ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ১৮৫টি আশ্রয়কেন্দ্র ও ৬৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ জানান, দুর্যোগ মোকাবিলায় ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, ৬৬ টি মেডিকেল টিম, উদ্ধার মোকাবিলায় রেডক্রিসেন্ট ও সিপিপিসহ তিন হাজার স্বেচ্ছাসেবী সদস্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, ২৬০ মেট্রিক টন শুকনো খাবার ও নগদ পাঁচ লাখ ৮৩ হাজার টাকা মজুত রাখা হয়েছে। সোমবার থেকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে।
এছাড়া, সার্বিক তত্ত্বাবধানে সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘সিত্রাং’: সারাদেশে নৌযান চলাচল বন্ধ
সিত্রাং: মোংলা-পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজারে ৬ নম্বর সতর্ক সংকেত