বায়তুল মোকাররম
বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিনকে অপসারণ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন থেকে এসংক্রান্ত পত্র জারী করা হয়েছে।
আরও পড়ুন: বায়তুল মোকাররমে আকস্মিক পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
ইফা কর্তৃক জারীকরা এই পত্রে বলা হয়েছে, বায়তুল মোকাররম মসজিদের খতিব রুহুল আমিন তার দায়িত্ব পালনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকতেন। গত ১৯/০৭/২০২৪, ০২/০৮/২০২৪, ০৯/০৮/২০২৪, ১৬/০৮/২০২৪ ও ২৩/০৮/২০২৪ খ্রিষ্টাব্দ শুক্রবারের জুমার নামাজে তিনি অনুপস্থিত ছিলেন। গত ২৯ আগস্ট স্মারক নম্বর-১৬.০১.০০০০.০২৭.০৫.০০৮.২২.১৭৭৬ মারফত এ কার্যালয় হতে তাকে কারণ দর্শানো হয়। এছাড়া গত ২০/০৯/২০২৪ তারিখ জুম্মার নামাজ পড়াতে তার মসজিদে আগমন ও খুতবা দেওয়ার চেষ্টাকালে এক অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।
পত্রে আরও বলা হয়েছে, অপ্রীতিকর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি রুহুল আমিন ও তার অনুগত ছাত্র বা বহিরাগত লোকদের দ্বারা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পরিপ্রেক্ষিতে বায়তুল মোকাররমের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে দায়িত্ব থেকে অপসারণ করে একজন যোগ্য আলেমকে খতিব হিসেবে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।
এছাড়া, রুহুল আমিনের প্রতি সাধারণ মুসল্লিদের অনাস্থা তৈরি হয়েছে। ভবিষ্যতে তিনি জুম্মার নামাজ পড়াতে এলে আবারও হৈচৈ-হট্টগোলসহ ঘটনার আশঙ্কা থাকায় বায়তুল মোকাররমের খতিব পদ হতে অপসারণের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেন। এ অবস্থায়, বায়তুল মোকাররমে সুষ্ঠুভাবে জুম্মার নামাজ পরিচালনার স্বার্থে রুহুল আমিন, মুহতামিম, গহরডাঙ্গা মাদরাসা, গোপালগঞ্জকে নির্দেশক্রমে বায়তুল মোকাররমের খতিব পদ হতে অপসারণ করা হলো।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সামনে পুলিশ-বিএনপি সংঘর্ষ
৩ মাস আগে
বায়তুল মোকাররমে আকস্মিক পরিদর্শনে ধর্ম উপদেষ্টা
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপদেষ্টা মসজিদের মুসল্লিদের সঙ্গেও কথা বলেন এবং মসজিদের শৌচাগার, অযুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে মসজিদ পরিদর্শনে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এসময় উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সের ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন।
আরও পড়ুন: অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন: পররাষ্ট্র উপদেষ্টা
এসময় তিনি এ লাইব্রেরিটিকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার অভিপ্রায় ব্যক্ত করেন। লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
মসজিদের শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালককে দিকনির্দেশনা দেন। মসজিদের দোকান ভাড়া হতে প্রাপ্ত অর্থ থেকে মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফিং করেন।
এসময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন ধর্ম উপদেষ্টা। ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্থায়ীভাবে পরিষ্কার- পরিচ্ছন্নতার জন্য ইতোমধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টা বিদেশ যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন যারা
৩ মাস আগে
আ. লীগের সমাবেশ: বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু
বিএনপির মহাসমাবেশের জবাব দিতে এবং আগামীকালের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে আয়োজকরা।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকেই আওয়ামী লীগ মঞ্চ তৈরির কাজে হাত দেয় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। মঞ্চ তৈরির আশেপাশে হাতে গোনা কর্মী-সমর্থকদের অবস্থান ছিল বলে প্রত্যক্ষ করেন ইউএনবি প্রতিবেদক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলটি জানায়, আগামীকাল আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিয়ে মিথ্যাচার-গুজব, সন্ত্রাস-জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ।
তবে, সমাবেশ হবে না বলে সামাজিক সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।
এ বিষয়ে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ইউএনবিকে জানান, আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, আওয়ামী লীগের প্যাড ও সই জালিয়াতি করে একটি চিহ্নিত মহল আগামীকাল শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব ও অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার, তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে।
আরও পড়ুন: ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল
১ বছর আগে
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট ও রূপনগর বেড়িবাঁধ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারুক মিয়া (৫৬), রফিক (২৫) ও বাদল (৪৫)। তাদের মধ্যে ফারুক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী, রফিক কোককোলা গাড়ির শ্রমিক এবং বাদল ট্রাকের চালক।
বায়তুল মোকাররম দক্ষিণ গেটের দুর্ঘটনা সম্পর্কে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মহসিন হাবিব জানান, ফারুক সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংলগ্ন রাস্তায় ঝাড়ু দেয়ারকালে স্বদেশ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ঘটনার পরপরই স্থানীয়রা বাসটি জব্দ করে। তবে চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।
রূপনগর বেড়িবাঁধের দুর্ঘটনা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রুপনগর বিরুলিয়া বেড়িবাঁধ দুটি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষ হয়।
এতে পিকআপভ্যানের ওপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাকচালক আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাদল ও রফিক মারা যায়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
২ বছর আগে
কোরআন অবমাননা: বায়তুল মোকাররম এলাকায় মুসল্লি-পুলিশ সংঘর্ষ
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় মুসল্লি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ দুপুর ২ টা ১০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে মুসল্লিরা মিছিল করলে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি ডা. জাফরুল্লাহর
৩ বছর আগে
বায়তুল মোকাররমের সামনে ভাস্কর্যবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ
ঢাকার বায়তুল মোকাররম মসজিদ থেকে শুক্রবার দুপুরে বের হওয়া একটি ভাস্কর্যবিরোধী মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে।
৪ বছর আগে
কোভিডের দিনগুলোতে জুমার নামাজ আদায়
দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় অনেককেই করোনাভাইরাসের ছড়িয়ে পড়া রোধে ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম উপেক্ষা করতে দেখা গেছে।
৪ বছর আগে