মেডিকেল টিম
প্রধান উপদেষ্টার জন্য মেডিকেল টিম গঠন ‘রুটিন বিষয়’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য রাখতে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়াতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
মেডিকেল টিম গঠন করা হলে অধ্যাপক ইউনূসের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াতে শুরু হলে মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এ কথা জানানো হয়।
বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য আজ (২২ অক্টোবর) একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এটি একটি নৈমিত্তিক বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিকেল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এর আগে ত্বকের ক্ষত সারাতে গত সপ্তাহে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন ৮৪ বছর বয়সী ড. ইউনূস।
১ মাস আগে
ঘূর্ণিঝড় হামুন: চট্টগ্রামে প্রস্তুত রয়েছে ২৯০টি মেডিকেল টিম
সম্ভাব্য প্রবল ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র বলছে, চট্টগ্রামে সর্বমোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
সিভল সার্জন কার্যালয়ের তথ্য মতে, ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের ২০০টি মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি টিম, ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি মেডিকেল টিম, স্কুল হেলথ ক্লিনিকে ১টি মেডিকেল টিম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিমসহ ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: খুলনায় ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
এ সব তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য আমাদের ২৪ ঘণ্টার কন্ট্রোল রুল চালু আছে। যেটা সারা বছর থাকে। একইসঙ্গে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় জরুরি পরিস্থিতিতে উপজেলাসহ আমাদের মোট ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের স্বাস্থ্যবিভাগ প্রস্তুত আছে। এছাড়াও যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন: ঘূর্ণিঝড় হামুন: বাগেরহাটে ৪৪৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
ঘূর্ণিঝড় হামুন: বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
১ বছর আগে
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন
ঘূর্ণিঝড় মোখা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় ২৮৪টি মেডিকেল টিম গঠন করেছে চট্টগ্রাম সিভিল সার্জন দপ্তর। শনিবার (১৩ মে) এই তথ্য জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।
মোখা মোকাবিলায় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চট্টগ্রাম জেলায় মোট ২৮৪টি মেডিকেল টিম গঠন ও প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীন ৫টি করে মোট ৭০টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
এছাড়া, জেলার ২০০ ইউনিয়নে জন্য একটি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।
পাশাপাশি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখা ঘনিয়ে আসায় কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি
ভারী বর্ষণে কক্সবাজার, চট্টগ্রাম, ৩ পার্বত্য জেলায় ভূমিধসের আশঙ্কা
ঘূর্ণিঝড় মোখার কারণে উপকূলের ৬ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে: ত্রাণ প্রতিমন্ত্রী
১ বছর আগে
ঘূর্ণিঝড় ‘সিত্রাং: চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নানা প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ভোরে এটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি কপোরেশন সোমবার দুপুরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পৃথক সভা করেছে। নানা প্রস্তুতি গ্রহণ করেছে সরকারি হাসপাতালগুলো। প্রস্তুত রাখা হয়েছে ২৯০টি মেডিকেল টিম।
চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেয়া হচ্ছে। এ নিয়ে জরুরি বৈঠক চলছে। বৈঠকে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: বাগেরহাটে ৩৪৪ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সিটি কর্পোরেশনের করণীয় ঠিক করতে এবং নগরবাসীর জান-মাল রক্ষায় বৈঠক ডাকা হয়েছে। এরপর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে তা জানা যাবে।’
এদিকে ঘূর্ণিঝড় মোকাবিলায় নানা প্রস্তুতি গ্রহণ করেছে সরকারি হাসপাতালগুলো। প্রস্তুত রাখা হয়েছে ২৯০টি মেডিকেল টিম। চট্টগ্রাম অঞ্চলের সব সরকারি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিলসহ চিকিৎসকদের নিজ নিজ হাসপাতালে অবস্থানসহ সাত দফা জরুরি নির্দেশনা জারি করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ।
