রোহিত শর্মা
কোহলির পর রোহিতেরও অবসরের ঘোষণা
ভারতের ক্রিকেট সমর্থকদের ১৭ বছরের শিরোপা খরা ঘুচিয়ে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। এবার তার সুরে সুর বাঁধলেন অধিনায়ক রোহিত শর্মা।
ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ভারতের জার্সিতে তাকেও আর দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন রোহিত। তবে টি-টোয়েন্টিতে না খেললেও ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘এটি আমারও শেষ (টি-টোয়েন্টি) ম্যাচ ছিল। বিদায় বলার জন্য এর চেয়ে আর ভালো সময় হতে পারে না।’
‘টি-টোয়েন্টি দিয়েই ভারতের জার্সিতে আমার অভিষেক হয়েছিল। আর এটিই চেয়েছিলাম আমি। (বিশ্ব) কাপ জিততে চেয়েছিলাম আমি।’
আরও পড়ুন: বিশ্বকাপ জিতেই অবসরের ঘোষণা কোহলির
তিনি বলেন, ‘এই ট্রফিটি জিততে আমি একেবারে মরিয়া হয়ে ছিলাম। তাই এটি জেতার পর আমার অনুভূতি এখন কেমন, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
১৫৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাটের সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা। ৪ হাজার ২৩১ রান সংগ্রহকালে টি-টোয়েন্টির সর্বোচ্চ ৫টি সেঞ্চুরিও তার দখলে। সদ্য সমাপ্ত বিশ্বকাপ আসরেও ১৫৬.৭ স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান (২৫৭) সংগ্রাহক হিটম্যান।
২০০৭ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রোহিত, আর ক্যারিয়ার শেষ করলেন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে।
আরও পড়ুন: দেড় যুগের অপেক্ষার অবসান, টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারত
৫ মাস আগে
রোহিতের তাণ্ডবে দুর্জয় লক্ষ্যের সামনে অস্ট্রেলিয়া
ভারতের বিপক্ষে জয়, নাহলে ন্যূনতম ব্যবধানে হার- এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেও ম্যাচটি কঠিন করে ফেলেছে অস্ট্রেলিয়া। মূলত সময়মতো ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডব থামাতে ব্যর্থ হয়ে বিশাল লক্ষ্যের সামনে পড়ে গেছে তারা।
টস হেরে শুরুতে ব্যাটিং করে রান পাহাড়ে চড়েছে ভারত। রোহিতের ৪১ বলে ৯২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে অজিদের ২০৬ রানের লক্ষ্য দিয়েছে তারা।
রোহিতের দুর্দান্ত ইনিংসটি ছিল ৮টি ছক্কা ও ৭টি চারের মারে সাজানো। এছাড়া সূর্যকুমার যাদব ১৫ বলে ৩১ রান এবং একই সংখ্যক বল মোকাবিলা করে অপরাজিত ২৭ রানের ক্যামিও ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে শিবম দুবে ২৮ রানের ধৈর্য্যশীল ইনিংসটিও বড় লক্ষ্য গড়তে ভূমিকা রাখে।
আরও পড়ুন: বাটলারের ব্যাটিং ঝড়ে উড়ে গেল যুক্তরাষ্ট্র, সেমিতে ইংল্যান্ড
অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক চার ওভারে ৪৫ রান খরচায় দুই উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন মার্কাস স্টয়নিসও, তিনি দিয়েছেন ৫৬ রান। তবে নিয়ন্ত্রিত বোলিং করেন জশ হেজলউড। রান ফোয়ারার ইনিংসেও চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।
ইনিংসের শুরুতে বিরাট কোহলিকে হেজলউড শূন্য রানে ফিরে দিলেও উইকেটে তার অনুপস্থিতি টেরই পেতে দেননি রোহিত। দ্বিতীয় ওভারে কোহলি ফিরে গেলে পরের ওভারে চারটি ছক্কা ও একটি চার মেরে স্টার্কের কাছ থেকে ২৯ রান সংগ্রহ করেন রোহিত। ব্যাটিং ঝড় ধরে রেখে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। এটিই চলমান বিশ্বকাপে সবচেয়ে দ্রুত হাফ সেঞ্চুরির রেকর্ড।
এরপর একই গতিতে সেঞ্চুরির দিকে এগোন তিনি। মাঝে অষ্টম ওভারের শেষ বলে মার্কাস স্টয়নিসের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এতক্ষণ তাকে যোগ্য সঙ্গ দিয়ে আসা ঋষভ পান্ত। ১৪ বলে ১৫ রান করে তিনি আউট হলে ৯৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।
