চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে সদর উপজেলার দ্বারিয়াপুর ঈদগাহপাড়া এলাকা থেকে বুধবার রাতে ছয় জুয়াড়িকে আটক করেছে র্যাব।
তারা হলেন- ঈদগাহপাড়ার শরিফুল ইসলামের দুই ছেলে তানভির আহম্মেদ সাগর (২১) ও মেরাজ (১৮), একই এলাকার আজম আলীর ছেলে ফুয়াদ আলী (২১), মৃত আক্তার উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৩৯), হরিপুর শিবপুর এলাকার শুকুদ্দির ছেলে হাসান আলী সজিব (১৯), রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বালিয়াঘাটা হাসপাতালপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৬)।
আরও পড়ুন: হেফাজতের হরতাল: নারায়ণগঞ্জে পুলিশ-র্যাবের ৬ মামলা
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল বুধবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর ঈদগাহপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ঘরের ভেতর থেকে জুয়া খেলারত অবস্থায় ছয়জনকে আটক করা হয়।
আরও পড়ুন:অস্ত্রসহ জয়পুরহাটে চরমপন্থী ‘কাদামাটি’ গ্রুপের ২ সদস্য আটক
ঘটনাস্থল থেকে দুই সেট প্লেয়িং কার্ড, নগদ ৭ হাজার ১৪৫ টাকা, ৪ গ্রাম গাঁজা, তিনটি কলকি ও গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে মাদকবিরোধী অভিযানে ২ র্যাব সদস্য গুলিবিদ্ধ
বোমা নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, উড়ে গেল র্যাব সদস্যের হাত