জুয়াড়ি
নারায়ণগঞ্জে ৫ জুয়াড়ি আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুয়ার আস্তানায় বিশেষ অভিযান পাঁচ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরাঞ্জামাদি ও জুয়া খেলার নগদ ৯ হাজার ৭০০ টাকা জব্দের দাবি করেছে র্যাব।
উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া কড়াইতলা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আরও পড়ুনঃ ঢাকা বিমানবন্দরে ৯ হাজার ইয়াবাসহ আটক ১
আটককৃতরা হলেন- মো. ফরিদ হোসেন (৩৯), আতিক বাহাদুর (২৮), মো. মিলন ইমন (২৯), আলাউদ্দিন আল রোমান (৪০) ও মো. মেহেদী হাসান ইব্রাহিম (২৮)।
র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ জুয়াড়ি চক্রটি দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি পশ্চিমপাড়া কড়াইতলা এলাকায় প্রকাশ্য জুয়ার আসর চালিয়ে আসছিল। এই আসরে ২০ থেকে ৩০ জন নিয়মিত অবৈধ প্রকাশ্য জুয়া খেলায় অংশ নিতো এবং সেখানে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো। উপস্থিত স্বাক্ষী ও স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, এই জুয়ার আসরে নিষিদ্ধ জুয়া খেলায় অংশগ্রহণ করতে সাম্প্রতিক সময়ে জুয়াড়িরা টাকা সংগ্রহের জন্য চুরি ও ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করে আসছিলেন।
আরও পড়ুনঃ নেত্রকোণায় ১০ জুয়াড়ি আটক
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১৬০৯ দিন আগে
নেত্রকোণায় ১০ জুয়াড়ি আটক
জেলার কলমাকান্দায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ ১০ জুয়ারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় উপজেলার কৈলাটী ইউনিয়নের ক্ষুদ্র সিধলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার দিকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ টাকাসহ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন উপজেলার কৈলাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী খান (৪৮), মো. অসিম মিয়া (৩৮), আনু ফকির (৩৮), মো. জিয়াউর রহমান (৩৮), রুবেল তালুকদার (৩২), জনি রায় (২৯), আবুল কালাম (৪০), হানিফ মিয়া (৪০), হাবিবুর রহমান (৪১) ও মো. আব্দুল করিম (২৯)।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৬ জুয়াড়ি আটক
নেত্রকোণা ডিবির ওসি এ.টি.এম. মাহমুদুল হক জুয়ার আসর থেকে ১০ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, খেলার সরঞ্জামাদিসহ নগদ ১৭ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
ধারের টাকা শোধ করতে না পারায় ‘জুয়াড়ির’ স্ত্রীকে তিন মাস ধরে ‘ধর্ষণ’
১৬১৪ দিন আগে
চট্টগ্রামে ফুটবলের বদলে জুয়ার আড্ডা, গ্রেপ্তার ১৯
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এম.এ. আজিজ স্টেডিয়ামস্থ রেফারি সমিতির অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলারত ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮ প্যাকেট তাস (প্লেইং কার্ড) ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ পৌনে ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
বুধবার তাদের আদালতে তোলা হবে। মঙ্গলবার রাতে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ভবনের দ্বিতীয় তলায় কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান চালায়।
আরও পড়ুন: রাজধানীর তেজগাঁওয়ে র্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, দীর্ঘ দিন ধরে একটি চক্র স্টেডিয়াম এলাকাকে জুয়াসহ নানা অপরাধের নিরাপদ ঘাটি বানিয়েছিল। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে স্টেডিয়াম রেফারি সমিতির অফিস সংলগ্ন ‘চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমী’র অফিস কক্ষে টাকার বিনিময়ে জুয়া খেলারত ১৯ জনকে আটক করা হয়। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৮ প্যাকেট তাস ও ৬ লাখ ৭৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুন : সাভারে র্যাবের অভিযানে জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জুয়াড়িরা বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পিছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা বসিয়ে জুয়ার আসর বসায় বলে স্বীকার করে।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২) এবং এমরান উদ্দীন (৫০)।
১৬৬৮ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ৬ জুয়াড়ি আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে সদর উপজেলার দ্বারিয়াপুর ঈদগাহপাড়া এলাকা থেকে বুধবার রাতে ছয় জুয়াড়িকে আটক করেছে র্যাব।
তারা হলেন- ঈদগাহপাড়ার শরিফুল ইসলামের দুই ছেলে তানভির আহম্মেদ সাগর (২১) ও মেরাজ (১৮), একই এলাকার আজম আলীর ছেলে ফুয়াদ আলী (২১), মৃত আক্তার উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৯), হরিপুর শিবপুর এলাকার শুকুদ্দির ছেলে হাসান আলী সজিব (১৯), রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটা হাসপাতালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)।
আরও পড়ুন: হেফাজতের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশ-র্যাবের ৬ মামলা
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বুধবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
ঘটনাস্থল থেকে দুই সেট প্লেয়িং কার্ড, নগদ ৭ হাজার ১৪৫ টাকা, ৪ গ্রাম গাঁজা, তিনটি কলকি ও গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে মাদকবিরোধী অভিযানে ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ
বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল র্যাব সদস্যের হাত
১৬৯৫ দিন আগে
চাঁপাইনবাবগঞ্জে ১৩ জুয়াড়ি আটক
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ১৩ জুয়াড়িকে আটক করেছে র্যাব।
১৭৫৭ দিন আগে
ধারের টাকা শোধ করতে না পারায় ‘জুয়াড়ির’ স্ত্রীকে তিন মাস ধরে ‘ধর্ষণ’
জুয়ার আসরে ধার নেয়া টাকা পরিশোধ করতে না পারায় গাইবান্ধার সুন্দরগঞ্জে এক নারীকে টানা তিন মাস ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
১৭৬২ দিন আগে
জুয়াড়ি সন্দেহে চট্টগ্রাম স্টেডিয়াম এলাকা থেকে ৩ ভারতীয় আটক
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচ চলাকালীন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকা থেকে আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে জড়িত সন্দেহে শনিবার তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
১৭৮৪ দিন আগে
ঠাকুরগাঁওয়ে ৫ জুয়াড়ি আটক
রানীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
১৯১৯ দিন আগে
চাঁদপুরে পৌর আ’লীগ সভাপতিসহ ৪ জুয়াড়ি আটক
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগ সভাপতি মোতাহার হোসেনসহ (৫০) চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
২২৪৭ দিন আগে