মিশন প্রধানদের কাছে লেখা এক পত্রে মঙ্গলবার তিনি এ নির্দেশনা দেন।
ড. মোমেন বলেন, ‘মুজিববর্ষ পালন আমাদের জন্য শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং এটি বাঙালি জাতি হিসেবে আমাদের পরিচয় এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ভূমিকার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন।’
সাম্প্রতিককালে বাংলাদেশের অভাবনীয় সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে মুজিববর্ষকে একটি বিরাট সুযোগ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বিশ্বের সব দেশের সরকার, ব্যবসায়ী মহল, সুশীল সমাজ ও জনগণের কাছে বাংলাদেশের সাফল্যগুলো তুলে ধরার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে আরো সক্রিয় ভূমিকা পালন করার জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনগুলোকে নির্দেশনা দেন।
ড. মোমেন উল্লেখ করেন, বর্তমান দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ১৫ শতাংশ এবং অচিরেই গড় প্রবৃদ্ধি ১০ শতাংশের কোঠা স্পর্শ করবে। এছাড়া, গত এক দশকে বাংলাদেশের জিডিপি ১৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় বেড়েছে সাড়ে ৩ গুণ, যা বর্তমানে প্রায় ২ হাজার ডলার।
মন্ত্রী আরো জানান, বর্তমানে দেশের জিডিপি ৩০২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০০৯ সালে ছিল মাত্র ১০২ বিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি আয় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে আজ ৪০ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারের ঊর্ধ্বে। গত দেড় দশকে বিনিয়োগ-জিডিপির শতকরা হার ২৬ শতাংশ থেকে বেড়ে সাড়ে ৩১ শতাংশে উন্নীত হয়েছে। একই সময়ে বেসরকারি খাতে বিনিয়োগ ৫ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে তা প্রায় ৭১ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য।