সম্প্রতি ইসলামপন্থী কিছু সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: সরকারই আলেম-ওলামাদের আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করছে: জাফরুল্লাহ
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর আড়াইটার দিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কিছু অনুসারী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তারা ভাস্কর্য ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন।
পুলিশ জানায়, ইসলামপন্থী সংগঠনের কর্মীরা জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ করেন। তাদের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। কিন্তু হঠাৎ তারা রাস্তায় নেমে পল্টন ক্রসিংয়ের দিকে যাত্রা শুরু করে। পুলিশ তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা পুলিশকে ধাক্কা দিয়ে কাকরাইলের দিকে যাত্রা শুরু করে। এরপর পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, অনুমতি ব্যতীত (ডিএমপি) এলাকায় সভা-সমাবেশ করার নিষেধাজ্ঞা রয়েছে। তারা অনুমতি ছাড়াই রাস্তায় প্রতিবাদ শুরু করে এবং সরকারবিরোধী স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু তারা পুলিশি ব্যারিকেড ভেঙে কাকরাইলের দিকে যাত্রা শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে।
তিনি বলেন, ‘মিছিল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’