ধাওয়া পাল্টা ধাওয়া
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছ পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতা-কর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছেন।
আটকতদের মধ্যে চারজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে অন্তত ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে সাত জনকে আটক করেছে।
সিএমপির কোতোয়ালি জোনের এসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি বিএনপির প্রধান চ্যালেঞ্জ
চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির ১৫ নেতার জামিন
১৬০৫ দিন আগে
সৈয়দপুরে কাউন্সিলর প্রার্থীদের সহিংসতায় নিহত ১
সৈয়দপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় রবিবার একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
১৭৯১ দিন আগে
হবিগঞ্জে বিএনপির ইউনিয়ন কাউন্সিলে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশসহ আহত ১০
অনুমতি না নেয়ায় পুলিশের বাধার মুখে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিন পুলিশসহ ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
১৮২৪ দিন আগে
বগুড়ায় বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ, ধাওয়া পাল্টা ধাওয়া
বগুড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে মঙ্গলবার পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
১৯৫০ দিন আগে