লাকসাম
লাকসামে মাটিকাটা নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি নিহত
কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে মো. শহিদুল্লাহ সরু নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৭ অক্টোবর) লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এই ঘটনা ঘটে। শহিদুল্লাহ আমুদা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
জানা গেছে, শহিদুল্লাহ রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামত করছিলেন। মাটি কাটা অবস্থায় প্রতিবেশী শহিদ উল্লাহ এসে তার জমি থেকে মাটি কাটতে বাধা দিলে একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়।
সংঘর্ষের একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়ে শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
১৫৭ দিন আগে
কুমিল্লায় সদ্য বসানো নলকূপ দিয়ে বের হচ্ছে গ্যাস
কুমিল্লার লাকসামে সদ্য বসানো একটি নলকূপ থেকে দিন-রাত অনবরত গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে।
উপজেলার আজগরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটার পূর্ব পাড়া আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
রবিবার (১৭ ডিসেম্বর) ঘটনাস্থলে গিয়ে দেখা যায় উৎসুক লোকজনের ভিড়। পাশেই বসানো নলকূপ থেকে পানি ও স্বশব্দে গ্যাস বের হচ্ছে।
লোকজন নলকূপের গ্যাসে আগুন ধরিয়ে দিলে অনর্গল জ্বলতে থাকে।
বাড়ির মালিক আবুল কালাম বলেন, আমার ভাগ্নেকে থাকার জন্য এ জায়গাটা দিয়েছি। তারা সেখানে ঘর উঠাচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে মিস্ত্রিরা নলকূপটি বসায়। বেলা ১১টায় কাজ শেষ করার পর দেখা যায়, কোনো চাপ ছাড়াই পানি পড়ছে। নলকূপের মুখ দিয়ে গ্যাসও বের হচ্ছে। এ সময় ছেলেরা গ্যাসের মধ্যে দেয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফারণে দগ্ধ ১০
অবৈধ গ্যাস সংযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
৪৭১ দিন আগে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২০
কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর এলাকায় বুধবার সন্ধ্যায় বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
নিহত সিফাত হোসেন (২৫ বছর) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে।
লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ভূঁইয়া জানান, যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে এক যুবক নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় স্টাফ বাসে আগুন
কুমিল্লায় ঘরের উপর গাছ পড়ে নিহত ২
৪৭৬ দিন আগে
কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুর মৃত্যু
কুমিল্লার লাকসাম উপজেলার বিজয়পুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়পুরের কাছে ঢাকা-চট্টগ্রাম রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে নিহত নারী ও শিশু ওই এলাকায় ভিক্ষা করতেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে প্রাইভেটকার চালক নিহত
মগবাজারে ট্রেনে কাটা পড়ে পুলিশ সদস্যের মৃত্যু
৬১৬ দিন আগে
কুমিল্লায় বিদ্যালয়ের সব শিক্ষকের করোনা শনাক্ত, বন্ধ ঘোষণা
কুমিল্লার লাকসামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষকের করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি বন্ধ ঘোষাণা করা হয়েছে।
প্রধান শিক্ষকসহ সবাই লাকসামের পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মঙ্গলবার বেলা ১১টায় স্কুলের প্রধান শিক্ষকসহ পর্যায়ক্রমে সবাই করোনা পরীক্ষা করলে তাদের পজিটিভ আসে।
লাকসাম উপলেজলা শিক্ষা অফিসার আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত শিক্ষকরা হলেন, স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী শাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম।
আরও পড়ুন: উপাচার্য পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের
প্রধান শিক্ষক সম্পা রানী সাহা বলেন, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রবিবার আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলেও পরদিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি। মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যাই। দুই জনেরই ফল পজিটিভ আসে। পরে স্কুলে এসে অন্যান্য শিক্ষকদের নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাদের সবার করোনা পজিটিভ আসায় বিষয়টি লাকসাম উপলেজলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুনকে আবগত করি। পরবর্তীতে তিনি স্কুল বন্ধের ঘোষণা দেন।
লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে আমরা দুপুর ১২টায় প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে তিনি জানান।
পশ্চিমগাঁও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৬০০ শিক্ষার্থী রয়েছে।
কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: দেশে করোনা রোগীর ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত
১১৭০ দিন আগে
লাকসামে অর্থের বিনিময়ে ৪৮ জন ‘অমুক্তিযোদ্ধা’কে তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ
কুমিল্লার লাকসামে ৪৮ জন ‘অমুক্তিযোদ্ধা’কে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৩০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষরিতপত্র মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
১৪৯৩ দিন আগে
লাকসাম মুক্ত দিবস আজ
আজ ১১ ডিসেম্বর কুমিল্লার লাকসাম উপজেলা (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশ) মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে লাকসাম হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ভুঁইয়ার স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অঞ্চলকে শত্রুমুক্ত ঘোষণা করেন স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধারা।
১৫৭৩ দিন আগে
কুমিল্লায় কারো খাবার নেই, কারো নেই ঘর
কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রাম। এই গ্রামে ২০ জনের মতো মানুষ হাত পেতে জীবন ধারণ করেন। তাদের কারো ঘরে খাবার নেই, আবার কারো নেই ঘর।
১৮২৮ দিন আগে
লাকসামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
কুমিল্লার লাকসামে শনিবার বিকালে নোয়াখালীগামী ডেমু ট্রেনে কাটা পড়ে জ্যোতি লাল দাস (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
১৯০১ দিন আগে