ডাব্লিউএইচও
মাঙ্কিপক্সকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা জারির ব্যাপারে ডাব্লিউএইচও’র কমিটি গঠন
আফ্রিকার বাইরেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসাবে বিবেচনা করা উচিত কিনা তা নির্ধারণ করতে বিশেষজ্ঞদের একটি জরুরি কমিটি গঠন করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
মঙ্গলবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন,তিনি ২৩ জুন জরুরি কমিটি আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা ভাইরাসটি আফ্রিকার বাইরের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।
মাঙ্কিপক্সকে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি বিষয় হিসাবে ঘোষণা করা মানে রোগটিকে বিশ্বব্যাপী একটি হুমকি বলে গণ্য করা।
যুক্তরাজ্য সোমবার জানিয়েছে, দেশে মাঙ্কিপক্সের ৪৭০ টি কেস শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই সমকামী বা উভকামী পুরুষদের মধ্যে রয়েছে।
টেড্রোস বলেছেন, ডব্লিউএইচও মাঙ্কিপক্সের টিকা দেয়ার বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।
আরও পড়ুন: ব্রিটেনে আরও ১০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত
ব্রাজিলে আরও একজন মাঙ্কিপক্সে আক্রান্ত
২ বছর আগে
অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ ডোজ টিকা আসছে আজ
জাপান থেকে আজ শনিবার অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাবে বাংলাদেশ।
শুক্রবার অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকা নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
টিকাগুলো ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুনঃ দেশে আর টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
এই চালানসহ এ পর্যন্ত জাপান থেকে ২৪ লাখেরও বেশি টিকা এসেছে।
ডাব্লিউএইচও এর কোভ্যাক্সের আওতায় জাপানের ৩০ লাখ ডোজ টিকা সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে আসছে এই চালান।
আরও পড়ুনঃ দেশে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি স্বাক্ষর
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর সাথে কাউন্সেলর (শ্রম) মো. জাকির হোসেন ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
করোনা ভ্যাকসিন প্রচেষ্টায় বিভিন্ন দেশকে যোগ দেয়ার আহ্বান ডব্লিউএইচও’র
বিশ্বের ১৭০টিরও বেশি দেশ করোনাভাইরাসের বৈশ্বিক ভ্যাকসিন উদ্যোগ ‘কোভ্যাক্স’-এ যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে, শুক্রবারের আগে দেশগুলোকে যোগদানের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেড্রোস আধনম গেব্রিয়াসুস।
৪ বছর আগে