ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল, মোবাইলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা।
আটক ব্যক্তিদের নাম কাজী আসাদুজ্জামান ও মো. সানি খান। তাদের দুজনের বাড়িই ফরিদপুর শহরে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার দিবাগত রাতে শহরের গোয়ালচামট লাহেড়ীপাড়া এলাকায় কাজী আসাদুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার ছয়শ’ ৪৯ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। এসময় কাজী আসাদুজ্জামান ও মো. সানি খানকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এই রুপার অলংকার দেশে এনে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
আটককৃতদের বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।