শৈলকুপা
শৈলকুপায় ৪০ বিঘা জমির কলাগাছ কেটেছে দুর্বৃত্তরা
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে কলাগাছের ভেলায় করে বাংলাদেশি যুবকের লাশ পাঠালো ভারত
ওই গ্রামের কৃষক শাহীন আলম বলেন, ‘শনিবার সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছগুলো কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাঁদি আসা শুরু করত। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে।’
একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, ‘আমাদের ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছগুলো কেটে দিয়েছে। দ্বন্দ্বের কারণেই কলা গাছগুলো কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা এর বিচার চাই।’
কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমাদের এত বড় ক্ষতি যা পূরণ হবার নয়। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে আমাদের কলাগাছগুলো কেটে ফেলবে। আমরা এর বিচার চাই।’
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, ‘সংবাদ পাওয়ার পর আমরা সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে সামাজিক দ্বন্দ্বের কারণে কলাগাছগুলো কেটে দিয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
আরও পড়ুন: পাবনায় ছাগলের কলাগাছ খাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
৩ মাস আগে
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে বাধা নেই
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এর ফলে আগামী ৫ জুন এই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আরও পড়ুন: দেশব্যাপী অবরোধের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচন চলছে
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী এম. সাঈদ আহমেদ রাজা, আইনজীবী শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ ও আইনজীবী বি এম ইলিয়াস কচি।
অন্যপক্ষে ছিলেন- আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।
গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ মে হাইকোর্ট উপনির্বাচন স্থগিত করে আদেশ দেন।
স্বতন্ত্র প্রার্থীর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে ঝিনাইদহ-১ (শৈলকূপা) নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু ওই নির্বাচনে ভোট গ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঘোষিত ফলাফল বাতিল করতে এবং স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসকে বিজয়ী ঘোষণার দাবিতে করা ইলেকশন পিটিশন হাইকোর্টে বিচারাধীন।
বিচারাধীন ইলেকশন পিটিশন নিষ্পত্তির আগেই উপ-নির্বাচন হয়ে গেলে পিটিশনটি অকার্যকর হয়ে যাবে। সেজন্য উপ-নির্বাচন স্থগিতের আবেদন জানায়। হাইকোর্ট ২১ দিনের জন্য এই উপ-নির্বাচনের সিদ্ধান্ত স্থগিত করেছেন। একইসঙ্গে আগামী রবিবার থেকে ইলেকশন পিটিশনের উপর শুনানির দিন ধার্য করেছেন।
আরও পড়ুন: ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন হাইকোর্টে স্থগিত
পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার। সেই আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত বুধবার আদেশ দেন।
ভোটে কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাস দুলালের পক্ষে হাইকোর্টে করা ইলেকশন পিটিশনে বলা হয়, ভোট গ্রহণ শেষে ৭ জানুয়ারি বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঝিনাইদহ-১ আসনে ৪৯ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয়।
কাস্টিং ভোটের ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সই করা এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ ছিল।
কিন্তু ওই আসনের চূড়ান্ত ফলে ৯ শতাংশ ভোট বেড়ে যায়। ওই আসনে ৫৮ দশমিক ২৭ শতাংশ ভোট পড়েছে বলে উল্লেখ করা হয়।
এ কারণে ১ লাখ ৭৫ হাজার ৮৭৮ ভোট কাস্টিং দেখানো হয়, যা প্রথম প্রতিবেদনের চেয়ে বেশি ২৮ হাজার ৩৮৯ ভোট। এসব ভোট নৌকা প্রতীকে কাস্টিং দেখানো হয়। ঘটনা জানাজানি হওয়ার পর তোলপাড় শুরু হয়।
এরপর ৮ জানুয়ারি ভোটের ফলের গেজেট স্থগিত রাখতে এবং ১০ জানুয়ারি জারিকৃত গেজেট বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করে স্বতন্ত্র প্রার্থী। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে নির্বাচন পূর্ব ও পরবর্তী এসব ঘটনা তুলে ধরে হাইকোর্টে ইলেকশন পিটিশন করেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস।
পরে ওই পিটিশনের শুনানি নিয়ে গত এক ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ দুই মাসের জন্য আব্দুল হাইকে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেন।
একইসঙ্গে এই নির্বাচনে কারচুপি করে ফল ঘোষণার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশন, ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, ইউএনওসহ ১৭ বিবাদীর প্রতি নোটিশ জারি করেন। পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
এদিকে ইলেকশন পিটিশন নিষ্পত্তির আগেই আব্দুল হাই মারা যান। ফলে ওই আসনে উপ-নির্বাচনের ঘোষণা দেয় ইসি।
আরও পড়ুন: ময়মনসিংহ সিটি নির্বাচন ও কুমিল্লা সিটি উপনির্বাচন ৯ মার্চ: ইসি
৫ মাস আগে
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের শৈলকুপায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহত মেহেদী হাসান যশোর জেলা সদরের পুলেরহাট গ্রামের নাসির উদ্দিনের ছেলে। আহতরা হলেন- মোস্তফা কামাল ও পল্লব বিশ্বাস। তারা সবাই যশোরের আবেদিন ইকুপমেন্ট ট্রিটমেন্ট কোম্পানির ৩ জন কর্মচারী।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গাড়াগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিন আরোহী গুরুতর আহত হন।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি নামের ওই যুবক মারা যান। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুরদাস মন্ডল বলেন, লাশ সদর হাসপাতালে আছে। দুর্ঘটনার বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১১ মাস আগে
শৈলকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ৮ ঘণ্টা পর জান্নাতি খাতুন নামে ৬ বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
জান্নাতি উপজেলার বাগুটিয়া গ্রামের খোকন ভুঁইয়ার মেয়ে।
আরও পড়ুন: খুলনায় ডোবা থেকে ১৯ মাসের শিশুর লাশ উদ্ধার
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় জান্নাতি খাতুন। পরে প্রতিবেশিদের সহযোগিতায় গ্রামের প্রায় সবখানে খোঁজাখুঁজির পর পাওয়া যায়নি তাকে। পরে রাতে হঠাৎ বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়। শিশু জান্নাতির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই শিশুর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, শিশুটির হাতে কাটার চিহ্ন আছে। তার পরিবার অভিযোগ করেছে ধর্ষনের পর জান্নাতিকে হত্যা করা হতে পারে। আমরা লাশের সুরাতহাল রিপোর্ট তৈরির সময় ধর্ষণের কোনো আলামত পায়নি। এখন ডাক্তারের মতামত নিয়ে অগ্রসর হব।
তিনি আরও বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত শৈলকুপা থানায় কোন মামলা হয়নি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় নিখোঁজের ৪ ঘণ্টা পর পুকুরে মিলল শিশুর লাশ
১ বছর আগে
শৈলকুপায় দু’পক্ষের সংঘর্ষে ১ জনের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। রবিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি ব্যবসা করতেন।
আরও পড়ুন: বগুড়ায় ছেলের লাশ দেখে বাবার মৃত্যু
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে ভাটই গ্রামের যুবক শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে একই গ্রামের বিল্লাল হোসেনের ভাগ্নে সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন সন্ধ্যায় বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এরই জের ধরে রবিবার বিকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় বিল্লাল হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় বিল্লাল। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাটই পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ বেলায়েত হোসেন বলেন, বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টঅ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
কক্সবাজারে ট্রলারে বিস্ফোরণের ঘটনায় আহত ১ জনের মৃত্যু
১ বছর আগে
শৈলকুপায় সেচ খাল থেকে কৃষকের লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ তজুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষক ইদ্রিস আলী (৪২) ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মণ্ডলের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ার ভেড়ামারায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে পাট জাগ দিতে গিয়ে তার লাশ দেখেন। এরপর তারা ইদ্রিসের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ইদ্রিস আলীর গলায় গামছা পেঁচানো ছিল। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদনের পরই মৃত্যুর কারণ জানা যাবে।
আরও পড়ুন: ববি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
দিনাজপুরে ঢেপা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১ বছর আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের শৈলকুপায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
নিহত মেহেদি হাসান (২৭) ঝিনাইদহ সদর উপজেলার গাড়ামারা গ্রামের রাফিউল ইসলামের ছেলে এবং গাড়ামারা গ্রামের একটি দোকানের কর্মচারী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই যুবক মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদির মৃত্যু হয় এবং আহত হন অপরজন।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে
ইবি শিক্ষকের গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত উম্মে রুকাইয়া সদর উপজেলার মদনডাঙ্গা গ্রামের মনোহর হোসেনের মেয়ে এবং শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ইবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেরিনা খাতুনের গাড়ি শিশু রুকাইয়াকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি তখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।
আরও পড়ুন: ইবিতে পিলারের আঘাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু!
তিনি আরও জানান, রাতে হাসপাতালে নেয়ার পথে রুকাইয়া মারা যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
এ ব্যাপারে শেরিনা খাতুনের বক্তব্য জানতে বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন।
শুক্রবার সকালে উপজেলার মদনডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে রুকাইয়াকে দাফন করা হয়।
আরও পড়ুন: ইবিতে ছাত্রী হেনস্তা, বিচারের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে ইবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
১ বছর আগে
শৈলকুপায় নিখোঁজের ৫ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের পাঁচদিন পর হৃদয় হোসেন (১৬) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের বিলের মাঠের একটি ধানখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হৃদয় হোসেন জাঙ্গালীয়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: নিখোঁজের ৭ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার
কাচেঁরকোল ইউনিয়নের ইউপি সদস্য সেলিম আকতার জানান, ধানখেতের ভিতরে অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, গত পাঁচ দিন আগে মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বের হয় হৃদয়। এরপর থেকেই নিখোঁজ ছিলো সে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তারপরও আমরা লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: নাটোরে নিজ ঘর থেকে আরেক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার
১ বছর আগে
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন
ঝিনাইদহের শৈলকুপার খালকুলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আমজাদ হোসেন (৫০) ওই গ্রামের হোসেন আলীর ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় নৌকাডুবে নিহত ৩
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে চাচাতো ভাইয়ের সঙ্গে আমজাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে তাকে বেধড়ক মারধর করা হয়।
স্থানীয়রা আমজাদ হোসেনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: ফুটবল খেলা চলাকালীন দর্শকদের চাপে ছাদ ধসে যুবকের মৃত্যু
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আসামিরা বর্তমানে পলাতক রয়েছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
২ বছর আগে