নামাজের আগে মসজিদের মেঝে জীবাণুমুক্ত করা হয়েছে এবং মুসল্লিরা মসজিদে প্রবেশের সময় হাত স্যানিটাইজ করেই প্রবেশ করেন। নামাজ আদায় শেষে বিশ্বব্যাপী করোনা সঙ্কট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে এবং ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম মৃত্যু ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে শুক্রবার পর্যন্ত দেশে ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে ৪ হাজার ৬৬৮ জন মারা গেছেন।
করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে সরকার। পরে, নিরাপদ শারীরিক দূরত্ব ও সঠিক স্বাস্থ্যবিধি বজায় রেখে নামাজ আদায়ের শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুক্রবার ছবিগুলো তোলা হয়েছে।
জাতীয় মসজিদে জুমার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় মুসল্লিরা।
মাস্ক পরে মুসল্লিরা বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়েন।
জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।
বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের অ্যারিয়াল ভিউ।