শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রধানমন্ত্রীর কাছে এইচএসসির ফল হস্তান্তর
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ১১টি শিক্ষা বোর্ডের সমন্বিত ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পরে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করেন।
আরও পড়ুন: তিস্তায় নিখোঁজের ১৬ দিন পর এইচএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার
এ বছর ১৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭৪ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৬ লাখ ৯৮ হাজার ১৩৫ জন এবং মেয়ে শিক্ষার্থী ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ জন।
দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় কথা বলেন।
শিক্ষামন্ত্রী দুপুর আড়াইটায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এইচএসসির বিস্তারিত ফল প্রকাশ করবেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা: চাঁদপুরে নকল সরবরাহের অভিযোগে কলেজ কর্মচারীকে কারাদণ্ড
৪৯৮ দিন আগে
২০০৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬-১২ শ্রেণিতে ভর্তি বেড়েছে ৫২.৫%: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সংসদে বলেছেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন তিন মেয়াদের সরকারের সময় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রশংসনীয়ভাবে ৫২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাধারণত, বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে এই শ্রেণিগুলোতে শিক্ষার্থীদের ধরে রাখতে লড়াই করতে হয়। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি পাস করার পরে দরিদ্র বাবা-মা প্রায়শই তাদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে কাজে লাগায়, বা কাজের সন্ধান করে।
শিক্ষামন্ত্রী এই সাফল্যের জন্য সরকারের 'দরিদ্রবান্ধব' উদ্যোগকে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: ২০২৬ সালে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি
সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দীপু মনি বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে প্রায় সাড়ে পাঁচ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় তালিকাভুক্ত করা হয়েছে।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে ৭০১টি সরকারি কলেজ আছে, যেখানে মোট ২৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার।
আরও পড়ুন: এসএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: দীপু মনি
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রণয়ন করাই সরকারের লক্ষ্য: দীপু মনি
৬৫৭ দিন আগে
নতুন পাঠ্যপুস্তক নিয়ে গুজবে কান দিবেন না: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যপুস্তকের বিষয়বস্তু নিয়ে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কোনো বইয়ে বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলা হয়নি।
শুক্রবার চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীরে ব্র্যাকের তিনটি শিক্ষাতরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বরং পাঠ্যপুস্তকে বলা হয়েছে যে মানুষ বানর থেকে বিবর্তিত হয়নি। একটি স্বার্থান্বেষী মহলের ছড়ানো ভুল তথ্যে কান দিবেন না।’
তিনি বলেছেন যে পাঠ্যপুস্তকে বানরের দৃষ্টান্ত ব্যবহার করা হয়েছিল এটি দেখানোর জন্য যে মানুষ তাদের থেকে বিকশিত হয়নি। বইয়ে তিনবার উল্লেখ করা হয়েছে যে বানর মানুষের পূর্বপুরুষ নয়।
মন্ত্রী সত্যতা যাচাইয়ের জন্য জনগণকে বই পড়ারও আহ্বান জানান। তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকে ইসলাম সম্পর্কে কোনো অবমাননাকর মন্তব্য নেই।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে ত্রুটি নিয়ে ২টি তদন্ত কমিটি গঠন করা হবে: দীপু মনি
নতুন পাঠ্যপুস্তকে চুরির অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশ জাফর ইকবালের
৮০১ দিন আগে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, মোবাইলে ফলাফল জানবেন যেভাবে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ (সোমবার) প্রকাশ করা হবে।
গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনের পর নিজ নিজ প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশ করা হবে ফল।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইলে জানবেন যেভাবে
আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
যেমন- রাজশাহী বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC RAJ 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
আরও পড়ুন: এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর
প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
৮৬১ দিন আগে
চুয়েটের সব পরীক্ষা ২৪ মে পর্যন্ত স্থগিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।
১৫০৩ দিন আগে
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিকালে পরীক্ষা ছাড়াই আগের পরীক্ষাগুলোর ফলাফলের ভিত্তিতে ২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে।
১৫২৮ দিন আগে
শিক্ষা, গবেষণার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত করুন: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষকে শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার আহ্বান জানিয়েছেন।
১৫৩৭ দিন আগে
সংসদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন
দেশে আরও একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সোমবার সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০২০’ উত্থাপন করা হয়েছে।
১৬৭৩ দিন আগে