ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক অ্যালামনাইদের এক আন্তর্জাতিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেন, ‘বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে আমরা এখনও শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।’
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী বছর জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, ‘১৯২১ থেকে ২০২১ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটির (ঢাকা বিশ্ববিদ্যালয়) অনেক ইতিহাস রয়েছে। দেশের ইতিহাস, শিক্ষা, গণতন্ত্র এবং সংস্কৃতিতে ঢাবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব অর্জনেই এই প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে।’
চতুর্থ শিল্প বিপ্লবেও ঢাবি বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্কুলের সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষামন্ত্রী
দীপু মনি বলেন, ‘আমরা অর্থনৈতিকভাবে সাফল্য পেয়েছি এবং এখন আমরা আমাদের উচ্চ শিক্ষার মান উন্নয়ন করতে চাই। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গ্রন্থাগার এবং শিক্ষার উপাদান প্রয়োজন।’
ওয়েবিনারটিতে অন্যান্যের মধ্যে যোগ দেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ।
আরও পড়ুন: ডিজিটালাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সহজ: শিক্ষামন্ত্রী
শিক্ষানীতিতে ‘ই-লার্নিং’ কার্যক্রমে আরও গুরুত্বারোপ করা হবে: শিক্ষামন্ত্রী
সব উপজেলায় চাইল্ড সাইকোলজিস্ট নিয়োগ দেবে সরকার: শিক্ষামন্ত্রী