জাপান থেকে আজ শনিবার অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাবে বাংলাদেশ।
শুক্রবার অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট টিকা নিয়ে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে।
টিকাগুলো ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুনঃ দেশে আর টিকার ঘাটতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
এই চালানসহ এ পর্যন্ত জাপান থেকে ২৪ লাখেরও বেশি টিকা এসেছে।
ডাব্লিউএইচও এর কোভ্যাক্সের আওতায় জাপানের ৩০ লাখ ডোজ টিকা সরবরাহের অঙ্গীকারের অংশ হিসেবে আসছে এই চালান।
আরও পড়ুনঃ দেশে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে চুক্তি স্বাক্ষর
জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর সাথে কাউন্সেলর (শ্রম) মো. জাকির হোসেন ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) আরিফ মোহাম্মদ উপস্থিত ছিলেন।