বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের স্পিন দক্ষতায় ১৮৬ রানে ভারত অল-আউট হয়েছে।
মিরপুরের মাঠে অলরাউন্ডার সাকিব আল হাসানের পাঁচ উইকেট ভারতীয় দলকে নাস্তানাবুদ করে। ওয়ানডেতে সাকিবের এটি চতুর্থবার পাঁচ উইকেট শিকার।
সাকিব তার প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলির উইকেট নেন। এরপর থেকে সাকিবের আক্রমণ চলতেই থাকে। সপ্তম ওভারে তিনি আবারও দু’টি উইকেট নেন।
আরও পড়ুন: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাকিবের বলে বাকি যে তিনটি উইকেটের পতন হয়- ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দীপক চাহার। মাত্র ছয় ওভার ৪ বলেই তিনি এই কৃতিত্ব দেখান।
এর আগে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি ও আফগানিস্তানের বিপক্ষে একটি পাঁচটি করে উইকেট নেন।
ভারতীয় ব্যাটারদের সাকিবের স্পিন দক্ষতায় বেশ কঠিন সময় পাড় করতে হয়েছে। অন্যদিকে এবাদত হোসেন চারটি উইকেট নিয়েছেন। আর একটি উইকেট নেন মেরাজ।
আরও পড়ুন: ওয়ানডেতে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত
ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া সুযোগ পেয়ে ‘উচ্ছ্বসিত’ লিটন