এই নির্দেশনা পাঠানো হয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আওতাধীন ২৫০ শয্যা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও চাঁদপুর জেলায়। একইভাবে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর সিভিল সার্জনকেও এই জরুরি নির্দেশনা পাঠানো হয় বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। চট্টগ্রামে ২৯০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এর মধ্যে জেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এর বাইরে ১৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিটিতে পাঁচটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। ৯টি আরবান ডিসপেনসারীতে একটি করে ৯টি মেডিকেল টিম, স্কুল হেলথ্ ক্লিনিকে একটি এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। যে কোন বিপর্যয়ে এসব মেডিকেল টিম সেবা প্রদান করবে।’
এদিকে ঘুর্ণিঝড় সিত্রাং এর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে জারি করা হয়েছে তিন নম্বর নৌ-বিপদ সংকেত।
আপাতত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং: লক্ষ্মীপুরে ১৮৫ আশ্রয়কেন্দ্র ও ৬৬ মেডিকেল টিম প্রস্তুত
ঘূর্ণিঝড় সিত্রাং: খুলনায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র
২ বছর আগে
ঘূর্ণিঝড় সিত্রাং: লক্ষ্মীপুরে ১৮৫ আশ্রয়কেন্দ্র ও ৬৬ মেডিকেল টিম প্রস্তুত
ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয়কেন্দ্র ও ৬৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ জানান, দুর্যোগ মোকাবিলায় ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, ৬৬ টি মেডিকেল টিম, উদ্ধার মোকাবিলায় রেডক্রিসেন্ট ও সিপিপিসহ তিন হাজার স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ২৬০ মেট্রিক টন শুকনো খাবার ও নগদ পাঁচ লাখ ৮৩ হাজার টাকা মজুত রাখা হয়েছে। সোমবার থেকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
এছাড়া, সার্বিক তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: সারাদেশে নৌযান চলাচল বন্ধ
সিত্রাং: মোংলা-পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর সতর্ক সংকেত
ঘূর্ণিঝড় সিত্রাং: খুলনায় প্রস্তুত ৪০৯ আশ্রয়কেন্দ্র
২ বছর আগে
‘করোনা ঝুঁকিতে’ শাবিপ্রবি থেকে ছাত্রলীগের মেডিকেল টিম প্রত্যাহার
করোনা ঝুঁকির কথা জানিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে মেডিকেল টিম প্রত্যাহার করেছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগ। সোমবার গভীর রাত থেকে ইন্টার্ন চিকিৎসকদের দলটি নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয়।এর আগে গত বৃহস্পতিবার থেকে তারা শাবিপ্রবির অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিচ্ছিলেন।মেডিকেল টিমের সদস্য নাজমুল বলেন, ‘অনশনকারীদের অনেকেরই করোনার উপসর্গ আছে। কিন্তু তারা টেস্ট করাতে রাজি হচ্ছেন না। সেভাবে স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে আমরা ঝুঁকিতে পড়ছি। আমাদের অনেককেই আবার হাসপাতালে ফিরতে হয়। ফলে অন্যরাও ঝুঁকিতে পড়ছেন।’তিনি বলেন, ‘গুরুতর অসুস্থ অবস্থায় আমরা যেসব অনশনকারীকে হাসপাতালে পাঠাই, তারা হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই আবার ক্যাম্পাসে চলে যান। ফলে তাদের জীবন যেমন সংকটে পড়ছে, তেমনি আমরাও সমস্যায় পড়ছি।’
আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি হামলা’র প্রতিবাদে রাবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
নাজমুল আরও বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীদের সেবা দিতে গিয়ে আমাদের মেডিকেল টিমের একজনের এরই মধ্যে করোনা হয়েছে। আরও কয়েকজনের উপসর্গ দেখা দিয়েছে। তারা করোনা পরীক্ষার নমুনা দিয়েছেন। আপাতত আমরা শাবিপ্রবিতে কার্যক্রম বন্ধ রাখছি।’এদিকে, ছাত্রলীগের মেডিকেল টিম প্রত্যাহার করায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আর কারো কাছ থেকে কোনো চিকিৎসা সহায়তা পাচ্ছেন না।সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক বলেন, ‘ওখানে আমাদের অফিসিয়াল কোনো টিম ছিল না। সেখানে যারা কাজ করেছেন তারা স্বেচ্ছায় গিয়েছেন। কেন তারা ফিরে এসেছেন এটা আমরা জানি না। এটা আমাদের কোনো বিষয় না।’
আরও পড়ুন: শাবিপ্রবি আন্দোলনে ‘টাকা পাঠানো’য় আটকদের নিয়ে সিলেটের পথে সিআইডি
শাবিপ্রবি: আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের ৬ অ্যাকাউন্ট বন্ধ
২ বছর আগে
ঘূর্ণিঝড় ‘বুলবুল’: প্রস্তুত ১,৫৭৭ মেডিকেল টিম, খোলা হয়েছে ৪,৫১৬ আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় দেশের উপকূলীয় জেলাগুলোতে এক হাজার ৫৭৭টি মেডিকেল টিম গঠন এবং চার হাজার ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে শনিবার সরকার জানিয়েছে।
৫ বছর আগে