জেএসএস
দীঘিনালায় সহকর্মীকে গুলি করার অভিযোগ জেএসএস কর্মীর বিরুদ্ধে
খাগড়াছড়ির দীঘিনালায় এক সহকর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে জেএসএসের (এম এন লারমা) এক সদস্যের বিরুদ্ধে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরসংলগ্ন থানাবাজারের মাঈনীব্রিজে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চলতি বছর ৪৭০টি নির্বিচারে গুলির ঘটনা ঘটেছে
আহত সুজন চাকমা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার রমনি মোহন চাকমার ছেলে।
অপরদিকে অভিযুক্ত বিজয় চাকমার বাড়িও রাঙ্গামাটির বাঘাইছড়ির মাচালং এলাকার উজ্যেগছড়িগ্রামে।
জেএসএস (এম এন লারমা) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সমির চাকমা জানান, বিজয় চাকমার করা গুলি সুজনের ডান হাঁটুতে লেগে স্লিপ করে চলে যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ রয়েছেন।
রাতে উপজেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী চিকিৎসা কর্মকর্তা প্রমেশ চাকমা জানান, সুজন চাকমার ডান হাটুর চামড়া ছিঁড়ে গুলি বেরিয়ে যাওয়ায় বেশি ক্ষতি হয়নি, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
১ বছর আগে
রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএস সদস্যরা সশস্ত্র যুদ্ধে জড়িয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সদস্যরা সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সন্তু লারমার নেতৃত্বে জেএসএস হলো সেই গোষ্ঠী যাদের সঙ্গে সরকার ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে সই করেছিল। ইউপিডিএফ চুক্তির 'সন্দেহ' প্রকাশ করে এক বছর পরেই পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য একটি দাপ্তরিক অবস্থান নিয়ে গঠিত হয়েছিল।
স্থানীয়দের মতে, রবিবার সন্ধ্যায় বন্দুকযুদ্ধ শুরু হয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে ব্যাপক উত্তেজনা অব্যাহত থাকে, এতে উভয় পক্ষ প্রায় ৩৫০ থেকে ৪০০ রাউন্ড গুলি ছোঁড়ে।
আরও পড়ুন: মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত
গুলির শব্দে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মাসে একই স্থানে তিনটি গোলাগুলির ঘটনা ঘটেছে।
এদিকে সাজেক অঞ্চলের ইউপিডিএফ সমন্বয়কারী আর্জেন্ট চাকমা জানান, জেএসএসের ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র ক্যাডার ইউপিডিএফ কর্মীদের ওপর অতর্কিত গুলি ছুড়তে শুরু করলেও ইউপিডিএফ পাল্টা জবাব দিলে পালিয়ে যায়।
একাধিকবার চেষ্টা করেও এ ঘটনায় মন্তব্যের জন্য জেএসএস সন্তু লারমা দলের নেতা ত্রিদীপ চাকমার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আরও পড়ুন: কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
১ বছর আগে
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সন্ত্রাসীদের গোলাগুলি, ১ সেনাসদস্য নিহত
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন ও অপর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রুমা উপজেলার রুমা-রাঙামাটি সীমান্তবর্তী দুর্গম বতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, নিহত সেনাসদস্য হাবিবুর রহমান একজন ওয়ারেন্ট অফিসার ছিলেন। আহত সৈনিকের নাম ফিরোজ।
আরও পড়ুন: সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা: মেম্বার প্রার্থী গ্রেপ্তার
স্থানীয় গোয়েন্দা কর্মকর্তা বলেন, জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আগমন করবে এমন তথ্যের ভিত্তিতে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল বথি পাড়ার উদ্দেশ্যে গমন করেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টহল দলটি উক্ত এলাকায় পৌঁছালে পাড়ার নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করে। জবাবে সেনা টহল দলের পাল্টা হামলায় জেএসএস মূল দলের তিন জন সন্ত্রাসী গুলিবিদ্ধ হওয়ার আলামত পাওয়া গেছে।
এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। এছাড়া সৈনিক ফিরোজ নামে এক জন সেনাসদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হন। আহত সেনা সদস্যকে আজ সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
অভিযানে সেনা টহল দল সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, তিনটি এম্যোনিশন ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করে।
বর্তমানে সেনা টহল দল ওই এলাকায় ব্যাপক তল্লাশি এবং স্থানীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করছে বলে ওই গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশ সেনাবাহিনীকে জনগণের বাহিনী হতে হবে: প্রধানমন্ত্রী
সেনাবাহিনীকে বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: সেনাপ্রধান
২ বছর আগে
কাপ্তাইয়ে জেএসএস-এমএনপি গোলাগুলি, নিহত ১
রাঙ্গামাটির কাপ্তাইয়ে জেএসএস সন্তু গ্রুপের সঙ্গে এমএনপি গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে গোলাগুলি, সন্ত্রাসী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে মারমা ন্যাশনালিষ্ট পার্টির (এমএনপি) সদস্যদের দফায় দফায় গুলি বিনিময় হয়। খবর পেয়ে কাপ্তাই জোনের পানছড়ি (টিওসি) থেকে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে র্যাবের সাথে ‘গোলাগুলিতে ’ যুবক নিহতনিরাপত্তাবাহিনীর সূত্র জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে, স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী নিশ্চিত হয় যে নিহত ব্যক্তি মূল জেএসএসের একজন চিহিৃত সন্ত্রাসী। বর্তমানে উক্ত এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে কাপ্তাই জোন বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।। গুলিতে নিহত ব্যক্তি কোন দলের এবং কি নাম তা এখনো সনাক্ত করা যায়নি।
৩ বছর আগে
রাঙামাটিতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটি বাঘাইছড়ির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিসে রূপকারী ইউনিয়ন পরিষদের মেম্বার সমর বিকাশ চাকমাকে বুধবার গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩ বছর আগে
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি: পূর্ণ বাস্তবায়ন এখনও ‘অধরা’
তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) মধ্যে ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। দেশের পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনাসহ বিভিন্ন কারণেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এ চুক্তি।
৩ বছর আগে
কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে রাইখালীর কারিগরপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে রবিবার এক যুবক নিহত হয়েছেন।
৪ বছর আগে