নাটোরের বড়াইগ্রামে একটি গোডাউনে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় গোডাউন মালিক নিরঞ্জন কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্নার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মীরা উপজেলার বনপাড়া বাজারের ব্যবসায়ী নিরঞ্জন কুমারের গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করে অভিযানিক দলটি।
এ বিষয়টি নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বোরহান উদ্দিন।
আরও পড়ুন: পলিথিন বন্ধে অভিযান: ১৮০৫০০ টাকা জরিমানা ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ
পলিথিন শপিং ব্যাগ বন্ধে মনিটরিং শুরু, ৩ নভেম্বর থেকে উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান