চট্টগ্রামের রাউজান ও হাটহাজারী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৯ ডিসেম্বর) এসব দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন- রাউজান উপজেলার জানিপাথর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ইলিয়াছ মিয়া ও হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মো. আলীর পুত্র মো. তারেক।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রী নিহত
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হলে মো. ইলিয়াছ মিয়া নামে অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হসপাতালে পাঠান। পরে গুরুতর আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এর আগে দুপুরে হাটহাজারীতে পিকআপের ধাক্কায় মো. তারেক নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত তারেক সকালে প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। আসা যাওয়ার পথে রাস্তার উপর রাখা ইট বালি স্তুপ পার হয়ে যাওয়ার সময় রাঙ্গামাটিমুখী একটি মাছভর্তি পিকআপ ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে গুরুতর আহত হয় তারেক। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনা ঘটিয়ে পিকআপটি পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পিকআপটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত