চাল সংগ্রহ
আমন মৌসুমে ৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আউশ ধানের চাষ বেশি হওযায় চাল আমদানির প্রয়োজন হবে না: খাদ্যমন্ত্রী
রবিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ে আয়োজিত খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের (এফপিএমইউ) সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, কর্মসূচির আওতায় প্রতি কেজি যথাক্রমে- ৩০ টাকা, ৪৪ টাকা ও ৪৩ টাকা দরে ২ লাখ টন ধান, ৪ লাখ টন সিদ্ধ ও বাকি ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে।
মন্ত্রী আরও জানান, নভেম্বরের শেষ দিকে ক্রয় অভিযান শুরু হবে।
আরও পড়ুন: অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে: খাদ্যমন্ত্রী
পিঠা-পুলি বাঙালির চিরায়ত ঐতিহ্যের অংশ: খাদ্যমন্ত্রী
১ বছর আগে
সাড়ে ১৬ লাখ টন বোরো ধান ও চাল সংগ্রহ করবে সরকার
আসন্ন বোরো মৌসুমে চার লাখ টন ধান, ১২ লাখ ৫০ হাজার টন সেদ্ধ চাল ও এক লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
বোরো ধান ও চাল সংগ্রহ ৭ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
বোরো ধানের ক্রয়মূল্য কেজিতে ৩০ টাকা, সেদ্ধ চাল ৪৪ টাকা এবং গমের ক্রয়মূল্য ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২২ সালে কেজিতে ধানের দাম ছিল ২৭ টাকা, সেদ্ধ চালের দাম ছিল ৪০ টাকা এবং গমের দাম ছিল ২৮ টাকা।
আরও পড়ুন: খুলনাঞ্চলের বোরো ধানে পোকার আক্রমণ: লোকসানের শঙ্কায় চাষিরা
বৃহস্পতিবার মন্ত্রীপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সভায় অংশ নেন।
সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কোমর পানিতে বোরো ধান কাটছে চরাঞ্চলের চাষিরা
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় অর্জিত হয়নি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা
ব্রাহ্মণবাড়িয়ায় চাল সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জেলা খাদ্য বিভাগ। এবার নির্ধারিত লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৪২ শতাংশ চাল সংগ্রহ করা হয়েছে।
৪ বছর আগে