খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, চলতি আমন মৌসুমে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৭ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আউশ ধানের চাষ বেশি হওযায় চাল আমদানির প্রয়োজন হবে না: খাদ্যমন্ত্রী
রবিবার (৮ অক্টোবর) মন্ত্রণালয়ে আয়োজিত খাদ্য পরিকল্পনা ও মনিটরিং ইউনিটের (এফপিএমইউ) সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, কর্মসূচির আওতায় প্রতি কেজি যথাক্রমে- ৩০ টাকা, ৪৪ টাকা ও ৪৩ টাকা দরে ২ লাখ টন ধান, ৪ লাখ টন সিদ্ধ ও বাকি ১ লাখ টন আতপ চাল সংগ্রহ করা হবে।
মন্ত্রী আরও জানান, নভেম্বরের শেষ দিকে ক্রয় অভিযান শুরু হবে।