বিএনপি নেতা-কর্মীরা জানান, দুপুর ১২টায় বগুড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপির যৌথ প্রতিনিধি সভা জেলা আহ্বায়ক ও সদরের সংসদ সদস্য গোলাম মো. সিরাজের সভাপতিত্বে শুরু হয়।
সভা চলাকালে দুপুর ১টার দিকে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিতদের পক্ষে কিছু নেতা-কর্মী সভাস্থলে প্রবেশ করে কমিটি বাতিল দাবি করে কয়েকটি চেয়ার ভাঙচুর করে। এ সময় দলের নেতারা তাদের সেখান থেকে বের করে দেন।
পরে তাদের সমর্থকরা এ খবর জানতে পেরে আরও কিছু যুবক দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ধাওয়া করলে তারাও পাল্টা ধাওয়া দেয়। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেলের আঘাতে তিনজন আহত হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপি নিয়ন্ত্রণে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই সদস্য বর্তমানে কারাবন্দি এমআর ইসলাম স্বাধীন ও মীর শাহে আলমের মধ্যে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে বিএনপি নেতা মীর শাহে আলম বলেন, ‘কমিটি নিয়ে কোনো বিরোধ নেই।’
জেলা বিএনপির মুখপাত্র কেএম খায়রুল বাশার জানান, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত নেতাদের সমর্থকরা সভাস্থলে প্রবেশ করলে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।