পুলিশি নির্যাতন
রায়হান হত্যা: অভিযোগ গঠন ফের পেছাল
সিলেটে পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার অভিযোগ গঠন ফের পিছিয়েছে। রাষ্ট্রপক্ষ প্রস্তুত না থাকায় মঙ্গলবার (১২ এপ্রিল) ধার্য তারিখে মামলার চার্জ গঠন হয়নি বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী সুমন পারভেজ। আদালত আগামী ১৮ এপ্রিল চার্জ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে রায়হান হত্যা মামলার প্রধান আসামি বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (বরখাস্তকৃত) এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ সকল আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয়। পরে তাদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১০ অক্টোবর দিবাগত রাতে নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে সিলেট নগরীর কাস্টঘর এলাকা থেকে পুলিশ ধরে এনে বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন চালায়। পুলিশের দাবি ছিল রায়হান ছিনতাইকারী ও মাদক কারবারি। নির্যাতনে গুরুতর অসুস্থ হলে পরদিন ১১ অক্টোবর ভোরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পরই হাসপাতালে মারা যান রায়হান।
এ ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। পরে পিবিআই গত বছরের ৫ মে রায়হান হত্যার প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া, সাময়িক বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আবদুল্লাহ আল নোমানের বিরুদ্ধে চার্জশিট দেয়। চলতি বছরের ৮ মার্চ সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচার আবদুল মোমেনের আদালতে বহুল আলোচিত এ মামলাটি উপস্থাপন করা হলে বিচারক মামলার বিচার কাজ পরিচালনার জন্য সিলেটের মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন: সিলেটে রায়হান হত্যা: পলাতক নোমানের অনুপস্থিতিতেই বিচার শুরু হচ্ছে
রায়হান হত্যার এক বছর: এখনও শুরু হয়নি বিচার কাজ
২ বছর আগে
রংপুরে ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন হাইকোর্টের
রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছেন হাইকোর্ট। বুধবার (৮ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রংপুরের জেলা ও দায়রা জজের নেতৃত্বে রংপুরের কমিটিতে থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ কমিশনার। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটিকে একটি রিপোর্ট আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আদালতে রিটের শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
আরও পড়ুন: রংপুরে ‘পুলিশি নির্যাতনে’ মৃত্যু: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশ
অমিত দাশ গুপ্ত জানিয়েছেন, হাইকোর্ট তাজুল ইসলামের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
এর আগে গত ৩ ডিসেম্বর রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশের গঠন করা তদন্ত কমিটির রিপোর্ট দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। এর ধারাবাহিকতায় এই অনুসন্ধান কমিটি গঠন করে দেন হাইকোর্ট।
গত ১ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম নামের ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। পরের দিন গত ২ নভেম্বর এ ঘটনা নিয়ে পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে রংপুরের হারাগাছে পুলিশের বিরুদ্ধে তাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চান হাইকোর্ট।
ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
আরও পড়ুন: পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা টেকনাফে গ্রেপ্তার
৩ বছর আগে
পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর তদন্ত ২ সপ্তাহে শেষ হচ্ছে
সিলেটে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত দুই সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
৪ বছর আগে
সিলেটে রায়হান হত্যা: এএসআই আশেক এলাহী গ্রেপ্তার
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নামের যুবক নিহতের মামলায় এই ফাঁড়ির সাময়িক বহিষ্কৃত এএসআই আশেক এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৪ বছর আগে
রায়হান হত্যার ঘটনায় লজ্জিত এসএমপির নতুন কমিশনার
রায়হান খুনের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার নিশারুল আরিফ বলেছেন, ‘যে ঘটনা ঘটেছে, তা অনপ্রিভেত, অপ্রত্যাশিত। পুলিশ কর্মকর্তা-কর্মচারী যারা জড়িত আছে তাদের এই কর্মকাণ্ডে আমি লজ্জিত।’
৪ বছর আগে
ব্ল্যাক লাইভস ম্যাটার: পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সরব আমেরিকা
এই তো ক’দিন আগেই দেশজুড়ে সদ্য প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশের নানা কুকীর্তির বিবরণ নিয়ে মানুষ বেশ সরব ছিল। ঢাকা ট্রিবিউন বলছে, ‘বন্দুকযুদ্ধ’, ‘ক্রসফায়ার’ অথবা ‘শ্যুটআউটের’ নামে কক্সবাজারে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ৫৬ শতাংশ একাই করেছেন ওসি প্রদীপ। ঠিক এ সময়টাতেই আমেরিকাজুড়ে আন্দোলনের জোয়ার। সাম্প্রকিত ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অন্দোলনের মূল স্পিরিটই হলো, পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ।
৪ বছর আগে
‘পুলিশ হেফাজতে’ চোখ হারানো শাহজালালের ২ বছরের জেল
খুলনায় ‘পুলিশ হেফাজতে’ দুই চোখ উপড়ে ফেলার অভিযোগকারী যুবক শাহজালালকে ছিনতাই মামলায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
৫ বছর আগে