রাউজান
চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ফজলে করিমসহ ৩ জন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অন্য দুজন হলেন- আখাউড়া উপজেলার নুরপুর এলাকার সাবেক ইউপি সদস্য হান্নান মোল্লা ও স্থানীয় মানব পাচারকারী নাঈম চৌধুরী।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ধানমন্ডি থেকে গ্রেপ্তার
সরাইল বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে আব্দুল্লাহপুর এলাকার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির একটি দল তাদের আটক করে।
ফজলে করিম রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে একাধিকবার নির্বাচিত হন।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেপ্তার ৫
৩ মাস আগে
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৯ ডিসেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন- রাউজান উপজেলার জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মো. আলীর পুত্র মো. তারেক।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হলে মো. ইলিয়াছ মিয়া নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপাতালে পাঠান। পরে গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এর আগে দুপুরে হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত তারেক সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। আসা যাওয়ার পথে রাস্তার উপর রাখা ইট বালি স্তুপ পার হয়ে যাওয়ার সময় রাঙ্গামাটিমুখী একটি মাছভর্তি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হয় তারেক। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনা ঘটিয়ে পিকআপটি পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পিকআপটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
১ বছর আগে
চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ২৪ বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের রাউজান ও পটিয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে আগুনে ২৪টি বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৪০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (২১ আগস্ট) ভোর ৪টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মাহাফুজুল হক বলেন, ভোরে অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ির তপন তালুকদারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুনে পুড়ে যায় ১০টি বসতঘর। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের স্টেশন থেকে দূরে হওয়ায় পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ফায়ার সর্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে ১০ বসতঘর পুড়ে গেছে।
এদিকে পটিয়া উপজেলার অলিরহাট সরদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১৪ পরিবার নিঃস্ব হয়ে গেছে। পাঁচজন মালিকের এসব বসতঘর পুড়ে যায়।
আরও পড়ুন:কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
শনিবার (২০ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।
পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু এর আগেই কাঁচা বাড়িগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ১০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:পুরান ঢাকায় অগ্নিকাণ্ড: হোটেল মালিক গ্রেপ্তার
অগ্নিকাণ্ড: পুরান ঢাকার প্লাস্টিক কারখানা থেকে ৬ দগ্ধ লাশ উদ্ধার
২ বছর আগে
রাউজানে প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা
চট্টগ্রামের রাউজানে প্রেমিকাকে খুন করে আত্মহত্যা করেছেন প্রেমিক জয় বড়ুয়া। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত প্রেমিকা উপজেলার মহামুনি গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের উদয়ন চৌধুরীর বাড়ির রনজিৎ চৌধুরী বাবলুর মেয়ে অন্বেষা চৌধুরী আশামনি (১৯) এবং প্রেমিক একই গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নিলেন্দু বড়ুয়া নিলুর ছেলে জয় বড়ুয়া (২৬)।
পাহাড়তলী ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি মুন্নি বলেন, রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি চৌকির উপর ছেলের লাশ এবং মাটির উপর গলায় ফাঁস ও ছুরিবিদ্ধ মেয়ের লাশ পড়ে আছে।
পড়ুন: চাঁদপুরে কীটনাশক খেয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা!
তিনি জানান, অন্বেষা বিকাল ৫টার দিকে টিউশনি করতে ঘর থেকে বের হয়। আগামী ৭ মার্চ অন্বেষা চৌধুরীর আশীর্বাদ অনুষ্ঠান এবং ১০ মার্চ তার বিবাহ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, প্রেমঘটিত ঘটনায় এক তরুণীকে হত্যার পর তরুণ আত্মহত্যা করেছে। রাত ১টার দিকে মরদেহ দুটি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। তদন্তের পর ঘটনা বিস্তারিত জানা যাবে।
পড়ুন: চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!
২ বছর আগে
রাস্তার পাশে পড়েছিল তরুণীর লাশ !
চট্টগ্রামের রাউজানে একটি রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার নোয়াপাড়া পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় রাস্তার পাশে একটি তরুণীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। আমরা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। কিভাবে এই তরুণীর মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।
আরও পড়ুন: চট্টগ্রামে পুরাতন চেম্বার ভবনে অগ্নিকাণ্ড
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
৩ বছর আগে
রাউজানে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
চট্টগ্রামের রাউজানে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. মোরশেদ (৪০), মো. কামরুল (৩৭), মো. ইদ্রিস (৪০), মো. সিরাজ (৫৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
স্থানীয় পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘রাতে নয়াহাট এলাকায় ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
সারা দেশের পরিস্থিতি
জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় সড়ক দুর্ঘটনা ২৫.৫৮ শতাংশ এবং হতাহতের সংখ্যা ৮.৭৬ শতাংশ বেড়েছে।
সম্প্রতি আরএসএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের জানুয়ারিতে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৪ শতাংশ এবং মোট দুর্ঘটনার ৩৭.২৩ শতাংশ।
আরও পড়ুন: ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১
যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট হতাহতের ১০ দশমিক ৯৫ শতাংশ।
চারটি নৌ দুর্ঘটনায় সাতজন নিহত, চারজন আহত এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১১টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
১৫৩টি দুর্ঘটনা (৩৫.৮৩ শতাংশ) মহাসড়কে, ১০৭টি দুর্ঘটনা (২৫.০৫ শতাংশ) আঞ্চলিক সড়কে এবং ১১টি দুর্ঘটনায় (২.৫৭ শতাংশ) অন্যান্য সড়কে ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে।
দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাসহ সড়ক দুর্ঘটনায় ১০টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
আরএসএফ সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
৩ বছর আগে
হালদায় আবারও ভেসে উঠল মৃত ডলফিন, আড়াই বছরে মৃত্যু ২৭টির
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ড্রেজার ও বাসা জালে আটকা পড়ে মারা গেল বিপন্ন প্রজাতির আরও একটি ডলফিন।
৪ বছর আগে