হাসাপাতাল
সোনাগাজীতে বসত ঘর থেকে মা-সন্তানের লাশ উদ্ধার
ফেনীর সোনাগাজীতে নিজ বসতঘরে মায়ের ঝুলন্ত ও খাটের উপর থেকে সন্তানের লাশ পাওয়া গেছে।
সোমবার (৫ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহমদপুর গ্রামের কাজিকোনা এলাকা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- ওই এলাকার রিকশাচালক সোহেলের স্ত্রী হাজেরা খাতুন মনি (২৭) ও তার ছেলে মো. ইমরান হোসেন ইয়ামিন (৬)।
অপর সন্তান ইরফান হোসেন আরাফাতকে (১৩ মাস) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ওই নারী তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন। তবে নিহত হাজেরা খাতুন মনির মা আয়েশা আক্তার মেয়ে ও নাতিকে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার জন্য জামাই সোহেলকে দায়ী করেছেন।
তিনি বলেন এনজিও সংস্থা থেকে লাখ টাকা ঋণ নিয়ে না দেওয়াতে ক্ষিপ্ত হয়ে সোহেল হত্যাকাণ্ড ঘটায়।
আরও পড়ুন: রাজশাহীতে বিসিএস পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন জানান, বেশ কিছুদিন ধরে রিকশাচালক সোহেলের পরিবারে কলহ চলছিল। এ নিয়ে প্রায়ই সোহেলের সঙ্গে স্ত্রী মনিরের ঝগড়া হতো। স্থানীয়দের ভাষ্যমতে কলহের জের ধরে গৃহবধূ‚ মনি দুই সন্তানকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন দাইয়ান জানান, পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে ওই ঘর থেকে তার দুই সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
পরে শিশু আরাফাতকে তার পিতা চিকিৎকার জন্য ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: যশোরের জেল পুলিশের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের পুরিরপটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাদিয়ার বাড়ি চট্টগ্রামে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে হাসান আলী স্ত্রী ও মেয়ে সাদিয়াকে নিয়ে পুরিরপটল গ্রামে শ্বশুর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের বাড়িতে ঈদ করতে আসেন। ঘটনার দিন সাদিয়া খেলতে গিয়ে সবার অজান্তে নলকূপের গর্তের পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজা-খুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌনি সেন গুপ্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসাপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বরিশালে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
২ বছর আগে
তিন মাস পর মৃত্যুহীন খুলনার ৫ হাসাপাতাল
গেল তিন মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর পাঁচটি হাসপাতালের করোনা ইউনিটে কোন রোগীর মৃত্যু হয়নি। এর আগে চলতি বছরের ২৫ মে খুলনার করোনা হাসপাতালগুলোতে করোনায় মৃত্যু শূন্য ছিল।
সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা। আর গত ১২ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়েছিল। এছাড়া জেলায় ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল।
আরও পড়ুনঃ সিলেটে নতুন ১২ জনসহ করোনায় ৯৯৬ মৃত্যু
এদিকে খুলনার হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যা। করোনা রোগীর চিকিৎসায় খুলনায় সরকারি তিনটি এবং বেসরকারি দুটি মিলিয়ে ৫টি হাসপাতাল রয়েছে। সোমবার সকাল ৮ টা পর্যন্ত হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ১৫৩ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। তবে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। যার মধ্যে রেড জোনে ২৪ জন, ইয়েলো জোনে ১৯ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনায় কোন রোগীর মৃত্যু হয়নি। আজ সকাল পর্যন্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ২ জন রোগী ভর্তি হয়েছেন। আইসিইউতে রয়েছেন ১০ জন।
আরও পড়ুনঃ করোনায় মারা গেলেন বিএনপি নেতা মাওলানা রশিদ
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ৬ জন, তার মধ্যে ৪ জন পুরুষ, আর ২ জন নারী। গত ২৪ ঘণ্টায় কোন রোগী ভর্তি হয়নি, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।
বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ৮ জন।
আরও পড়ুনঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় মৃত্যু ৬
বেসরকারি গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। গতকাল ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।
৩ বছর আগে
সারাদেশে ১০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে
সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৭৩ জন রাজধানীতে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
৪ বছর আগে
নতুন ৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
৫ বছর আগে
সিরাজগঞ্জে হাসপাতালের যন্ত্রপাতি-আসবাবপত্র ক্রয়ে হরিলুট
সিরাজগঞ্জ, ২৯ অক্টোবর (ইউএনবি)- সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনাকাটায় ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
৫ বছর আগে