অলংকার
যশোরে বিপুল পরিমাণ রুপার অলংকারসহ আটক ২
যশোরে অভিযান চালিয়ে ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শার্শার নাভারণে সাতক্ষীরা মোড় থেকে এসব অলংকারসহ তাদের আটক করা হয়। জব্দ করা অলঙ্কারের বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ টাকার মতো বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
আটকরা হলেন— জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসান। তারা দুজনেই উপজেলার বাগআঁচড়ার বাগড়ী গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: ১৮টি স্বর্ণের বার পাচারকালে ভারতীয় নাগরিক আটক
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপন সংবাদ পাই যে, লিটু ও মেহেদী নামে দুজন ভারত থেকে বিপুল পরিমাণ রুপার বড় একটি চালান নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে একটি বাসে রওনা দিয়েছেন। সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শার্শার নাভারণে সাতক্ষীরা মোড়ে বাসটিকে তল্লাশি করে ৭১টি প্যাকেট থেকে বিভিন্ন প্রকার রুপার অলংকার জব্দ করে।
৩৫ দিন আগে
ফরিদপুরে সাড়ে ৩ হাজার ভরি রুপার অলংকার উদ্ধার, আটক ২
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল, মোবাইলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
আটক ব্যক্তিদের নাম কাজী আসাদুজ্জামান ও মো. সানি খান। তাদের দুজনের বাড়িই ফরিদপুর শহরে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার দিবাগত রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। এসময় কাজী আসাদুজ্জামান ও মো. সানি খানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এই রুপার অলংকার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: যশোরে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১
সিলেট বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
১০৩৬ দিন আগে
চট্টগ্রামে চাঁদাবাজির অর্থসহ আটক ৫: র্যাব
চট্টগ্রাম মহানগরীর অলংকার এলাকায় চাঁদাবাজির অর্থসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়।
তারা হলেন-চট্টগ্রামের আকবরশাহ এলাকার মো. হাবিব আহাম্মদের ছেলে মো. আজাদ (৩৪), কুমিল্লা সদর দক্ষিণ থানার সিদ্দিকুর রহমানের ছেলে মো. অহিদ (৩৮), ভোলার লালমোহনের মো. জামাল হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (৩০), চট্টগ্রাম রাউজানের গোপাল দের ছেলে নারায়ন দে (৫১) এবং চট্টগ্রাম মহানগরীর আবুল হোসেনের ছেলে মো. সিদ্দিক হোসেন (৪৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, নগরীর অলংকার এলাকায় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করছে-গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ৫ জনকে আটক করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় চাঁদাবাজি করার কথা স্বীকার করেছেন। তাদেরকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার: আটক ৩
পঞ্চগড়ে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক
১২৬৯ দিন আগে
জাপানে প্রদর্শনী থেকে সাড়ে ১৮ লাখ ডলারের হীরা চুরি
টোকিও, ২৬ অক্টোবর (এপি/ইউএনবি)- টোকিওর কাছে এক আন্তর্জাতিক অলংকার প্রদর্শনী থেকে ২০ কোটি ইয়েন (১.৮৪ মিলিয়ন ডলার) মূল্যের একটি হীরা চুরি গেছে।
১৯৮১ দিন আগে