নির্মাণাধীন
সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধসে শ্রমিক নিহত
সিরাজগঞ্জ সদরে নির্মাণাধীন একটি সেতুর গার্ডার ধসে জুবায়ের (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
এ ঘটনায় সেখানে কর্মরত আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সয়দাবাদ এলাকার ইকোনমিক জোনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর কিশোরের লাশ উদ্ধার
নিহত জুবায়ের সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্মাণাধীন সেতুর গার্ডারে তিনজন শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় জুবায়ের গার্ডারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০
৮ মাস আগে
‘নির্মাণাধীন ভবেন বার বার লার্ভা পেলে ভবনের কাজ বন্ধ করা হবে’
বারবার সতর্ক করার পরেও যদি কোনো নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়, তাহলে সেখানকার কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে’ আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের তিনি এমন তথ্য দিয়েছেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, যদি কোনো নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়, প্রথমবার সিটি করপোরেশনের পক্ষ থেকে তা পরিষ্কার করে দিয়ে আসা হবে। দ্বিতীয়বারও একই অবস্থা হলে জরিমানা করা হবে। এরপরেও তারা যদি পরিষ্কার না করে এবং বারবার এডিস মশার লার্ভা পাওয়া যায় তাহলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন করতে সহযোগিতা করবে সরকার: তাজুল ইসলাম
ডেঙ্গু চিকিৎসায় ডেডিকেট হাসপাতাল করা যায় কি না- জানতে চাইলে তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের যে হাসপাতাল রয়েছে, সেটি নতুন করে খুলে দিতে বলেছি। সেখানে ৮০০-৯০০ রোগীর চিকিৎসা করা সম্ভব। গতবারও যখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে গিয়েছিল, তখন সেটি খুলে দেওয়া হয়েছিল। আমি সেখানে পরিদর্শনে গিয়ে দেখেছি, অর্ধশতাধিক রোগী হয়নি।
ডেঙ্গুতে এখন পর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে এই মাসেই ৮০ জনের প্রাণহানি ঘটেছে। এ ক্ষেত্রে ডেঙ্গু মোকাবিলায় সরকার ব্যর্থ কি না- এমন প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম বলেন, ব্যর্থতার কথা বললে তুলনামূলকভাবে বলতে হবে। যেমন একজন মানুষ কতটুকু জ্ঞানী, তা আরেকজন মানুষের সঙ্গে তুলনা করলে বোঝা যাবে। তবে আমি সফলতার দাবি করি না। সফলতার দাবি তখনই করব, যখন একজন মানুষও আক্রান্ত না হবেন, একজনেরও মৃত্যু না হবে।
আরও পড়ুন: ঢাকাকে স্মার্ট সিটি করতে সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়ন করছে ডিএসসিসি: তাজুল
আর ব্যর্থতার তো কারণ নেই। ব্যর্থ হলে তো এখন দেশে ২০-৩০ লাখ রোগী হয়ে যেতেন। আমরা সবাই কাজ করছি। এখন পর্যন্ত মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভারতের চেয়েও আমরা ভালো অবস্থানে আছি। এখন পর্যন্ত আমাদের ২৪ হাজার সংক্রমণ হয়েছে। উপমহাদেশে মশা বেড়েছে চলতি জুলাই মাসে। তিনি বলেন, জুন মাসে মালয়েশিয়ায় ছিল ৪৬ হাজার। আমি তাহলে কী করে আমাদের লোকজনকে ব্যর্থ বলব।
বৈঠকে মন্ত্রী আরও বলেন, জব্দ করা যানবাহনসহ বিভিন্ন ধরনের টায়ার-টিউবে স্প্রে করার ব্যবস্থা করতে হবে। এরই মধ্যে স্কুলগুলোতে সভা করা হয়েছে। সভা করা হয়েছে। স্কুলের আঙিনা পরিষ্কার করতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যব্যস্থা নিতে হবে।সব সরকারি অফিসে আজকে চিঠি দেন। এই মিটিং রেফারেন্সে। সরকারি অফিসগুলোকেও জরিমানা করা হবে।
ডেঙ্গু পরিস্থিতিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হবে কি না- এমন প্রশ্নেরন জবাবে তিনি বলেন, দুর্যোগ তখনই ঘোষণা করা হবে, যখন মনে করব, আমরা আর পারছি না। আমরা নিয়ন্ত্রণ করছি না বা কাজ করার মতো যোগ্যতা আমাদের নেই, বিষয়টা তো এমন নয়। জাতীয় দুর্যোগ ঘোষণা তখনই করা হবে, যখন দেশে বড় ধরনের কোনো বিপর্যয় ঘটে যাবে। যেমন, ৫০ লাখ লোক আক্রান্ত হয়েছে গেছে কিংবা ৫০ লাখ লোক মারা গেছে।
আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: তাজুল ইসলাম
১ বছর আগে
চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
যশোরের চৌগাছায় পাঁচতলা একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।
নিহত শ্রেয়া বালা (৭) শহরের নিরিবিলি পাড়ার হোমিওপ্যাথি চিকিৎসক শংকর কুমারের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, এদিন সকাল সাড়ে ১০ টায় শ্রেয়া তার মায়ের সঙ্গে ডাক্তার জিল্লুর রহমানের নির্মাণাধীন ভবনের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় ভবনের উপর থেকে শ্রেয়ার মাথায় ইট পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক ডা.সাইমা নাহিন শান্তা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ১২ দিকে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: দিনাজপুরে ইঁদুর মারার বিষ খেয়ে শিশুর মৃত্যু!
ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ বছর আগে
লক্ষ্মীপুরে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া অপর দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ বছর আগে