এরপর সূর্যকুমার একে রোহিতের সঙ্গে তাল দেন। পিটিয়ে খেলা শুরু করেন তিনিও। দুজনের ব্যাটিং তাণ্ডবে প্রথম দশ ওভারে ১১৪ রান তোলে ভারত। এরপর দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে স্টার্কের ইয়র্কারে বোল্ড হয়ে ফিরতে হয় রোহিতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও এই ফরম্যাটের বিশ্বকাপের ইতিহাসে নিজের সেরা ইনিংসটি খেলে বিদায় নেন তিনি।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ৮৩। সেটিও চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করে রেকর্ড বইয়ে আরও একবার নাম লেখান তিনি। এই তালিকায় ১০১ রান নিয়ে শীর্ষে রয়েছেন সুরেশ রাইনা। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি এই রেকর্ড করেন।
এরপর শিবম দুবে এসেও রানের ধারা অব্যাহত রাখেন। তবে ১৪.৩ ওভারে সূর্যকুমার ফিরে গেলে রানের চাকা কিছুটা স্লথ হয়ে যায়। তারপরও হার্দিক পান্ডিয়াকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন দুবে। ১৯তম ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে পরের বলে সিঙ্গেল নিয়ে দুবে স্ট্রাইক দেন হার্দিক। তিনিও মেরে খেলতে চাইলে চতুর্থ বলে ক্যাচ হয়ে যান। ফেরার আগে ২২ বলে ২৮ রান করেন তিনি।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ‘মহা গুরুত্বপূর্ণ’ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভারত
এরপর রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে ইনিংস শেষ করেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে দুটি ছক্কা ও একটি চারে ২৭ রানে অপরাজিত থাকেন তিনি। জাদেজা মাত্র ৫ বল খেলার সুযোগ পান। এর মধ্যে একটি ছক্কা মেরে ৯ রান করেন তিনি।
শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রান করে মাঠ ছাড়ে ভারত। ফলে জিততে হলে এই লক্ষ্য টপকাতে হবে ওয়ার্নার-ট্যাভিস হেডদের। কিন্তু বুমরাহ-কুলদীপদের বোলিংয়ের সামনে কাজটি করে দেখানো যে কতটা কঠিন, তা চলতি বিশ্বকাপে ভারতের খেলা দেখা সবাই জানেন। ফলে দুর্জয় এই লক্ষ্য মোকাবিলা করে সেমির টিকিট নিশ্চিত করতে পারবে কি না অস্ট্রেলিয়া, তা তাদের ব্যাটারদের ওপর নির্ভর করছে এখন।
৫ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে ভারত
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের-২০২৩ লিগ খেলার শেষ ম্যাচে রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারত আটটি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, যারা টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল।
সেমিফাইনালের আগে লিগ পর্বে ক্লিন সুইপ করার লক্ষ্যে নিয়ে খেলছে ভারত।
দুইবারের চ্যাম্পিয়ন ভারত আগামী ১৫ নভেম্বর মুম্বাইয়ে প্রথম সেমিফাইনালে চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ১৬ নভেম্বর কলকাতায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে, লিগ পর্বে তারা তৃতীয় স্থানে রয়েছে।
আট ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে দুই জয় নিয়ে নেদারল্যান্ডসের পয়েন্ট চার।
নেদারল্যান্ডস পয়েন্ট টেবিলে দশম স্থানে রয়েছে এবং ছয় পয়েন্টে পৌঁছাতে এবং অষ্টম স্থানে থাকা বাংলাদেশকে ছাড়িয়ে যেতে ভারতের বিপক্ষে একটি জয় প্রয়োজন তাদের। এতে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের যোগ্যতা নিশ্চিত করবে।
এই বিশ্বকাপের লিগ পর্বের শীর্ষ আট দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।
ভারত ও নেদারল্যান্ডস উভয়ই তাদের আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দীপাবলির শুভ উৎসবের দিনে ভারতের ম্যাচে উপচে পড়া ভিড় কাম্য।
তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি আজও স্পটলাইটে থাকবেন। তিনি আট ম্যাচে ৫৪৩ রান করেছেন, এখন পর্যন্ত টুর্নামেন্টে যা তৃতীয় সর্বোচ্চ।
আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, তিনি বর্তমানে ৪৯টি ওডিআই সেঞ্চুরি করে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন।
রবিবার ঘরের মাঠে রেকর্ড ৫০তম সেঞ্চুরির প্রত্যাশা করছেন তারা ফ্যানরা। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন।
বেঙ্গালুরুর পিচ ব্যাটারদের সাহায্য করবে এবং কোহলিকে রান তুলতে সাহায্য করবে।
লাইনআপ:
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
নেদারল্যান্ডস: ওয়েসলি বারেসি, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডে, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকেরেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ
আইসিসি বিশ্বকাপ ২০২৩: শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে নেদারল্যান্ডস
১ বছর আগে
এশিয়া কাপ: রোহিত ও বিরাটকে সাজঘরে ফেরালেন শাহিন আফ্রিদি
শ্রীলঙ্কার পাল্লেকেলেতে শনিবার (২ সেপ্টেম্বর) এশিয়া কাপের বহুল প্রত্যাশিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।
দুর্দান্ত বোলিংয়ে অল্প সময়ের ব্যবধানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
এরপর একে একে শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও ফিরে যান।
উত্তেজনাপূর্ণ ম্যাচে স্কোরবোর্ডে মাত্র ২৮ রানে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে হোঁচট খেয়েছে ভারত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ভারত ২৩ ওভার ৩ বলে ১১৯ রান করেছে।
আরও পড়ুন: এশিয়া কাপ স্কোয়াডে লিটনের পরিবর্তে এনামুল
ঘরের মাটিতে নেপালের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ইতোমধ্যে জয় নিশ্চিত করার পর পাকিস্তান তাদের জয়ের ধারা ধরে রাখতে চেষ্টা করছে।
অন্যদিকে, ভারত আজকের উত্তেজনাপূর্ণ ম্যাচ দিয়েই তাদের অভিযান শুরু করছে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
আরও পড়ুন: এশিয়া কাপ: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে টাইগাররা
এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ
১ বছর আগে
বাংলাদেশ বনাম ভারত ওয়ানডে: সাকিবের স্পিন দক্ষতায় ১৮৬ রানে অল-আউট ভারত
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের স্পিন দক্ষতায় ১৮৬ রানে ভারত অল-আউট হয়েছে।
মিরপুরের মাঠে অলরাউন্ডার সাকিব আল হাসানের পাঁচ উইকেট ভারতীয় দলকে নাস্তানাবুদ করে। ওয়ানডেতে সাকিবের এটি চতুর্থবার পাঁচ উইকেট শিকার।
সাকিব তার প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট নেন। এরপর থেকে সাকিবের আক্রমণ চলতেই থাকে। সপ্তম ওভারে তিনি আবারও দু’টি উইকেট নেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাকিবের বলে বাকি যে তিনটি উইকেটের পতন হয়- ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহার। মাত্র ছয় ওভার ৪ বলেই তিনি এই কৃতিত্ব দেখান।
এর আগে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি ও আফগানিস্তানের বিপক্ষে একটি পাঁচটি করে উইকেট নেন।
ভারতীয় ব্যাটারদের সাকিবের স্পিন দক্ষতায় বেশ কঠিন সময় পাড় করতে হয়েছে। অন্যদিকে এবাদত হোসেন চারটি উইকেট নিয়েছেন। আর একটি উইকেট নেন মেরাজ।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন
২ বছর আগে
কঙ্গনার নিশানায় এবার রোহিত শর্মা!
কঙ্গনা রানাওয়াতের টুইট সরিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও জানা গেছে, রোহিত শর্মাকে আক্রমণ করে কঙ্গনা যে টুইট করেছিলেন সেটিই সরে গেছে টুইটার থেকে।
৩ বছর আগে
১০ মাস ধরে ক্রিকেটারদের বেতন দেয় না ভারতীয় ক্রিকেট বোর্ড
বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রায় ১০ মাস ধরে তাদের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেনি।
৪ বছর আগে
শুধু বাংলাদেশেই আমরা সমর্থন পাই না: রোহিত
পারফরম্যান্সের বিচারে বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। একাধিক তারকা খেলোয়াড়ও রয়েছেন দলটিতে। সেজন্য খুব স্বাভাবিকভাবেই যেকোনো দেশে খেলতে গেলেই ব্যাপক সমর্থন পান ভারতীয় ক্রিকেটাররা। তবে এর একমাত্র ব্যতিক্রম ঘটে বাংলাদেশের মাঠে।
৪ বছর আগে
তামিমের পরবর্তী লাইভে শুক্রবার অতিথি হচ্ছেন রোহিত শর্মা
বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানের পরবর্তী অতিথি হতে যাচ্ছেন বিশ্বখ্যাত ভারতীয় ওপেনার ব্যাটসম্যান রোহিত শর্মা।
৪ বছর আগে
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হলেন বেন স্টোকস
আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেয়া অলরাউন্ডার বেন স্টোকস।
৪ বছর আগে