব দেখছেন, বুঝছেন। এখানে সিসি ক্যামেরাও আছে। এসব ভিত্তিহীন অভিযোগ তোলা ঠিক নয়। নির্বাচনের ইমেজ নষ্ট হয়।’
উল্লেখ্য, এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। তার সঙ্গে সহযোগী হিসেবে আছেন জাহিদ হোসেন ও বি এইচ নিশান।
ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম শুরু রবিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম (ডব্লিউএফএমপি) এর ১৩২তম আসর। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির মুনীর চৌধুরী মিলনায়তনে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টেশন প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ-এর নিয়মিত আয়োজনের মধ্যে অন্যতম। এর উদ্দেশ্য বিশ্বের বিখ্যাত সব চলচ্চিত্রকারের সমাদৃত চলচ্চিত্রগুলোর সঙ্গে চলচ্চিত্রপ্রেমীদের পরিচয় করিয়ে দেয়া।
২০০০ সালে শুরু হওয়ার পর এ পর্যন্ত এই প্রোগ্রামের সর্বমোট ১৩১টি আসর আয়োজিত হয়েছে। এবারের আসরে দু’বারের পাম দ’র পুরস্কার বিজয়ী বিখ্যাত সার্বিয়ান চলচ্চিত্রকার এমির কুস্তুরিকা’র সমাদৃত চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
২৩ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় ‘ব্ল্যাক ক্যাট, হোয়াইট ক্যাট’ প্রদর্শনের মাধ্যমে এ বারের আসরের উদ্বোধন হবে। সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘আন্ডারগ্রাউন্ড’।
২৪ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে এমির কুস্তুরিকার বিখ্যাত চলচ্চিত্র ‘অ্যারিজোনা ড্রিম’। সন্ধ্যা ৬টায় ‘টাইম অব দ্য জিপসিস’ চলচ্চিত্রটি প্রদর্শনের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে।
আয়োজনটিতে প্রদর্শিত সকল চলচ্চিত্র বিনামূল্যের এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন: সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
‘জাতীয় নৃত্য উৎসব’ বৃহস্পতিবার শুরু
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিকী নির্বাচন নিয়ে এখন এফডিসিতে উৎসবমুখর পরিবেশ। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ইলিয়াস কাঞ্চন—নিপুণ ও মিশা—জায়েদ প্যানেল। এবার দুই প্যানেলে যোগ দিয়েছেন অনেক নতুন তারকা। যাদের উপস্থিতিতে এবারের আসন্ন নির্বাচন নিয়ে সবার মধ্যে আরও জমে উঠেছে।
সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ। এই প্যানেলের সহসভাপতি চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ডি.এ তায়েব, সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক অভিনেত্রী শাহনূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক নিরব হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক অভিনেতা আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন অভিনেতা আজাদ খান।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থীরা হলেন-অমিত হাসান, চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়ক শাকিল খান, অভিনেতা নানা শাহ, কমেডিয়ান আফজাল শরীফ, খল অভিনেতা সাংকো পাঞ্জা, অভিনেত্রী জেসমীন, চিত্রনায়িকা কেয়া, পরীমনি, খল অভিনেতা গাঙ্গুয়া ও সীমান্ত।
আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
অন্যদিকে মিশা সওদাগর আবারও সভাপতি পদে নির্বাচন করবেন। জায়েদ খান বিগত বারের মতো রয়েছে সাধারণ সম্পাদক পদে। প্যানেলের সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ—সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে নির্বাচন করবেন ফরহাদ।
কার্যকরী পরিষদের সদস্য পদে প্রার্থী হচ্ছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান ও হাসান জাহাঙ্গীর।
উল্লেখ্য, এফডিসি প্রাঙ্গণে আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ইন্ডাস্ট্রিকে কর্মমুখর করে গড়ে তুলতে চাই: ইলিয়াস কাঞ্চন
প্রজন্মের উন্নয়নে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, একটি প্রজন্মের উন্নয়নে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অনেক চলচ্চিত্র রয়েছে যেগুলো শিক্ষণীয় এবং ব্যক্তিজীবনেও দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে।
শনিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে বিংশতিতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই সব কথা বলেন।
মোমেন বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের চলচ্চিত্র আয়োজনগুলোর মধ্যে একটি মর্যাদাপূর্ণ উৎসব যা আমাদের ইতিবাচক চলচ্চিত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
আরও পড়ুন: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
মন্ত্রী বলেন, ‘এই চলচ্চিত্র উৎসব দেশ-বিদেশের তরুণ ও প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদেরকে বর্তমান বিশ্বের চলচ্চিত্রের শৈল্পিক ধারার সঙ্গে সংযোগ ঘটাতে সহায়তা করবে।’
পররাষ্ট্রমন্ত্রী বিংশতিতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম ভেন্যু হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামকে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়ে বলেন, ‘ফরেন সার্ভিস একাডেমি অডিটোরিয়ামে এবারের উৎসবের বেশকয়েকটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।’
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু শনিবার
৭০টি দেশের ২২৫ চলচ্চিত্র নিয়ে শনিবার ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ) পর্দা উঠবে।
উৎসবে ১২৫টি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম এবং ৯৬টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করবে, যেখানে ১৮টি পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম ও ২২টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হবে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ডি ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সুফিয়া কামাল জাতীয় পাবলিক লাইব্রেরি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
আরও পড়ুন: আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ওয়াইড অ্যাঙ্গেল, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, উইমেন্স ফিল্মমেকার, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র এবং আধ্যাত্মিক চলচ্চিত্র- এই ১০টি বিভাগের অধীনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
শনিবার বিকাল ৪টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ৯ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী যোগ দেবেন।
এছাড়া চলচ্চিত্র উৎসবে ১৬-১৭ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে ‘অষ্টম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স ২০২২’এবং ১৬-১৯ জানুয়ারি ২০২২ অঁলিয়াস ফ্রঁয়েজ মিলনায়তনে ওয়েস্ট মিট ইস্ট: চিত্রনাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: পুষনা উৎসবে মেতেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা
বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন কিশোর কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং চলচ্চিত্র উৎসবের নির্বাহী কমিটির সদস্য মো. মোকাম্মেল হোসেন, ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল, ইরানি চলচ্চিত্র নির্মাতা ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রোগ্রামার জোহরেহ জামানি, উৎসবের নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ ও পৃষ্ঠপোষক কমিটির সদস্য সাংবাদিক শ্যামল দত্ত প্রেস ব্রিফিং করেন।
রেইনবো ফিল্ম সোসাইটি ১৯৯২ সাল থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে।