নগরীর সাগরিকা এলাকায় স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে তাদের আটক করে গোয়েন্দা সংস্থা এনএসআই।
তারা হলেন- সুনীল কুমার (৩৮), চ্যাটান শর্মা (৩৩) ও সানী ম্যাগু (৩২)। তাদের বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, 'তিনজনকে আটক করে এনএসআই সদস্যরা থানায় নিয়ে এসেছে। বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জুয়াড়ি চক্র খেলা নিয়ে সক্রিয়। সেই নেটওয়ার্কের সদস্য আটক তিন ভারতীয় নাগরিক, এমনই ধারণা করছে এনএসআই।'
আটক হওয়া ভারতীয়দের কাছে কিছু ভিডিও পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, 'তাদের কাছে জুয়া সংক্রান্ত তেমন কিছু পাওয়া যায়নি। তবে মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। যদি তারা সত্যিকার অর্থেই জুয়াড়ি হয়ে থাকে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। তারা বৈধভাবে বাংলাদেশে এসেছে কিনা, এটাও দেখা হবে।'
আরও পড়ুন: চট্টগ্রাম টেস্ট: জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান, টাইগারদের ৭ উইকেট
এদিকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ৩৯৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে।
শেষ দিনে এই ম্যাচটি জিততে সফরকারীদের প্রয়োজন ২৮৫ রান। অন্যদিকে সাত উইকেট নিলেই দুই ম্যাচের সিরিজে এগিয়ে যাবে টাইগাররা।
দিন শেষে অপরাজিত আছেন এনক্রুমা বোনার ও কাইল মায়ার্স। তাদের রান যথাক্রমে ১৫ ও ৩৭।
বাংলাদেশের পক্ষে মেহেদী ৫২ রানে তিন উইকেট নিয়েছেন।
এর আগে টাইগাররা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ৩ উইকেটে ৪৭ রান সংগহ করে। জয়ের প্রত্যাশায় ক্যারিবিয়ানদের সামনে ভালো লক্ষ্য ছুড়ে দিতে টেস্টের চতুর্থ দিন শনিবার সকালে প্রথম সেশনে ব্যাটিংয়ে নামেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
কর্নওয়ালের বলে এলবিডব্লু হয়ে ৪৭ বলে মাত্র ১৮ রান করেই মুশফিক মাঠ ছাড়লেও, নিজের ৪১তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো শতক স্পর্শ করেন মুমিনুল হক। ১৮২ বলে ১১৫ রান করে আউট হন তিনি। এছাড়া ১১২ বলে ৬৯ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। এই মাঠে মুমিনুলের এটি সপ্তম সেঞ্চুরি।
মুমিনুলের দশম শতকের আগে লিটন দাস টেস্টে নিজের ষষ্ঠ ফিফটি করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ আট উইকেটে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রাহকিম কর্নওয়েল এবং জমেল ওয়ারিকান তিনটি করে এবং শ্যানন গ্যাব্রিয়েল দুটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন: বিসিবিতে নতুন ভূমিকায় আসতে যাচ্ছেন শাহরিয়ার নাফীস
ক্রিকেটের নির্দিষ্ট বল দিয়েই ক্রিকেট খেলতে হবে: মাশরাফি
ডানহাতি অলরাউন্ডার মেহেদীর সেঞ্চুরির সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৪৩০ রানে। মেহেদী আট নম্বরে নেমে ১৬৮ বলে ১৩ বাউন্ডারিতে ১০৩ রান করেন।
পরে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৫৯ রানে গুটিয়ে দিয়ে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট শুরু করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ (প্রথম ইনিংস) ৪৩০/১০ (মেহেদী ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯), জমেল ৪/১৩৩, কর্নওয়েল ২/১১৪।
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস) ২৫৯/১০ (ব্রাথওয়েট ৭৬, ব্ল্যাকউড ৬৮, যশুয়া দা সিলভা ৪২ ), মেহেদী ৪/৫৮, মোস্তাফিজ ২/৪৬।
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) ২২৩/৮ (মুমিনুল ১১৫, লিটন ৬৯), ওয়ারিকান ৩/৫৭ কর্নওয়েল ৩/৮১, ।
ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস) ১১০/৩ (মায়ার্স ৩৭*, বোনার ১৫), মেহেদী ৩/৫২।