রাঙ্গামাটির কাপ্তাইয়ে জেএসএস সন্তু গ্রুপের সঙ্গে এমএনপি গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে গোলাগুলি, সন্ত্রাসী আটক
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাপ্তাই উপজেলার দুর্গম রাইখালী ইউনিয়নের নারানগিরি বড়পাড়া ও মিতিয়াছড়ির আশপাশের এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন মূল জনসংহতি সমিতির সদস্যদের সঙ্গে মারমা ন্যাশনালিষ্ট পার্টির (এমএনপি) সদস্যদের দফায় দফায় গুলি বিনিময় হয়। খবর পেয়ে কাপ্তাই জোনের পানছড়ি (টিওসি) থেকে সেনাবাহিনীর একটি টহল টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে র্যাবের সাথে ‘গোলাগুলিতে ’ যুবক নিহত
নিরাপত্তাবাহিনীর সূত্র জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে, স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে সেনাবাহিনী নিশ্চিত হয় যে নিহত ব্যক্তি মূল জেএসএসের একজন চিহিৃত সন্ত্রাসী। বর্তমানে উক্ত এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। নিরাপত্তা পরিস্থিতি জোরদারের অংশ হিসেবে কাপ্তাই জোন বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কক্সবাজারে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ২
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।। গুলিতে নিহত ব্যক্তি কোন দলের এবং কি নাম তা এখনো সনাক্ত করা যায়নি।